Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International news

‘অমিত্রসুলভ’ ও ‘ বিপজ্জনক’ মহড়া বন্ধ করুক আমেরিকা, হুঁশিয়ারি চিনের

রবিবার পশ্চিম চিন সাগরে মার্কিন নৌবাহিনীর ইপি-৩ যুদ্ধবিমান টহল দিচ্ছিল। সেই সময়েই অল্পের জন্য টহলদারি চিনা যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ থেকে রক্ষা পায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ০০:১৬
Share: Save:

‘অপেশাদারী’র মতো যুদ্ধবিমানের মহড়া বন্ধ করুক আমেরিকা। মঙ্গলবার আমেরিকাকে এমনই হুঁশিয়ারি দিল চিন। এ দিন চিনের প্রতিরক্ষা মন্ত্রক থেকে মার্কিন নৌবাহিনীর প্রতি এই বার্তা দেওয়া হয়।

রবিবার পশ্চিম চিন সাগরে মার্কিন নৌবাহিনীর ইপি-৩ যুদ্ধবিমান টহল দিচ্ছিল। সেই সময়েই অল্পের জন্য টহলদারি চিনা যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ থেকে রক্ষা পায়। চিনের অভিযোগ, এ ভাবে ‘অমিত্রসুলভ’ ও ‘ বিপজ্জনক’ মহড়া চালালে দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি থেকে যায়। বেজিঙের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রেন গিওকুইয়াং এক বিবৃতিতে জানান, এ ধরনের মহড়া চিনের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সঙ্কট তৈরি করছে। পাশাপাশি, দু’দেশের মহড়ার উপরও প্রভাব ফেলবে।

আমেরিকা এই ঘটনার জন্য চিনকে দায়ী করলেও চিন কিন্তু সেই দায় ঝেড়ে ফেলে পাল্টা আমেরিকার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে।

আরও পড়ুন: ‘মূল চক্রী’ ডোভালের বেজিং সফরে কী হবে? দ্বিধাবিভক্ত চিনা মিডিয়া

রবিবারের ঘটনা প্রসঙ্গে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং এক বিবৃতিতে জানান, বেজিং আমেরিকার এ ধরনের মিশনের তীব্র প্রতিবাদ জানায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Defence China US Navy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE