Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

এক গোলে হার মোহনবাগানের, ঝুলে থাকল আই লিগের ভাগ্য

জেতা হল না মোহনবাগানে। বরং আইজলের কাছে হেরেই কলকাতায় ফিরতে হচ্ছে সবুজ-েমরুন ব্রিগেডকে।শনিবারা জিতলেই চ্যাম্পিয়নশিপ পাকা হয়ে যেত সনি, কাটসুমিদের। কিন্তু তেমনটা হল না। শেষ ম্যাচের অনেক হিসেবের উপর নির্ভর করবে এ বার মোহনবাগানের ভাগ্য। আইজলের রাস্তাটা অনেক সহজ।

গ্যালারি ভর্তি আইজলে। মোহনবাগান-আইজল ম্যাচ শুরুর আগে। -নিজস্ব চিত্র।

গ্যালারি ভর্তি আইজলে। মোহনবাগান-আইজল ম্যাচ শুরুর আগে। -নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১৪:০৪
Share: Save:

আইজল ১ (জোমিংলিয়ানা রালতে)

মোহনবাগান ০

জিতে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আবার লিগ শীর্ষে আইজল এফসি। মোহনবাগান ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে নেমে গেল দু’নম্বরে।

• খেলা শেষ। একগোলে মোহনবাগানকে হারিয়ে দিল আইজল।

• বক্সের মধ্যে হ্যান্ডবল করে হলুদ কার্ড।

• ৯০ মিনিট, চার মিনিট অতিরিক্ত সময়।

• ৮৯ মিনিট, সহজ সুযোগ নষ্ট আইজলের।

• ম্যাচের সেরা জোমিংলিয়ানা রালতে।

• ৮৫ মিনিট, জেজের জায়গায় মাঠে নামলেন বলবন্ত সিংহ।

• ৮৩ মিনিট, কর্নার থেকে রালতের হেট সরাসরি মোহনবাগান জালে। জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিলেন মোহনবাগান গোলকিপার দেবজিৎ।

• ৮২ মিনিট, গোওওওওওওওওওওওওওওওওল....

• ৭৬ মিনিট, বক্সের মধ্যে দারণ বল রাখলেন প্রবীর কিন্তু জেজের বলের সঙ্গে সংযোগ সঠিক হল না।

• ৭৩ মিনিট, আমনার শট বাইরে।

• ৭১ মিনিট, সনি নর্দির ফ্রিকিক বাঁচালেন আলবিনো।

• ৭১ মিনিট, আসুতোষ মেহতা হলুদ কার্ড দেখলেন।

• ৬৬ মিনিট, স্টেডিয়ামে বসে রয়েছেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র, অর্থ সচিব দেবাশিস দত্ত।

• ৬৩ মিনিট, আজহারউদ্দিন মল্লিকের জায়গায় মাঠে এলেন প্রবীর দাস।

• ৬১ মিনিট, আল আমনার দুরন্ত একক দৌড় মাঝ মাঠ থেকে। কিন্তু শেষ মুহূর্তের বক্সের মধ্যে থেকে ক্লিয়ার করলেন শেহনাজ সিংহ।

• ৫৯ মিনিট, ড্যারেল ডাফি হলুদ কার্ড দেখলেন।

• দ্বিতীয়ার্ধে পর পর আক্রমণে উঠছে আইজল।

• ৫৬ মিনিট, সহজ সুযোগ হাতছাড়া আইজলের। মিস করলেন দানমাউইয়া।

• ৫৪ মিনিট, আইজলের কর্নার।

• ৫২ মিনিট, আলফ্রেডের হলুদ কার্ড।

• ৫১ মিনিট, ডাফি-আলফ্রেড ঝামেলা।

• ৫০ মিনিট, আবার আইজলের আক্রমন। অল্পের জন্য বাইরে গেল।

• ৪৮ মিনিট, আইজলের আক্রমণ রুখলেন দেবজিৎ।

• ৪৭ মিনিট, বৃষ্টি কিছুটা কমেছে।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের খেলা শেষ।

• ৪৫ মিনিট, চার মিনিট স্টপেজ টাইম।

• ৪৩ মিনিট, আইজলকে চ্যাম্পিয়ন হতে হলে দু’গোলে জিততে হবে।

• ৪২ মিনিট, সনি নর্দির ফ্রিকিক পাঞ্চ করে বাইরে পাঠালেন আলবিনো। ফিরতি বলপে আহার শট উপর দিয়ে বেরিয়ে গেল।

• ৩৯ মিনিট, অসাধারণ কাউন্টার অ্যাটাকে আইজল।

• ৩৮ মিনিট, জয়েশ রায়ের গোলমুখি শট অল্পের জন্য বাইরে গেল। আইজলের প্রথম সদর্থক আক্রমণ।

• ৩৪ মিনিট, এর মধ্যেই খেলা শুরু করে দিলেন রেফারি। দৃশ্যমানতার বিশে, কোনও পরিবর্তন হয়নি।

• ২৯ মিনিট, কুয়াশায় ঢেকে গিয়েছে মাঠ। আপাতত খেলা বন্ধ।

• ২৬ মিনিট, সনিকে ফাউল করে মোহনবাগানকে ফ্রি কিক পাইয়ে দিলেন আল আমনা।

• ২৫ মিনিট, বৃষ্টির তীব্রতা কমেছে। দৃশ্যমানতাও বেড়েছে।

• ২৪ মিনিট, কাটসুমি থেকে বল পেয়ে গিয়েছিলেন সনি। কিন্তু আটকে দেন এজে কিংসলে।

• ২৩ মিনিট, আসুতোষ মেহতার সঙ্গে রাজু গায়কোয়াড়ের ধাক্কা।

• ২২ মিনিট, আইজল বক্সে ঢুকে পড়েছিলেন সনি। বক্সের কোনা থেকে মা চোট বক্সের সামনেই ডাপিকে বল বাড়িয়েছিলেন। কিন্তু কানেক্ট করতে ব্যর্থ ডাফি।

• ১৮ মিনিট, মাঝমাঠেই খেলা চলছে।

• ১৫ মিনিট, বৃষ্টির তীব্রতা বাড়ছে।

আইজলের স্টেডিয়াম।

• ১২ মিনিট, বক্সের মধ্যে ফাউল আইজলকে ফাউল মোহনবাগানের।

• ৯ মিনিট, প্রবল বৃষ্টিতে। মাঠের দৃশ্যমানতা কমে আসছ্ে।

• ৪ মিনিট, গ্যালারি পুরো ভর্তি।

• ৩ মিনিট, দারুণ সেভ। সনির থেকে পাস ধরে ডাফির গোলে শট। কিন্তু আলবিনোর দারুণ সেভ।

• ২ মিনিট, শুরুতেই ডাফির আক্রমণ।

• ১ মিনিট, ডানদিক থেকে বাঁ দিকে আক্রমণ করছে মোহনবাগান।

• খেলা শুরু।

• মাঠে নেমে পড়ছে দুই দলই।

• এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আইজলে।

শনিবারের এই ম্যাচই ঠিক করে দেবে আই লিগের ভাগ্য। মোহনবাগান বনাম আইজল এফসি। আইজলের মাটিতে হাড্ডাহাড্ডি লড়াই।

মোহনবাগান: দেবজিৎ মজুমদার, প্রীতম কোটাল, এডু, আনাস, আজহার, শেহনাজ, কাটসুমি, সনি নর্দি, জেজে, ডাফি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

I League 2017 Mohun Bagan Football Aizwal FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE