Advertisement
০১ মে ২০২৪

এত বড় সুইমিং পুল!

সুইমিং পুল তো দেখেছেন। কত বড় হতে পারে একটা সুইমিং পুল সে ধারণাও আছে নিশ্চয়ই। কিন্তু ১১টা ফুটবল গ্রাউন্ডের সমান সুইমিং পুল কখনও দেখেছেন? এত দিন পর্যন্ত বিশ্বের কোথাও এ রকম বড় সুইমিং পুল তৈরি হয়নি।

চিলির আলফোন্সো রিসর্টের সেই সুইমিং পুল।

চিলির আলফোন্সো রিসর্টের সেই সুইমিং পুল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১২:৪১
Share: Save:

সুইমিং পুল তো দেখেছেন। কত বড় হতে পারে একটা সুইমিং পুল সে ধারণাও আছে নিশ্চয়ই। কিন্তু ১১টা ফুটবল গ্রাউন্ডের সমান সুইমিং পুল কখনও দেখেছেন? এত দিন পর্যন্ত বিশ্বের কোথাও এ রকম বড় সুইমিং পুল তৈরি হয়নি। এ বার এই বিশালাকায় সুইমিং পুল তৈরি করা হয়েছে চিলির সেন আলফোন্সো রিসর্টে। ১,০১৩ মিটার লম্বা এবং ১১ ফুট গভীরতার এই সুইমিং পুলটি ১৯.৭৭ একর জুড়ে রয়েছে। প্রশান্ত মহাসাগরের গা ঘেঁষে তৈরি করা হয়েছে পুলটি। সমুদ্র থেকে জল ফিল্টার করে সেটাকে পুলের এক দিক দিয়ে পাম্প করে ঢোকানো হয়, আবার অন্য দিক থেকে বের করে দেওয়া হয়। ২৫০ মিলিয়ন লিটার জল ধরে এই সুইমিং পুলে। এর জলের উষ্ণতা সমুদ্রের জলের থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। মনে হবে কোনও সুইমিং পুল নয়, যেন ঢেউহীন এক বিশাল সমুদ্রে আপনি সাঁতরে বেড়াচ্ছেন। শুধু সাঁতারই নয়, বিনোদনের জন্য রয়েছে নানা রকম ওয়াটার স্পোর্টসও। বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল হিসাবে গিনেজ বুকে স্থান পেয়েছে। পুলটি তৈরি করতে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ১৯৭ কোটি টাকা। পাঁচ বছর লেগেছে সুইমিং পুলটি তৈরি করতে। এটি তৈরি করেছেন ফার্নান্দো ফিস্চম্যান।

আরও খবর
ম্যারিয়ট হোটেলেও পোশাক বদলানোর ছবি তুলে ইন্টারনেটে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE