Advertisement
২৮ এপ্রিল ২০২৪
বাইশ গজের বাইরের জীবন নিয়ে ধোনি

আমার কাছে দেশের পরে বাবা-মা, তিনে স্ত্রী

দেশকে তিনি অনেক সম্মান এনে দিয়েছেন। গর্বিত করেছেন ভারতীয় ক্রিকেটকেও। ব্যক্তিগত কীর্তিতেও তিনি পিছনে ফেলে দিয়েছেন অনেককে। কিন্তু ক্রিকেটের বাইরে তাঁর যে জীবন দর্শন, সেটা সব সময় সামনে আসে না। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে নামার ২৪ ঘণ্টা আগে একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেই আড়ালে থাকা দিকটাকেই তুলে ধরলেন মহেন্দ্র সিংহ ধোনি।

ধোনি-দর্শন। দেশপ্রেমী ভারত অধিনায়ক সামরিক পোশাকে। ডান দিকে বাবা-মায়ের পরে যাঁকে রেখেছেন সেই স্ত্রীর সঙ্গে। —ফাইল চিত্র

ধোনি-দর্শন। দেশপ্রেমী ভারত অধিনায়ক সামরিক পোশাকে। ডান দিকে বাবা-মায়ের পরে যাঁকে রেখেছেন সেই স্ত্রীর সঙ্গে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৮
Share: Save:

দেশকে তিনি অনেক সম্মান এনে দিয়েছেন। গর্বিত করেছেন ভারতীয় ক্রিকেটকেও। ব্যক্তিগত কীর্তিতেও তিনি পিছনে ফেলে দিয়েছেন অনেককে। কিন্তু ক্রিকেটের বাইরে তাঁর যে জীবন দর্শন, সেটা সব সময় সামনে আসে না। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে নামার ২৪ ঘণ্টা আগে একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেই আড়ালে থাকা দিকটাকেই তুলে ধরলেন মহেন্দ্র সিংহ ধোনি।

যে সাক্ষাৎকারে ধোনি অকটপটে বলে দেন, প্রথমে দেশ, তারপরে বাবা-মা এবং তিন নম্বরে স্ত্রীকে রাখেন তিনি। “আমি দেশকে ভালবাসি। আর আমার স্ত্রীকে বলে দিয়েছিলাম, তুমি আমার জীবনে তিন নম্বর। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশ। তার পরে আমার বাবা-মা এবং তিন নম্বরে স্ত্রী।” এরপরে নিজের ক্রিকেট-জীবন নিয়ে ধোনি বলেছেন, “যত দিন আমি ভারতীয় ক্রিকেটার থাকব, তত দিন আমি ক্রিকেটের জন্য নিজেকে উজাড় করে দেব। তবে ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়। কিন্তু অনেক কিছুই। আমি যেখানে পৌঁছেছি, তার পিছনে ক্রিকেটই। তাই যত দিন পারব, সব ফর্ম্যাটের ক্রিকেটেই খেলব। তারপর সেনাবাহিনীর জন্য আরও বেশি করে ফোকাস করব।”

তিনি নিজে লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের নায়ক। আর নিজের নায়কদের কথা বলতে গিয়ে ধোনি তুলে আনছেন তিনটে নাম। “মানুষ কী ভাবে নিজের জীবন বদলে দেয়, কী ভাবে নিজের থেকে সেরাটা বার করে আনতে পারে, সেটা আমি সব সময় খুব ভাল ভাবে দেখি। তাই আমার জীবনের নায়ক বলতে গেলে তিন জনের কথা বলব। অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়।”

৪-০’র স্ট্র্যাটেজি কষতে ব্যস্ত টিম ডিরেক্টর এবং ক্যাপ্টেন কুল।
বৃহস্পতিবার লিডসে। ছবি: গেটি ইমেজেস

তবে এর পাশাপাশি নিজের বাবা-মার কথাও বলতে ভুলছেন না ভারত অধিনায়ক। বিশেষ করে বাবা পান সিংহের। “ছোট বয়সে আমি মায়ের খুব ঘনিষ্ট ছিলাম। পরে ক্লাস টুয়েলভে ওঠার পর বাবা-র শৃঙ্খলার উপর জোর দেওয়ার কারণটা বুঝতে পারি। একটা ঘটনার কথা বলি। পরীক্ষা এসে গিয়েছে। কিন্তু ঠিক আগের দিনই একটা বড় ক্রিকেট ম্যাচ পড়ে গেল। বাবা-র কাছে গিয়ে জানতে চাইলাম, কী করা উচিত। উল্টে বাবা আমাকে বলল, তুমি কি পরীক্ষার জন্য তৈরি? আমি বললাম, হ্যা।ঁ তখন বাবা বলেছিল, ‘পরীক্ষার ২৪ ঘণ্টা আগে হয় তুমি তৈরি থাকবে, নয়তো নয়। যাও গিয়ে খেলো। এখন আর পড়াশুনা করে কোনও লাভ হবে না।’ অর্থাৎ তোমার জীবনে অগ্রাধিকার কী, সেটা তুমি ঠিক করে নিয়েছো।”

ক্রিকেট ছাড়াও যখন নিজের অন্য ভালবাসার কথা বলেন ধোনি, অবশ্যই তুলে আনেন দু’চাকার তুফানি যানের কথা। “আমার কাছে সব ক’টা বাইক সমান প্রিয়। দামি, কম দামি, পুরনো, নতুন সব। একটা ঘটনা বলি। আমি যখন ছোট ছিলাম, আমাদের এক জন সিনিয়র প্লেয়ার ওর দারুণ সুন্দর একটা বাইক ঠিক আমার পিছনে রেখে দিত। তারপর আমার দিকে একটার পর একটা বল মারত। আমি যদি ফস্কাতাম আর বলটা গিয়ে বাইকের গায়ে লাগত, তা হলে আমাকে সেই দাগটা পরিষ্কার করতে হত। তাই চেষ্টা করতাম, যেন বল না ফস্কায়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ravi shastri MS Dhoni Team India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE