Advertisement
০৩ মে ২০২৪

আজ শীর্ষ আদালতে শেষ বিচার

সময়: দুপুর ২টোয়। কোথায়: সুপ্রিম কোর্টে এক নম্বর কক্ষে। শুনবে কে: প্রধান বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ।

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৪
Share: Save:

শেষ শুনানিতে কী হয়েছিল

২১ অক্টোবর আদালত অন্তর্বর্তী রায়ে বোর্ডকে নির্দেশ দেয়, বিচারপতি লোঢা কমিটির যাবতীয় সুপারিশ মানার লিখিত প্রতিশ্রুতি না দিলে কোনও অনুমোদিত সংস্থাকে আর্থিক অনুদান নয়।

বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে-কে রায়ের দু’সপ্তাহের মধ্যে লোঢা কমিটির কাছে সুপারিশ কার্যকর করার পদ্ধতি জানিয়ে হলফনামা পেশের নির্দেশ।

এর পর কী হয়

শুধুমাত্র হায়দরাবাদ ক্রিকেট সংস্থা লোঢা কমিটির কাছে সুপারিশ মানার লিখিত প্রতিশ্রুতি দিয়েছে।

৫ নভেম্বর অনুরাগ ঠাকুর জানান, ৩০টি অনুমোদিত সংস্থা সব সুপারিশ মানতে রাজি নয়। সুপারিশ মানতে তাদের বাধ্য করতে পারবে না বোর্ড। ২ ডিসেম্বর বিশেষ সভাতেও একই স্টান্স ধরে রাখে বোর্ডের সংস্থাগুলো।

লোঢা কমিটির সাম্প্রতিক প্রস্তাব

বিসিসিআই শীর্ষকর্তাদের সরিয়ে কেন্দ্রীয় সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাইকে বোর্ডের পর্যবেক্ষক নিয়োগ করা হোক। যাঁর নজরদারিতে বোর্ডের যাবতীয় আর্থিক লেনদেন হবে।

বোর্ডের ভাগ্যে আজ কী হতে পারে

লোঢার নতুন প্রস্তাবের ফয়সালা। বোর্ডের সর্বশেষ অবস্থান নিয়ে ফয়সালা।

পিছোতে পারে শুনানি

বিচারপতি ঠাকুরের এজলাসে নোট-বাতিলের যে মামলা চলছে, সোমবার সকাল থেকে সেই মামলার শুনানিও রয়েছে। দুপুরের মধ্যে সেই শুনানি শেষ না হলে বিসিসিআই মামলার শুনানি শুরু হতে দেরি হতে পারে বা সোমবার নাও হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI Lodha Committee Final Hearing Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE