Advertisement
২৭ এপ্রিল ২০২৪
International News

আমেরিকায় ফের হামলা, কলোরাডোর ওয়ালমার্টে চলল গুলি, হত ৩

পুলিশ সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গুলিচালনার ঘটনা ঘটে। ডেনভারের উত্তর-পশ্চিমের শহরতলি থর্নটনে ওই ডিপার্টমেন্টাল স্টোরের ঘটনায় নিহত হয়েছেন দু’জন।

ছবি: টুইটারের সৌজন্যে।

ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
ডেনভার শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১০:২৬
Share: Save:

নিউ ইয়র্কের পর এ বার কলোরাডো। শহরতলির এক ওয়ালমার্ট স্টোরে গুলি চলল। নিহত হলেন ৩ জন। গুরুতর আহত ১। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা নিয়ে সবিস্তার জানায়নি পুলিশ। ঘটনার নিন্দা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পুলিশ সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গুলিচালনার ঘটনা ঘটে। ডেনভারের উত্তর-পশ্চিমের শহরতলি থর্নটনে ওই ডিপার্টমেন্টাল স্টোরের ঘটনায় নিহত হয়েছেন অন্তত তিন জন। গুরুতর আহত এক মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গোটা পরিস্থিতি এখনও স্পষ্ট নয় বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন থর্নটনের এক শীর্ষ পুলিশ আধিকারিক ভিক্টর আভিলা।

আরও পড়ুন

৯/১১-র স্মৃতি উস্কে নিউ ইয়র্কে ট্রাক-হামলা, হত ৮

ঘটনার সময় ওয়ালমার্টে ছিলেন থর্নটচনেই বাসিন্দা অ্যারন স্টিফেনস। তিনি জানিয়েছেন, জিনিসপত্র কিনে দাম মেটানোর সময় হঠাৎই একাধিক গুলির শব্দ শুনতে পান। তাঁর কথায়, “গুলির শব্দ কানে আসতেই স্টোরের ভিতরের সকলে চিৎকার করতে থাকেন। সকলে এ দিক-ও দিক ছুটে পালাতে শুরু করেন। আমিও দৌড়ে স্টোরের বাইরে বেরিয়ে আসি। কারণ, গুলি খেতে চাইনি।”

মঙ্গলবার নিউ ইয়র্কেম্যানহাটনে ঘাতক ট্রাক পিষে মারে ৮ জনকে। জখম আরও ১১। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের গুলিচালনার ঘটনা ঘটল কলোরাডোতে। এই ঘটনার নিন্দা করে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন। মার্কিন নাগরিকদের নিরাপত্তা যে অগ্রাধিকার পাবে তা-ও জানিয়েছেন প্রেসিডেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Colorado Waltmart Shooting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE