Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আমি হলে বিরাটকে শেষ ওভার দিতাম না: সৌরভ

ওয়াংখেড়েতে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের সমালোচনা হচ্ছে নানা জায়গায়। বীরেন্দ্র সহবাগ যেমন একটি ওয়েবসাইটে এমএসডি-র নেতৃত্বের সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেছেন অশ্বিনকে কেন পুরো কোটা করানো হল না।

 বিশপ ও সৌরভ। শনিবার শহরে এক অনুষ্ঠানে। -দেবস্মিতা ভট্টাচার্য

বিশপ ও সৌরভ। শনিবার শহরে এক অনুষ্ঠানে। -দেবস্মিতা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০৩:৪৮
Share: Save:

ওয়াংখেড়েতে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের সমালোচনা হচ্ছে নানা জায়গায়। বীরেন্দ্র সহবাগ যেমন একটি ওয়েবসাইটে এমএসডি-র নেতৃত্বের সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেছেন অশ্বিনকে কেন পুরো কোটা করানো হল না।

আপনি কী মনে করেন? প্রশ্নটা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে। এ দিন এক অনুষ্ঠানে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেন, ‘‘এসি ঘরে বসে অনেক কিছু বলা সহজ, কিন্তু সেটা মাঠে করে দেখানো যথেষ্ট কঠিন। তবে এটা বলব, আমি ধোনি হলে বিরাট কোহালি শেষ ওভারটা বল করত না। কোহালি যে ওভারে উইকেট পেয়েছিল, তার পরের ওভারটাই ওকে দিতাম।’’ তা হলে শেষ ওভার কার করা উচিত ছিল? সৌরভ কোনও নাম না করে বলেন, ‘‘১৯ এবং ২০ নম্বর ওভারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দলের সেরা দু’জন বোলারের ওই ওভারদুটো করা উচিত।’’

বেঙ্গল চেম্বার অব কমার্সের প্যালাডিয়ান লাউঞ্জে শনিবারের এই অনুষ্ঠানে সৌরভ ছাড়াও ছিলেন ইয়ান বিশপ। রবিবারের বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন করা হলে দুই প্রাক্তন ক্রিকেটারই কিছুটা হলে এগিয়ে রাখছেন ওয়েস্ট ইন্ডিজকে। উপস্থিত আর এক প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্তের হিসেব ওয়েস্ট ইন্ডিজ ৫১, ইংল্যান্ড ৪৯। নিজেদের দল নিয়ে বলতে গিয়ে বিশপ বলেন, ‘‘সবাই গেইলের কথা বলছে। গেইল নিশ্চয়ই এখন পর্যন্ত টি-টোয়েন্টির সর্বকালের সেরা ব্যাটসম্যান। অন্তত যতক্ষণ না কোহালি ব্যাটসম্যান হিসেবে পূর্ণতা পাচ্ছে। আমাদের টিমে আরও অনেক হার্ড হিটার আছে। যারা ওয়াংখেড়ের মতো মাঠে বীভৎস হিটিংয়ের জোরে ম্যাচ বার করে নিতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wt20 sourav ganguly virat kohli MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE