Advertisement
০৬ মে ২০২৪

নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ

ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ২১ রানে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই লড়াইয়ে ফিরল বাংলাদেশ।

ঝামেলা। মীরপুরে রবিবার বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে। ছবি টুইটার।

ঝামেলা। মীরপুরে রবিবার বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে। ছবি টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৬ ০১:০৫
Share: Save:

ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ২১ রানে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই লড়াইয়ে ফিরল বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে রবিবার মাশরফি মর্তুজার টিম ইংল্যান্ডকে হারাল ৩৪ রানে। ম্যাচের নায়ক মাশরফি মর্তুজা। প্রথমে ব্যাট হাতে ঝোড়ো ৪৪ রানের ইনিংস উপহার দিলেন দেশকে। পরে বল হাতে ২৯ রানে চার উইকেট বাংলাদেশ অধিনায়কের। মাশরফির সঙ্গেই পাল্লা দিয়ে পারফর্ম করলেন তাসকিন আহমেদও (৩-৪৭)।

বাংলাদেশ-ইংল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ আপাতত ১-১। সিরিজের ভাগ্য ঝুলে রইল বুধবার পর্যন্ত। চট্টগ্রামে সে দিন জিতলেই ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নেবেন মুশফিকুর রহিমরা।

মীরপুরে এ দিন টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু ইংরেজ পেসারদের সামনে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে বাংলাদেশ। এর পরেই মাহমুদউল্লাহ-র (৭৫) চওড়া ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যার সুবাদে নির্ধারিত পঞ্চাশ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৩৮-৮।

জবাবে ব্যাট করতে নেমেই শুরু থেকেই মর্তুজা আর তাসকিনের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের টপ অর্ডার। প্রথম দশ ওভারে ২৬-৪ হয়ে যায় ইংল্যান্ড। জনি বেয়ারস্টো (৩৫) এবং অধিনায়ক বাটলার (৫৭) পরিস্থিতি কিছুটা সামাল দিয়েছিলেন। এর পর তাসকিনের বলে বাটলার এলবিডব্লিউ হতেই মাঠে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে এই সময় মাহমুদউল্লাহ-র উত্তপ্ত বাক্যবিনিময় হলেও শেষ পর্যন্ত তা বেশি দূর গড়ায়নি। ১৫৯-৯ হয়ে যাওয়ার পর আদিল রশিদ মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর প্রচেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২০৪ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Won england
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE