Advertisement
E-Paper

১৪ মাস টেস্ট খেলেনি বাংলাদেশ, বড় দুশ্চিন্তায় কোচ

১৪ মাস টেস্ট ক্রিকেটের বাইরে বাংলাদেশ দল। এতটা লম্বা বিরতিতে কী ভাবে থাকতে পারে একটি দল? শনিবার এ তথ্য শুনে এমনই বিস্ময় প্রকাশ করেছেন ইংল্যান্ড পেস বোলার স্টুয়ার্ট ব্রড।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ১৭:৫৫

১৪ মাস টেস্ট ক্রিকেটের বাইরে বাংলাদেশ দল। এতটা লম্বা বিরতিতে কী ভাবে থাকতে পারে একটি দল? শনিবার এ তথ্য শুনে এমনই বিস্ময় প্রকাশ করেছেন ইংল্যান্ড পেস বোলার স্টুয়ার্ট ব্রড। “বাংলাদেশ এত লম্বা সময় টেস্ট খেলছে না, এটা অবাক করার মতোই খবর”- বললেন স্টুয়ার্ট। টি-২০কে গুরুত্ব দিয়ে ১০ মাস ওয়ানডে ম্যাচের বাইরে বাংলাদেশ দল কাটিয়েছে, তাতেও কিন্তু ওয়ানডে প্রত্যাবর্তনে হেড কোচ হাতুরুসিংহের কপালে পড়েনি এমন দুর্ভাবনার ভাঁজ। কারণ, সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে যে মানানসই বাংলাদেশ দল। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচ না খেলেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের চতুর্থ শীর্ষ দলটির সঙ্গে মহড়া নেবে কী ভাবে? সে কারণেই বাংলাদেশের টেস্ট প্রত্যাবর্তনকে বড় ধরনের চ্যালেঞ্জ মনে করছেন হাতুরুসিংহে, “অনেক দিন ধরেই ছেলেরা লংগার ভার্সন ক্রিকেট খেলছে না। এমনকি ঘরোয়া ক্রিকেটেও নয়। দলের মূল খেলোয়াড়রা এই মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় লিগে পর্যন্ত খেলেনি। টেস্টে ফেরাটা তাই আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ।”

টেস্ট জিততে হলে প্রতিপক্ষকে দু’বার অল আউট করতে হবে। কিন্তু ২০ উইকেট নেওয়ার মতো বোলিং ইউনিট কই? সর্বশেষ টেস্ট একাদশে থাকা পেস বোলার মুস্তাফিজুর কাঁধের অপারেশন শেষে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। পেস বোলার শহিদ সম্প্রতি জাতীয় লিগের খেলা চলাকালে পাঁজরের পেশিতে পেয়েছেন টান। অন্য দুই পেস বোলার রুবেল, আল আমিন এখন আপ টু দ্য মার্কে নেই। হাতুরুসিংহের উদ্বেগ, “ওয়ানডে ক্রিকেটের সাফল্যের সঙ্গে টেস্টকে মেলানো কঠিন। আমরা ওয়ানডে ক্রিকেটে ভাল করছি, কারণ এই ফরম্যাটের ক্রিকেটে আমাদের কম্বিনেশনটা ঠিকঠাক আছে। কিন্তু টেস্ট ক্রিকেটে সঠিক কম্বিনেশনই যে পাচ্ছি না। টেস্টে ২০ উইকেট নেওয়ার মতো একটি বোলিং ইউনিট দরকার। বেশ ক’জন ক্রিকেটারকে ইনজুরির কারণে হারিয়েছি। আমরা জানি না ফাস্ট বোলারদের মধ্যে কে কোন অবস্থায় আছে। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হচ্ছে।”

দেশের মাটিতে জিম্বাবোয়ে ছাড়া অন্য কোন দলের বিপক্ষে টেস্ট জয়ের অতীত নেই বাংলাদেশ দলের। বর্তমান পরিস্থিতিতে যেখানে আদর্শ টেস্ট স্কোয়াডটাই পাচ্ছেন না, সেখানে অসম্ভব কিছু’র স্বপ্ন দেখার পক্ষপাতি নন হাতুরুসিংহে। অবিশ্বাস্য কিছুর স্বপ্ন দেখাতেও চাইছেন না তিনি, “হাতে অস্ত্র না পেয়ে পরিকল্পনা করা যায় না। তাই আমাদের কাছে কাকতালীয় কিছুর আশা করা ঠিক নয়। আমার কাছে কী নেই তা নিয়ে দুশ্চিন্তা করছি না। আমার হাতে যা আছে, তা দিয়ে সর্বোচ্চ চেষ্টাই করছি।”

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ একটি স্পেলে ইংল্যান্ডকে ছিন্ন ভিন্ন করেছেন পেস বোলার তাসকিন। তবে টি-২০ এবং ওয়ানডে ফরম্যাটের সফল এই বোলারকে টেস্টে নামিয়ে দেয়া হবে ঝুঁকিপূর্ণ। এমন কিছু করলে তাসকিনের কেরিয়ার পড়বে ধ্বংসের মুখে, এমনটাই মনে করছেন বাংলাদেশ দলের হেড কোচ, “তাসকিন কি চারদিনের কোনও ম্যাচ খেলেছে? যে ছেলেটি খেলেনি চারদিনের ম্যাচ, চারদিনের মাচে দাঁড়িয়ে ফিল্ডিং করেনি, দিনে ১৫ ওভার বল করা তার জন্য হবে একেবারেই নুতন কিছু। এমন কারও কেরিয়ার তো আর ধ্বংস করে দিতে পারি না।” লেগ স্পিনার জুবায়ের হোসেনের মধ্যে যে সম্ভাবনা দেখেছেন এক সময়ে, সেই জুবায়েরকে নিয়ে এখন তিনি হতাশ, “তার স্কিল ছিল, শুরুতেই দেখেছি তা। বোলিং করে ম্যাচ জিতিয়েছে। টেস্টে তার পাঁচ উইকেটের ইনিংস আছে। ভারতের বিপক্ষে টেস্টে সে বড় দু’টি উইকেট পেয়েছে। তবে তার জন্য যে পরিমাণ সময় এবং শক্তি ক্ষয় করেছি, তা সে নিতে না পারায় আমি খুবই হতাশ।”

আরও পড়ুন

তিনশো করেও ইউনিসকে পাশে না পেয়ে মন খারাপ আজহারের

কালার প্যালেট একই থাকে, শুধু বদলে যায় শেড

Bangladesh Cricket Test Match
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy