Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ট্রাম্পকে ফেরালেন ইভানা

ইভানার দাবি, অনেক বিষয়ই তাঁর পরামর্শ চান প্রেসিডেন্ট। এমনকী সম্প্রতি ট্রাম্প তাঁকে চেক রিপাবলিকে মার্কিন রাষ্ট্রদূত হতেও অনুরোধ করেন।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৩:২৪
Share: Save:

তাঁদের বিচ্ছেদের দিনলিপি ফলাও করে ছাপা হলেও, এখনও প্রাক্তন স্বামীর সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব রয়েছে তাঁর। প্রতি সপ্তাহেই কথা হয় তাঁদের। নতুন এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ও তাঁর প্রথম তিন সন্তানের মা ইভানা মারি ট্রাম্প।

ইভানার দাবি, অনেক বিষয়ই তাঁর পরামর্শ চান প্রেসিডেন্ট। এমনকী সম্প্রতি ট্রাম্প তাঁকে চেক রিপাবলিকে মার্কিন রাষ্ট্রদূত হতেও অনুরোধ করেন। ওই দেশেই তাঁর জন্ম। অনুরোধ ফিরিয়ে দিয়েছেন ইভানা।

কেন? স্বর্ণকেশী সুন্দরী জানিয়েছেন, তাঁর গ্ল্যামারে টইটম্বুর জীবনটি পরিপূর্ণ ভাবে উপভোগ করতে বড়ই ব্যস্ত তিনি। তাই ওই দায়িত্ব নিতে আগ্রহী নন। তাঁর কথায়, ‘‘শীতের মায়ামি, গরমের সেন্ট ট্রোপেজ, বসন্তের নিউ ইয়র্ক— ওদের কি বিদায় জানানো যায়?’’ ৬৮ বছরের লাস্যময়ীকে এখনও নিউ ইয়র্কের বিভিন্ন ফ্যাশন উইকে নিয়মিত দেখা যায়। আধুনিক দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে বারবার তাঁর পরামর্শ চান প্রেসিডেন্ট। যেমন, টুইটার ব্যবহার করা উচিত কিনা। জোরদার সমর্থন করেছেন ইভানা। বলেছেন, ‘‘অবশ্যই!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump Ivana Trump US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE