Advertisement
০৩ মে ২০২৪

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ

বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন মাহমুদুল্লাহ। তার পরই ভাঙল গ্যালারি থেকে রিজার্ভ বেঞ্চের উচ্ছ্বাসের বাঁধ। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। এশিয়া কাপে এখনও এভাবে ব্যাট চলেনি কোনও দলের। বার বারই মুখ থুবড়ে পড়তে হয়েছে সব দেশের ব্যাটিংকে।

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ১৮:৪০
Share: Save:

পাকিস্তান ১২৯/৭ (২০ ওভার)

বাংলাদেশ ১৩১/৫ (১৯.১ ওভার)

৫ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।

বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন মাহমুদুল্লাহ। তার পরই ভাঙল গ্যালারি থেকে রিজার্ভ বেঞ্চের উচ্ছ্বাসের বাঁধ। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। এশিয়া কাপে এখনও এভাবে ব্যাট চলেনি কোনও দলের। বার বারই মুখ থুবড়ে পড়তে হয়েছে সব দেশের ব্যাটিংকে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যাঘ্র বাহিনী দেখিয়ে দিল তাঁদের ব্যাট চললে বিশ্বের তাবড় তাবড় বোলাররাও উড়ে যায়। এদিন শুরু করলেন সৌম্য সরকার। শেষ করলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ ব্যাটসম্যানদের হাতে মার খেলেন পাকিস্তানের সব বোলাররাই। সে আমের হোক বা আফ্রিদি। ৪৮ রান করে আউট হওয়ার আগে সৌম্য সরকারের ব্যাট থেকে এল ৫টি চার ও ১টি ছয়। শেষের দিকে ছ্ক্কা হাঁকালেন মাহমুদুল্লাহও। ২২ রান করে অপরাজিত থাকলেন তিনি। বল হাতে পাকিস্তানকে যেমন বেগ দিলেন আল আমিন হোসেন। তেমনই ব্যাট হাতে পাকিস্তান বোলারদের বাড়ি পাঠালেন সৌম্য সরকার। এই ফর্ম ফাইনালে ধরে রাখতে পারলে ভারতকেও যে বেগ দেবে বাংলাদেশ সে বার্তাই দিয়ে রাখলেন আজ সাকিবরা।

• ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ।

• বাউন্ডারি মেরে বাংলাদেশকে ফাইনালে তুললেন মাহমুদুল্লাহ।

• ৬ বলে ৩ রান দরকার বাংলাদেশের।

• ১৯ ওভারে বাংলাদেশ ১২৭/৫।

• ৮ বলে ১১ রান করতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ৫ উইকেট।

• ১৮ ওভারে বাংলাদেশ ১১২/৫।

• আমেরের বলে পর পর বাউন্ডারি হাঁকালেন মোর্তাজা।

• পঞ্চম উইকেট বাংলাদেশের।আমিরের বলে বোল্ড হলেন সাকিব। করলেন ৮ রান।

• ১০০ রান বাংলাদেশের।

• মহম্মদ ইরফানের বলে এবার ছক্কা হাঁকালেন মাহমুদুল্লাহ।

• এখন ব্যাট করছেন সাকিব ও মাহমুদুল্লাহ।

• ১৫ ওভারে বাংলাদেশ ৯০/৪।

• চতুর্থ উইকেট বাংলাদেশের। ১২ রানে শোয়েব মালিকের বলে এলবিডব্লু হলেন মুশফিকুর রহিম।

• ৩৬ বলে ৪৩ রান করতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ৭ উইকেট।

•১৩.২ ওভারে বাংলাদেশ ৮৩/৩।

• ৪৮ বলে ৪৮ রান করে প্যাভেলিয়নে ফিরলেন সৌম্য।

• বাংলাদেশের তৃতীয় উইকেট। আমেরের বলে বোল্ড হলেন সৌম্য সরকার।

• ১১ ওভারে বাংলাদেশ ৭৩/২।

• সৌম্যর সঙ্গে ব্যাট করতে এসেছেন মুশফিকুর রহিম।

• আবার আফ্রিদিকে বাউন্ডারি হাঁকালেন সৌম্য।৪৪ রানে ব্যাট করছেন তিনি।

• ১০ ওভারে বাংলাদেশ ৬১/২।

• ৯.৪ ওভারে বাংলাদেশ ৫৮/২।

• আনোয়ার আলির বলে ছক্কা হাঁকালেন সৌম্য।

• আফ্রিদির বলে ১৪ রান করে বোল্ড হলেন সাব্বির রহমান।

• বাংলাদেশের দ্বিতীয় উইকেট পতন।

• ১২.২ ওভারে বাংলাদে‌শকে করতে হবে ৮৬ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

• ২১ রানে ব্যাট করছেন সৌম্য সরকার ও ১০ রানে ব্যাট করছেন সাব্বির রহমান।

• ৭ ওভারে বাংলাদেশ ৪০/১।

• ৪ ওভারে বাংলাদেশ ২৪/১।

• ৩ ওভারে বাংলাদেশ ২২/১।

• সৌম্য সরকারের সঙ্গে ব্যাট করছেন সাব্বির রহমান।

• দ্বিতীয় ওভারেই ৭ রান করে প্যাভেলিয়নে ফিরলেন তামিম। মহম্মদ ইরফানের বলে এলবিডব্লু হলেন তিনি।

• তামিম ইকবাল আউট।

• দ্বিতীয় ওভারে বাউন্ডারি এল সৌম্য সরকারের ব্যাটে।

• প্রথম ওভারের শেষ মহম্মদ আমিরের বলে ছক্কা হাঁকালেন তামিম ইকবাল। যাঁর দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ।

• ১ ওভারে বাংলাদেশ ৮/০।

• ব্যাট করছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

• বাংলাদেশের ব্যাটিং শুরু।

বাংলাদেশের সামনে ১৩০ রানের লক্ষ্যমাত্রা রাখল পাকিস্তান। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রানই তুলতে সক্ষম হলেন আফ্রিদিরা। শুরুতে পর পর উইকেট হারিয়ে কিছুটা সমস্যার সম্মুখিন হলেও শোয়েব মালিক ও সরফরাজ আহমেদের ব্যাটে ভদ্রস্থ রানে পৌঁছল পাকিস্তান। ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন সরফরাজ। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে। শোয়েব মালিক খেললেন ৪১ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে আবার বল হাতে সফল আল আমিন হোসেন। তিনটি উইকেট নিলেন তিনি। জোড়া উইকেট নিলেন আরাফাত সানি। একটি করে উইকেট তাসকিন আহমেদ ও মাশরাফি মোর্তাজা।

• বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিলেন আল আমিন হোসেন ও জোড়া উইকেট আরাফত সানি।

• ২০ ওভারের শেষে পাকিস্তান ১২৯/৭।

• ১৯ ওভারে ১১৮/৬।

• আল আমিনের বলে সাব্বির রহমানকে ক্যাচ তুলে দিলেন তিনি। খেললেন মাত্র ২ বল।

• ষষ্ঠ উইকেট পাকিস্তানের। কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরলেন আফ্রিদি।

• ১৮ ওভারে পাকিস্তান ১০৫/৫।

• ১০০ রান পাকিস্তানের।

• ১৭ ওভারে পাকিস্তান ৯৮/৫।

• ৪১ রান করে আরাফতের বলে সাব্বির রহমানকে ক্যাচ দিয়ে আউট হলেন শোয়েব।

• ব্যাট হাতে অনেকক্ষণ ভরসা দিয়ে আউট হলেন শোয়েব মালিক।

• পঞ্চম উইকেট পাকিস্তানের।

• ১৬ ওভা্রে পাকিস্তান ৯১/৪।

• ১৪ ওভারের শেষে পাকিস্তান ৬৫/৪।

• চার উইকেটের পর ক্রিজে এখনও টিকে রয়েছেন সরফরাজ ও শোয়েব।

• ১৩ ওভারে পাকিস্তান ৫৪/৪।

• ২০ রানে ব্যাট করছেন সরফরাজ ও ১৫ রানে ক্রিজে রয়েছেন শোয়েব মালিক।

• ১১ ওভারে পাকিস্তান ৪০/৪।

• ১০ ওভারে পাকিস্তান ৩৪/৪।

•৮.৩ ওভারে পাকিস্তান ২৮/৪।

• ৪ রান করে তাসকিন আহমেদের বলে সাকিব আল হাসানকে ক্যাচ দিয়ে আউট হলেন উমর আকমল।

• চতুর্থ উইকেট পতন পাকিস্তানের।

৮ ওভারে পাকিস্তান ২৮/৩।

• এখনও পর্যন্ত একটি করে উইকেট নিয়েছেন আল আমিন, আরাফত ও মাশরাফি।

• ৭ ওভারে পাকিস্তান ২৫/৩।

• ব্যাট করছেন সরফরাজ আহমেদ ও উমর আকমল।

• ৬ ওভারে পাকিস্তান ২০/৩।

• ৫ ওভারে পাকিস্তান ১৮/৩।

• মাশরাফি মোর্তাজার বলে এলবিডব্লু হলেন মহম্মদ হাফিজ।

• তৃতীয় উইকেট পতন পাকিস্তানের।

• ৪.২ ওভারে পাকিস্তান ১৮/২।

• মাত্র ১০ রান করে আরাফত সানির বলে বোল্ড হলেন সরজিল খান।

• দ্বিতীয় উইকেট পতন পাকিস্তানের।

• ২ ওভার বল করে মাত্র ১ রান দিলেন তাসকিন আহমেদ। একটি মেডেন ওভার।

• ৩ ওভারে পাকিস্তান ৮/১।

• ব্যাট করতে এলেন মহম্মদ হাফিজ। ক্রিজে রয়েছেন আর এক ওপেনার সারজিল খান।

• ২ ওভারে পাকিস্তান ৮/১।

• ১ ওভারে পাকিস্তান ১/১।

• আল আমিনের বলে মুশফিকুরকে ক্যাচ দিয়ে ফিরলেন খুররাম।

• প্রথম ওভারেই উইকেট তুলে নিল বাংলাদেশ।

• ব্যাট করছেন খুররাম মনজুর ও সরজিল খান।

• খেলা শুরু।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল পাকিস্তান।বাংলাদেশের সামনে ফাইনালের হাতছানি। তার জন্য আজ হারাতেই হবে পাকিস্তানকে।না হলেই নানান হিসেব। সেই হিসেবের মধ্যে যেতে চাইছেন না সাকিব, মাশরাফিরা। ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে পুরো দল। ফাইনালে গেলে সামনে ভারত। যাদের কাছে হেরেই শুরু করতে হয়েছিল এশিয়া কাপ। টি২০ বিশ্বকাপে ভারতে পা দেওয়ার আগে তাই এশিয়া কাপের ফাইনাল লক্ষ্য ব্যাঘ্র বাহিনীর। চোটের জন্য দলের বাইরে চলে গিয়েছেন মুস্তাফিজুর। সেখানে এসেছেন তামিম। যেখানে পাকিস্তানের শক্তি তাদের পেস বোলিং সেখানে মুস্তাফিজুরের না থাকা দলের জন্য বড় ধাক্কা তো বটেই। তবে তামিমে ভরসা রাখছে পুরো দল। তবে নিজেদের ঘরের মাঠের পিচ যেভাবে ভুগিয়েছে সব দলকে সেভাবেই ভুগিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। এমন অবস্থায় টস খুবই গুরুত্বপূর্ণ। এই পিচে পরে ব্যাট করাটা বেশি সাফল্য দিয়েছে এখনও।

আরও খবর

কোন পথে ফাইনাল দেখছে বাংলাদেশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Pakistan Asia Cup T20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE