Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International

জঙ্গি দমনে দরকারে একতরফা ব্যবস্থা, পাকিস্তানকে মার্কিন হুমকি

পাকিস্তানকে আবারও ধমক আমেরিকার। এ বার আরও চড়া সুরে। ইসলামাবাদকে স্পষ্টই জানিয়ে দেওয়া হল, পাক ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ও নেটওয়ার্কগুলি ধ্বংস করতে নওয়াজ শরিফ সরকার ব্যবস্থা না নিলে আমেরিকা প্রয়োজনে, নিজেই একতরফা ভাবে সেই ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৫:৩৪
Share: Save:

পাকিস্তানকে আবারও ধমক আমেরিকার। এ বার আরও চড়া সুরে।

ইসলামাবাদকে স্পষ্টই জানিয়ে দেওয়া হল, পাক ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ও নেটওয়ার্কগুলি ধ্বংস করতে নওয়াজ শরিফ সরকার ব্যবস্থা না নিলে আমেরিকা প্রয়োজনে, নিজেই একতরফা ভাবে সেই ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

মার্কিন বিদেশ দফতরের সন্ত্রাসবাদকে অর্থসাহায্য রোধ সংক্রান্ত কমিটির কার্যনির্বাহী আন্ডার সেক্রেটারি অ্যাডাম ঝাউদিয়েন্স ঝুবিন শনিবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘‘পাকিস্তান সরকার, বিশেষ করে পাক গুপ্তচর সংস্থা ‘ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সে’র (আইএসআই) মধ্যেই এমন কিছু শক্তি রয়েছে, যারা পাকিস্তানে সক্রিয় সবক’টি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে সমান ভাবে কঠোর হতে চায় না। কোনও কোনও জঙ্গি সংগঠনকে তারা একটু প্রশ্রয় দেয়। কোনও কোনও সংগঠনকে প্রশ্রয় দেয় আরও একটু বেশি। আইএসআই পাকিস্তানে সক্রিয় সবক’টি সন্ত্রাসবাদী সংগঠন সম্পর্কে পাক সরকারকেও সব সময় সঠিক তথ্য দেয় না।’’

জুবিন এও বলেছেন, ‘‘পাক ভূখণ্ডে সক্রিয় জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করার জন্য আমরা পাকিস্তান সরকারকে বহু দিন ধরেই বার বার অনুরোধ করে যাচ্ছি। আমরা ওদের সাহায্য করার জন্য হাত বাড়িয়েই রেখেছি। আর এ ব্যাপারে আমাদের আন্তরিকতায় যে কোনও ঘাটতি নেই, তা বোঝাতে আমাদের প্রয়োজনে একতরফা ভাবেই ব্যবস্তা নিতে হবে যদি সেই ব্যবস্থাটা নিজে থেকে না নেয় পাক সরকার।’’

আরও পড়ুন- জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ হাসিনার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE