Advertisement
১৯ এপ্রিল ২০২৪
MS Dhoni

কোহালি-ধোনিদের মাসিক বেতন কত জানেন!

ক্রিকেটারদের বেতন কত? এমন কৌতূহল সব সময়ই থাকে ক্রিকেট প্রেমীদের মনে। ম্যাচ প্রতি সব ক্রিকেটার নির্ধারিত টাকার ম্যাচ ফি পেয়ে থাকেন। আবার ম্যাচের সেরা হলে লাখ খানেক টাকা প্রাইজ টোকন হিসাবে পান তাঁরা। এছাড়াও রয়েছে তাঁদের নানা বিজ্ঞাপনী স্পনসর। আইপিএল এসে ক্রিকেটারদের রোজগার বাড়িয়েছে কয়েক গুণ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ১৩:০৭
Share: Save:
০১ ১৬
মহেন্দ্র সিংহ ধোনি- ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যে বেতনের তালিকায় উপরে দিকে থাকবেন তা নিশ্চিত ভাবে বলা যায়। গ্রেড এ অন্তর্ভুক্ত ধোনি মাসে ৮ লক্ষ ৩০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।

মহেন্দ্র সিংহ ধোনি- ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যে বেতনের তালিকায় উপরে দিকে থাকবেন তা নিশ্চিত ভাবে বলা যায়। গ্রেড এ অন্তর্ভুক্ত ধোনি মাসে ৮ লক্ষ ৩০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।

০২ ১৬
বিরাট কোহালি- বর্তমান অধিনায় বিরাট কোহালিও এ গ্রেডের অন্তর্ভুক্ত। তাই তাঁর মাসিক বেতনও ৮ লক্ষ ৩০ হাজার টাকা।

বিরাট কোহালি- বর্তমান অধিনায় বিরাট কোহালিও এ গ্রেডের অন্তর্ভুক্ত। তাই তাঁর মাসিক বেতনও ৮ লক্ষ ৩০ হাজার টাকা।

০৩ ১৬
রবিচন্দ্রন অশ্বিন- গ্রেড এ তালিকায় চার ক্রিকেটারের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন। তিনিও একই পরিমাণ বেতন পেয়ে থাকেন।

রবিচন্দ্রন অশ্বিন- গ্রেড এ তালিকায় চার ক্রিকেটারের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন। তিনিও একই পরিমাণ বেতন পেয়ে থাকেন।

০৪ ১৬
আজিঙ্ক রাহানে- ভারতীয় ওপেনার আজিঙ্ক রাহানেও গ্রেড এ তালিকায় থেকে প্রতি মাসে ৮ লক্ষ ৩০ হাজার টাকা মাইনে পান।

আজিঙ্ক রাহানে- ভারতীয় ওপেনার আজিঙ্ক রাহানেও গ্রেড এ তালিকায় থেকে প্রতি মাসে ৮ লক্ষ ৩০ হাজার টাকা মাইনে পান।

০৫ ১৬
সুরেশ রায়না- বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না গ্রেড- বি তালিকায় রয়েছেন। তাঁর মাসিক বেতন হচ্ছে ৪ লক্ষ ২০ হাজার টাকা।

সুরেশ রায়না- বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না গ্রেড- বি তালিকায় রয়েছেন। তাঁর মাসিক বেতন হচ্ছে ৪ লক্ষ ২০ হাজার টাকা।

০৬ ১৬
রোহিত শর্মা- রোহিত শর্মাও গ্রেড বি তালিকা রয়েছেন। গ্রেড বি তালিকার বরাদ্দ বেতন ৪ লক্ষ ২০ হাজার টাকা রোহিতও পেয়ে থাকেন।

রোহিত শর্মা- রোহিত শর্মাও গ্রেড বি তালিকা রয়েছেন। গ্রেড বি তালিকার বরাদ্দ বেতন ৪ লক্ষ ২০ হাজার টাকা রোহিতও পেয়ে থাকেন।

০৭ ১৬
শিখর ধবন- হায়দরাবাদের বাঁ হাতি এই ক্রিকেটার গ্রেড বি তালিকায় থাকায় মাসে ৪ লক্ষ ২০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।

শিখর ধবন- হায়দরাবাদের বাঁ হাতি এই ক্রিকেটার গ্রেড বি তালিকায় থাকায় মাসে ৪ লক্ষ ২০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।

০৮ ১৬
ভুবেনেশ্ব কুমার- ভুবেনেশ্বর কুমারও জায়গা করে নিয়েছেন বি গ্রেড তালিকায়।

ভুবেনেশ্ব কুমার- ভুবেনেশ্বর কুমারও জায়গা করে নিয়েছেন বি গ্রেড তালিকায়।

০৯ ১৬
ইশান্ত শর্মা- ২০১৫-১৬ বছরে বি গ্রেড তালিকায় মোট ১৪ জনের তালিকায় নাম রয়েছে ইশান্ত শর্মার।

ইশান্ত শর্মা- ২০১৫-১৬ বছরে বি গ্রেড তালিকায় মোট ১৪ জনের তালিকায় নাম রয়েছে ইশান্ত শর্মার।

১০ ১৬
চেতেশ্বর পূজারা- ওয়ানডে তে ধারাবাহিক সুযোগ না থাকলেও টেস্টে পাকাপাকি জায়গা করে নিয়েছে চেতেশ্বর পূজারা। গ্রেড-বি অন্তর্ভুক্ত এই ক্রিকেটাররা মাসে ৮ লক্ষ ৩০ হাজার টাকা বেতন পান।

চেতেশ্বর পূজারা- ওয়ানডে তে ধারাবাহিক সুযোগ না থাকলেও টেস্টে পাকাপাকি জায়গা করে নিয়েছে চেতেশ্বর পূজারা। গ্রেড-বি অন্তর্ভুক্ত এই ক্রিকেটাররা মাসে ৮ লক্ষ ৩০ হাজার টাকা বেতন পান।

১১ ১৬
মহম্মদ শামি- এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। তিনিও বি গ্রেড তালিকায় অন্তর্ভুক্ত।

মহম্মদ শামি- এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। তিনিও বি গ্রেড তালিকায় অন্তর্ভুক্ত।

১২ ১৬
ঋদ্ধিমান সাহা- টেস্টে উইকেটরক্ষক হিসাবে ঋদ্ধিমান সাহা নজর কেড়েছেন। ব্যাটেও রয়েছেন বেশ ভাল ফর্মে। তবে বেতন তালিকায় গ্রেড সিতে জায়গা রয়েছে এই বাংলা ক্রিকেটারের। মাসে ২ লক্ষ ১০ হাজার টাকা বেতন পান ঋদ্ধি।

ঋদ্ধিমান সাহা- টেস্টে উইকেটরক্ষক হিসাবে ঋদ্ধিমান সাহা নজর কেড়েছেন। ব্যাটেও রয়েছেন বেশ ভাল ফর্মে। তবে বেতন তালিকায় গ্রেড সিতে জায়গা রয়েছে এই বাংলা ক্রিকেটারের। মাসে ২ লক্ষ ১০ হাজার টাকা বেতন পান ঋদ্ধি।

১৩ ১৬
রবীন্দ্র জাদেজা- টেস্ট বা ওয়ানডে ধারাবাহিক দলে জায়গা রয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। যদিও তিনি গ্রেড সি তালিকায় অন্তর্ভুক্ত। মাসে ২ লক্ষ ১০ টাকার বেতন রয়েছে তাঁর।

রবীন্দ্র জাদেজা- টেস্ট বা ওয়ানডে ধারাবাহিক দলে জায়গা রয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। যদিও তিনি গ্রেড সি তালিকায় অন্তর্ভুক্ত। মাসে ২ লক্ষ ১০ টাকার বেতন রয়েছে তাঁর।

১৪ ১৬
হরভজন সিংহ- সিনিয়র ক্রিকেটার হরভজন সিং রয়েছেন গ্রেড সি তালিকায়। তাঁর বেতন ২ লক্ষ ১০ হাজার টাকা।

হরভজন সিংহ- সিনিয়র ক্রিকেটার হরভজন সিং রয়েছেন গ্রেড সি তালিকায়। তাঁর বেতন ২ লক্ষ ১০ হাজার টাকা।

১৫ ১৬
লোকেশ রাহুল- দুর্দান্ত পারফর্মে রয়েছে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী গ্রেড সি তালিকায় রয়েছেন লোকেশ।

লোকেশ রাহুল- দুর্দান্ত পারফর্মে রয়েছে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী গ্রেড সি তালিকায় রয়েছেন লোকেশ।

১৬ ১৬
অক্ষর পটেল- এই তরুণ ক্রিকেটার অক্ষর পটেলও গ্রেড সি তালিকায় জায়গা করে নিয়েছেন।

অক্ষর পটেল- এই তরুণ ক্রিকেটার অক্ষর পটেলও গ্রেড সি তালিকায় জায়গা করে নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE