Advertisement
E-Paper

ক্যাপ্টেন কুল যখন ‘বজরঙ্গি ভাইজান’

পাকিস্তান-প্রেম শুধু বজরঙ্গি ভাইজানের নয়, মহেন্দ্র সিংহ ধোনিরও আছে! অন্তত এমন দাবিটাই উঠছে ওয়াঘার ও-পার থেকে। ভারতে আটকে পড়া প্রতিবেশী রাষ্ট্রের অসহায় বালিকা শাহিদাকে সমস্যার পাহাড় ঠেলে পাকিস্তানে পৌঁছে দিয়েছিল কুরুক্ষেত্রের পবন কুমার চতুর্বেদী বা বজরঙ্গি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০৪:০৪
পাক মডেল মাথিরা।

পাক মডেল মাথিরা।

পাকিস্তান-প্রেম শুধু বজরঙ্গি ভাইজানের নয়, মহেন্দ্র সিংহ ধোনিরও আছে! অন্তত এমন দাবিটাই উঠছে ওয়াঘার ও-পার থেকে।

ভারতে আটকে পড়া প্রতিবেশী রাষ্ট্রের অসহায় বালিকা শাহিদাকে সমস্যার পাহাড় ঠেলে পাকিস্তানে পৌঁছে দিয়েছিল কুরুক্ষেত্রের পবন কুমার চতুর্বেদী বা বজরঙ্গি। অতটা না হলেও এক পাকিস্তানি মডেল, মাথিরাকে নাকি ভারতীয় বিমানবন্দরে অভিবাসনের সমস্যা থেকে মুক্ত করেন ভারতীয় ক্যাপ্টেন। শুধু তা-ই নয়, পাকিস্তানের এক তারকা ক্রিকেটারের কাছে অটোগ্রাফ চাইতে গিয়ে চরম অপমানিত হওয়ার হাত থেকেও মাথিরাকে বাঁচান ধোনি।

একটি পাকিস্তানি টিভি চ্যানেলের কাছে সে রকমই দাবি করেছেন মাথিরা। তাঁর বক্তব্য, বছর তিনেক আগে ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচের সময় দু’দলের সঙ্গে একই টিম হোটেলে উঠেছিলেন তিনিও। হোটেলেই এক পাকিস্তানি তারকা ক্রিকেটারকে দেখে (তাঁর নাম বলতে চাননি) নিজের টুপি এগিয়ে দিয়েছিলেন অটোগ্রাফের জন্য। কিন্তু পাক ক্রিকেটার নাকি তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেন। প্রচণ্ড অপমানিত হন মাথিরা। হতাশও। ঠিক এই সময় ধোনি তাঁকে ডেকে বলেন, ‘‘আমায় টুপিটা দাও, সই করে দিচ্ছি। আমরাও তো একটু-আধটু ক্রিকেট খেলি।’’ শুনেই সঙ্গে সঙ্গে ধোনির দিকে ছুটে যান মাথিরা। অবশ্যই টুপি নিয়ে।

ফিট থাকতে ব্যস্ত ধোনি। দিল্লির বসন্তকুঞ্জের জিমে।

এই ঘটনার কিছু দিন পরই নাকি ধোনির সঙ্গে ভারতীয় বিমানবন্দরে দেখা হয় মাথিরার। অভিবাসন নিয়ে একটা সমস্যা হওয়ায় পাকিস্তানি মডেল তখন বেকায়দায় পড়ে গিয়েছেন। তাঁর অবস্থা দেখে তখন নাকি ধোনি নিজেই বিপদ থেকে উদ্ধার করেন মাথিরাকে। মাথিরার ধোনি প্রীতি অবশ্য তার পর থেকেই বাড়ছে। এমনকী এ বছরের শুরুতে এই সুন্দরী টুইট করেছিলেন, ‘‘ধোনিকে আমার খুব পছন্দ। ও খুব কিউট।’’ ব্যস্ত মরসুম শেষে ভারতের অধিনায়ক এখন মাসখানেক বিশ্রামে আছেন। নিজের ফিটনেস মাপতে কিছু দিন আগে রাঁচিতে ৯০ মিনিট ফুটবলও খেলেন ধোনি। সঙ্গে ব্যাডমিন্টন ও জিম সেশনও জোরকদমে চলছে। রুপোলি পর্দায় তাঁর বায়োপিক নিয়েও হইচই কম হচ্ছে না। যা চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। ধোনির ভূমিকায় আছেন বলিউডের উঠতি তারকা সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু ভারতের ক্যাপ্টেনের ভূমিকায় অভিনয় করাটা যে মোটেই সহজ নয় সেটা বুঝতে পারছেন সুশান্ত। তাই ধোনির আদব-কায়দা রপ্ত করতে তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সঙ্গে নাকি আড্ডা দিচ্ছেন সুশান্ত। সঙ্গে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার কিরণ মোরের কাছে কিপিংয়ের তালিম নেওয়া তো রয়েছেই। বছরখানেক হল মোরের কাছে প্র্যাকটিস করার পর সুশান্ত নাকি ধোনির স্টাইল অনেকটাই নকল করে ফেলেছেন। এতটাই যে তাঁর বন্ধুরা এখন মজা করে বলতে শুরু করেছেন অভিনয়ের পাশাপাশি এখন হেসেখেলে উইকেটকিপারের কাজটাও সামলে দেবেন ‘ধোনির ক্লোন’।

ছবি: টুইটার।

Mathira Bajrangi Bhaijaan delhi abpnewsletters MS Dhoni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy