Advertisement
২৩ এপ্রিল ২০২৪

তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, মৃত অন্তত ১৮

১২ ঘণ্টারও বেশি লাগাতার তুষারপাতে স্তব্ধ হয়েছে গেছে নিউ ইয়র্কের সহ পূর্ব আমেরিকার ২০টি প্রদেশের জনজীবন। চারিদকে শুধু বরফ আর বরফ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:২৯
Share: Save:

১২ ঘণ্টারও বেশি লাগাতার তুষারপাতে স্তব্ধ হয়েছে গেছে নিউ ইয়র্কের সহ পূর্ব আমেরিকার ২০টি প্রদেশের জনজীবন। চারিদকে শুধু বরফ আর বরফ। পশ্চিম ভার্জিনিয়া, মেরিল্যান্ডের বেশ কয়েকটি এলাকার রাস্তায় প্রায় তিন ফুট পর্যন্ত বরফ জমেছে। ঘরেই আটকে মানুষজন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

তুষার ঝড়ের প্রাবাল্য বাড়ার আগে সংগ্রহ করে আনা রসদ থেকে পেট ভরাতে হচ্ছে। তবে, সেই রসদও ক্রমশ শেষ হয়ে আসছে। তার উপর বেশ কিছু এলাকায় এখনও বিদ্যুৎ নেই। স্থানীয় প্রসাশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনও প্রায় ৭৪ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই তুষারপাতে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। স্থানীয় প্রশাসনের মতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই মৃত্যুর অধিকাংশই হয়েছে গাড়ি দুর্ঘটনায়। শনিবারের মতো রবিবারেও বহু বিমানের উড়ান বাতিল করা হয়েছে। দু’দিনে সব মিলিয়ে ৮,৫৬৯ বিমানের উড়ান বাতিল হল। নিউ ইর্য়ক এবং লং আইল্যান্ডের বাস ও রেল পরিষেবা বন্ধ হয়ে রয়েছে।

১৮৭৯ সালের পর এমন ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়েনি আমেরিকা।

তবে, আশার বাণী শুনিয়েছে আবহাওয়াবিদরা। এবার, পূর্ব আমেরিকার শহরগুলিতে তুষারপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকবে বলে জানিয়েছেন তাঁরা। তুষার ঝড়ে আক্রান্ত প্রদেশগুলির প্রশাসনিক কর্তারা অবশ্য মনে করেছেন, পরিমাণ বরফ জমেছে তা সরাতে প্রায় এক সপ্তাহ লেগে যাবে।

আরও দেখুন:

মহা দুর্যোগে বরফে চাপা পড়ে যাওয়া আমেরিকার ছবি

আরও পড়ুন :

তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকায় মৃত ১০

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE