Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Cable Car

১২ হাজার ফুট উপরে শতাধিক যাত্রী নিয়ে আটকে গেল কেব্‌ল কার, তারপর...

দুর্গম বরফাচ্ছন্ন আল্পস পর্বতের ১২ হাজার ফুট উপরে সারারাত কেব্‌ল কারে ঝুলে রইলেন বেশ কয়েক জন পর্যটক। এর মধ্যে ছিল ১০ বছরে এক বালকও। জল, খাদ্য থাকলেও এত উঁচুতে অক্সিজেনের মাত্রা ছিল বেশ কম।

এইভাবে আটকে ছিল পর্যটকরা

এইভাবে আটকে ছিল পর্যটকরা

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৪
Share: Save:

দুর্গম বরফাচ্ছন্ন আল্পস পর্বতের ১২ হাজার ফুট উপরে সারারাত কেব্‌ল কারে ঝুলে রইলেন বেশ কয়েক জন পর্যটক। এর মধ্যে ছিল ১০ বছরে এক বালকও। জল, খাদ্য থাকলেও এত উঁচুতে অক্সিজেনের মাত্রা ছিল কম। অপেক্ষা করা ছাড়া সেখান থেকে বেরিয়ে আসার কোনও উপায় ছিল না তাঁদের। শ্বাসকষ্টে কিছু পর্যটকের অবস্থা তখন বেশ খারাপ। কিন্তু উপায় কী? হয়ত চোখের সামনে সহযাত্রীকে দেখতে হবে মৃত্যুর কোলে ঢলে পড়তে। তবে হাল ছাড়েননি তাঁরা। একে অন্যের প্রতি ভরসা রেখে সারা রাত তাকিয়ে ছিলেন কখন তাঁদের উদ্ধার করা হবে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ। আল্পসের মন্ট ব্লাঁয়ে উঠতে গিয়ে মাঝপথে হঠাত্ই খারাপ হয়ে যায় কেব্‌ল কার। ১১০ জন পর্যটক আটকে পড়েন। এরপর যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকার্যে নেমে পড়ে ফ্রান্স, ইতালি এবং সুইত্জারল্যান্ডের উদ্ধারকারী দল। ৪টি হেলিকপ্টারের সাহায্যে ৬৭ জন পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। কিন্তু উদ্ধারকার্যে বার বার বাধ সাধে প্রতিকূল পরিবেশ। বাকি ৩৩ জনের বেশি পর্যটককে সারা রাত কাটাতে হয় ওই ছোট্ট কেবল কারগুলিতে। অবশেষে সকাল ৬.৩০ টায় বাকি পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।

আরও পড়ুন- বেড়াতে বেরিয়ে ১৩ কোটি বছরের পুরনো পায়ের ছাপ আবিষ্কার

ফ্রান্সের আইগুইল দু’মিদি স্টেশন থেকে ইতালির পুন্তা হেলব্রন পর্যন্ত বিস্তৃত এই কেব্‌ল কার। এক নজরে দেখা নেওয়া যাক ১২ ঘণ্টার বেশি সময় ধরে পর্যটকরা কী অবস্থায় ছিলেন। (ছবি- ফেসবুক, এপি, এএফপি, গেটি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cable Car French Alps
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE