Advertisement
১১ মে ২০২৪
জামথা-কাজিয়া: মুখ খুললেন পিচ প্রস্তুতকারক

খারাপ কোথায়, আমি তো স্পোর্টিং উইকেট বানিয়েছি

নাগপুর টেস্টের দ্বিতীয় দিন খেলা শেষের ঘণ্টা আড়াই সবে হয়েছে। কিন্তু ততক্ষণে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে ভারতীয় মিডিয়া, জামথা পিচ নিয়ে বিস্ফোরণ সর্বত্র। এবং চতুর্দিকের ফুটন্ত পরিস্থিতিতে নাগপুর কিউরেটর অমর কারলেকরকে বৃহস্পতিবার রাতে ফোনে ধরা হলে তিনি সব শুনে এতটাই উত্তেজিত হয়ে পড়লেন যে, শেষ পর্যন্ত ফোনটা কেটেই দিলেন...।

রাজর্ষি গঙ্গোপাধ্যায়
নাগপুর শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ০৩:২১
Share: Save:

নাগপুর টেস্টের দ্বিতীয় দিন খেলা শেষের ঘণ্টা আড়াই সবে হয়েছে। কিন্তু ততক্ষণে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে ভারতীয় মিডিয়া, জামথা পিচ নিয়ে বিস্ফোরণ সর্বত্র। এবং চতুর্দিকের ফুটন্ত পরিস্থিতিতে নাগপুর কিউরেটর অমর কারলেকরকে বৃহস্পতিবার রাতে ফোনে ধরা হলে তিনি সব শুনে এতটাই উত্তেজিত হয়ে পড়লেন যে, শেষ পর্যন্ত ফোনটা কেটেই দিলেন...।

প্রশ্ন: টেস্ট ম্যাচ সবাই জানে পাঁচ দিনের হয়। কিন্তু মোহালির পর আপনার উইকেটেও সেটা দাঁড়াচ্ছে তিন দিনের। কী বলবেন?

অমর: কী আবার বলব? আমি এমন একটা উইকেট দেওয়ার চেষ্টা করেছি যেখানে রেজাল্ট হবে। সেটা যে হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন।

প্র: কিন্তু ক্রিকেটমহল তো আপনার উইকেটে মোটেও খুশি নয়। বলা হচ্ছে যে, আপনি যেটা বানিয়েছেন সেটা আন্ডারপ্রিপেয়ার্ড ছাড়া কিছু নয়। এমনকী ‘শয়তান পিচও’ নাম দেওয়া হচ্ছে।

অমর: কারা বলছে?

প্র: মাইকেল ভন বলেছেন। মাইকেল ক্লার্ক বলেছেন। ওয়াসিম আক্রমও ছাড়েননি।

অমর: দেখুন এঁরা কী বলেছেন না বলেছেন, জানি না। শুনিনি। অহেতুক রিঅ্যাক্ট করতে যাব কেন? সোজাসুজি বলছি, আমি যা দিয়েছি সেটা স্পোর্টিং উইকেট। তার বাইরে কিছু নয়।

প্র: কী বলছেন! এটা স্পোর্টিং উইকেট? যেখানে একদিনে কুড়িটা উইকেট চলে যাচ্ছে?

অমর: হ্যাঁ, স্পোর্টিং উইকেট। এই উইকেটে ব্যাটসম্যানদের জন্য যেমন কিছু আছে, তেমন বোলারদের জন্যও আছে। উইকেট দেওয়াটা আমার কাজ। মাঠে নেমে খেলাটা নয়।

প্র: ব্যাটসম্যানের জন্য এই উইকেটে কী আছে? দক্ষিণ আফ্রিকা তো ৭৯ রানে অলআউট হয়ে গেল। একজনও এখনও পর্যন্ত টেস্টে হাফসেঞ্চুরি পেলেন না।

অমর: প্রশ্নটা আমাকে করছেন কেন? মাঠে নেমে প্লেয়াররা কেমন করবে না করবে, সেটা নিশ্চয়ই আমার হাতে থাকে না। মুরলী বিজয় এখানে চল্লিশ করে গিয়েছে। আবার ওদের একটা ব্যাটসম্যানও (পড়তে হবে জেপি দুমিনি) রান করেছে। কে কতটা রান করবে, কে ক’টা উইকেট নেবে সেটা তার নিজস্ব স্কিলের উপর নির্ভর করে।

প্র: টেস্টে চল্লিশ ভাল রান? আপনি তাই মনে করেন?

অমর: কী আশ্চর্য, আমার মনে হওয়াতে কী এসে যায়? আপনাকে তো বারবার বলছি যে, এটা স্পোর্টিং উইকেট। আর আপনারাই খারাপ উইকেট, খারাপ উইকেট বলে হইচই করছেন। আর এত সাউথ আফ্রিকা-সাউথ আফ্রিকা করছেন, ওরা কি কিছুই পায়নি? ওদের তাহির উইকেট পায়নি? মর্কেল পায়নি? মর্কেল তো বেশ কয়েকটা উইকেট নিল। তা হলে খারাপ উইকেট এটা হল কী ভাবে? ওদের তাহির পাঁচ উইকেট পেয়েছে। আমাদের অশ্বিনও পেয়েছে। অসুবিধেটা তা হলে কোথায়?

প্র: শেষ প্রশ্ন। আপনি কি তা হলে এটা মনে করেন যে, একটা ঘ্যানঘ্যানে টেস্ট উইকেটের চেয়ে এ রকম হওয়া অনেক ভাল যেখানে তিন দিনে রেজাল্ট হয়ে যাবে?

অমর: আমি আর কিছু মনে করি না। আর কোনও কথা বলবও না। অনেক হয়েছে। রাখছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE