Advertisement
E-Paper

আজ ধর্মশালায় অনিশ্চিত ভারতের ‘ট্রাম্প-কার্ড’

অস্ট্রেলীয় মিডিয়া তাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেছিল। যা নিয়ে তুলকালাম শুরু হয়ে যায় ক্রিকেট মহলে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন ভারতের নামী প্রাক্তন ক্রিকেটারেরাও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:৪৯

অস্ট্রেলীয় মিডিয়া তাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেছিল। যা নিয়ে তুলকালাম শুরু হয়ে যায় ক্রিকেট মহলে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন ভারতের নামী প্রাক্তন ক্রিকেটারেরাও।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্যই নন। কিন্তু ভারতের ‘ট্রাম্প কার্ড’ অবশ্যই তিনি। এই মুহূর্তে ভারতীয় জনতার ‘ডার্লিং’ বিরাট কোহালি আজ, শনিবার থেকে ধর্মশালায় শুরু শেষ টেস্টে প্রবল ভাবেই অনিশ্চিত।

ভারত অধিনায়ক নিজেই জানিয়ে দিয়েছেন, একশো শতাংশ ফিট থাকলে তবেই তিনি ধর্মশালায় নামবেন। প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে কোনও রকম রাখঢাক না রেখেই বিরাট বলে দেন, ‘‘আমার এখনও সমস্যা হচ্ছে। ফিজিওর সঙ্গে আলোচনা করার পরে আরও কিছুটা সময় আমরা নিচ্ছি। আজ রাতে অথবা ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব খেলব কি না।’’

তিনি কি ছটফট করছেন না খেলার জন্য? বিশেষ করে এমন একটা ম্যাচের জন্য, যেটা কি না সিরিজ ফয়সালার টেস্ট হয়ে দাঁড়িয়েছে? কোহালি বলেন, ‘‘আমি অবশ্যই ছটফট করছি খেলার জন্য। কিন্তু নিয়ম হচ্ছে নিয়ম। অন্যদের ক্ষেত্রে যদি ফিটনেস পরীক্ষা দিতে হয় টিমে ঢোকার জন্য, তা হলে অধিনায়ককেও দিতে হবে। আমি খেলব একমাত্র যদি ফিটনেস টেস্টে পাশ করি তবেই।’’

অধিনায়ক অন্তিম ফিটনেস টেস্টের কথা বললেও ধর্মশালায় শুক্রবার প্র্যাকটিসের সময়েও যা ইঙ্গিত পাওয়া গিয়েছে, অলৌকিক ঘটতে হবে তাঁকে খেলাতে হলে। এ দিনও খুব অল্প কয়েকটি বল তিনি খেলেছেন নেটে। তখন প্যাড পরা ছিল না। শুধু গ্লাভস পরে ব্যাট হাতে ‘নকিং’ করেন। একটু পরেই বেরিয়ে আসেন নেট থেকে। সেই সময় সেখানে দাঁড়িয়ে ছিলেন ইশান্ত শর্মা। তাঁর দিকে তাকিয়ে হতাশাজনক মুখভঙ্গিও করতে দেখা যায় কোহালিকে। ফের দীর্ঘ আলোচনা করেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট ও কোচ অনিল কুম্বলের সঙ্গে। সম্ভাব্য পরিবর্ত হিসেবে আসা শ্রেয়স আইয়ারের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। সেটা দেখে তীব্র জল্পনা শুরু হয়ে যায় যে, নেট প্র্যাকটিসেই কোহালি কি শ্রেয়সকে বলে দিলেন, তৈরি থাকো, তুমিই খেলছ!

কোহালির মূল সমস্যা ব্যাট করার সময় হচ্ছে না। হচ্ছে ফিল্ডিংয়ের সময় তাঁর স্বভাবসিদ্ধ তীব্রতা দেখাতে গিয়ে। জোরাল থ্রো করার সময় এখনও কাঁধে লাগছে। যে হেতু কোহালি খুব ‘হাইপার’, সব সময়ই ঝাঁপাচ্ছেন মরিয়া ভাবে, তাঁকে নিয়ে চিন্তা হচ্ছে ফিজিও প্যাট্রিকের। জানা গিয়েছে, চোটের রিপোর্টে কিছুটা হলেও বিপদের কথা বলা আছে।

আরও পড়ুন: অন্তিম যুদ্ধে স্মিথ বনাম কোহালি কি হবে

সামনের লম্বা মরসুমের কথা ভেবে তাই কোহালিকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। সামনেই আসছে আইপিএল। সেখানেও তিনি প্রথম কয়েকটি ম্যাচে খেলবেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও বড় চিন্তা জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ধোনির জায়গায় এই প্রথম বিশ্বমাপের টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন তিনি।

কেউ কেউ তাঁকে পরামর্শ দিচ্ছেন, বৃহত্তর ছবিটা দেখো। ধর্মশালায় খেলতে নেমে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে চলে যাও, তা হলে দলের আরও বড় ক্ষতি। এটাও জানা গিয়েছে যে, ডাক্তারি পরামর্শ হচ্ছে বিশ্রাম নেওয়ার। ধর্মশালায় নামলে ডাক্তারি মতের বিপক্ষে গিয়ে নামবেন। সুনীল গাওস্করের মতো কিংবদন্তি যদিও বলেছেন, দল চাইলে কোহালি নামুক। ইয়ান চ্যাপেল মনে করছেন, ৭০ থেকে ৮০ শতাংশ ফিট থাকলেও কোহালির খেলা উচিত।

এর মধ্যেও অবশ্য থেমে নেই দুই শিবিরের কথার যুদ্ধ। স্টিভ স্মিথকে জিজ্ঞেস করা হল, কোহালি না থাকলে আপনাদের কতটা সুবিধে হবে? স্মিথ প্রশংসা শুরু করে দিলেন অজিঙ্ক রাহানের। কোহালি না খেললে যিনি টস করতে যাবেন। বললেন, ‘‘আমি ওর সঙ্গে খেলেছি। ক্রিকেটীয় বুদ্ধি বেশ ভাল। কোহালি না থাকলেও ভারতীয় দল থাকবে যোগ্য হাতে।’’

ধৌলাধার পাহাড়ের কোলে কোহালি বিশ্রামে থাকবেন কি না জানতে আর কয়েক ঘণ্টা। ‘সৌজন্য’ শব্দটা এই সিরিজে বিশ্রামেই আছে!

Virat Kohli Steve Smith Indian Trump-card Dharamsala Test
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy