আই লিগে মার্কি ফুটবলার হতে গেলে শুধু বিশ্বকাপ বা ওই মানের কোনও টুর্নামেন্টে খেললেই হবে না। এর সঙ্গে আরও কিছু নতুন শর্ত যোগ করতে পারে ফেডারেশন। ৭ জুলাই দিল্লিতে আই লিগের ক্লাবগুলোকে নিয়ে একটি সভা রয়েছে। সেখানেই আই লিগ কমিটি মার্কি ফুটবলার নিয়ে তাদের ভাবনার কথা জানাবে। মার্কি ফুটবলার যদি বিশ্বকাপার হয়, সে ক্ষেত্রে এ বার বা গত বারের বিশ্বকাপে খেলা ফুটবলার হতে হবে। নয়তো নির্দিষ্ট বয়সসীমা বেঁধে দেওয়া হবে মার্কি ফুটবলারের জন্য। অথবা জাতীয় টিম থেকে কোনও ফুটবলার অবসর নিলেও, সেই ফুটবলারকে দেশের এক নম্বর ক্লাব লিগ খেলতে হবে। তবে এই শর্তগুলো আই লিগের ক্লাবগুলো কতটা মেনে নেবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ভাল মানের ফুটবলার আনতে গেলে যে টাকা খরচ করতে হবে, স্পনসর সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ক্লাবগুলো আদৌ তা করতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন!