Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

আইপিএল নিলাম: বিক্রি হলেন না ইশান্ত শর্মা, বেন স্টোকসের দাম ১৪কোটি

ঢাকে কাঠি পড়ে গেল দশম আইপিএল-এর। শুরু হয়ে গেল প্লেয়ার কেনাবেচা। বেঙ্গালুরুতে আইপিএল-এর নিলামে হাজির সব ফ্র্যাঞ্চাইজির কর্তা থেকে কোচ। কে যাবেন কার দলে, কে বা হবেন সব থেকে দামী ক্রিকেটার।

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৫
Share: Save:

ঢাকে কাঠি পড়ে গেল দশম আইপিএল-এর। শুরু হয়ে গেল প্লেয়ার কেনাবেচা। বেঙ্গালুরুতে আইপিএল-এর নিলামে হাজির সব ফ্র্যাঞ্চাইজির কর্তা থেকে কোচ। কে যাবেন কার দলে, কে বা হবেন সব থেকে দামী ক্রিকেটার।

• শেষ হল আইপিএল-১০ এর নিলাম। নিলাম শেষে বেন স্টোকস ১৪ কোটি ও তেমাল মিলস ১২ কোটিতে বিক্রি হলেন। এই দু’জনই সেরা।

• ১৫.২৫, ৫০ লাখে মনোজ তিওয়ারি গেলেন পুণেতে।

• ১৫, ২৩, ৫০ লাখে ড্যারেন ব্র্যাভোকে কিনে নিল কেকেআর।

• ১৪.৪৩, বাংলাদেশের মেহেদি হাসান ও মাহমুদুল্লাহ দল পেলেন না।

• ১৪.৪১, মুনাফ পটেলকে ৩০ লাখে কিনে নিল গুজরাত।

• ১৪.৩৯, ড্যারেন সামিকে ৩০ লাখে কিনে নিল পঞ্জাব।

• ১৪.৩৫, শ্রীলঙ্কার আসেলা গুনারত্নে ৩০ লাখে কিনল মুম্বই।

• ১৪.৩১, মহম্মদ সিরাজকে ২০ লাখ বেস প্রাইজ ছেতে ২.৬ কোটিতে কিনে নিল হায়দরাবাদ।

• ১৪.২৫, বিলি স্তানলেককে ৩০ লাখে কিনে নিল বেঙ্গালুরু।

• ১৪.১৯, দল পেলেন না ড্যারেন ব্র্যাভো।

• ১৪.১৪, দল পেলেন না দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। এই মুহূর্তে তিনি টি২০র সেরা বোলার।

• ১৪.১৩, ইশান্ত শর্মার এ বারও দল জুটলো না অত্যধিক বেস প্রাইজ হওয়ার সুবাদে।

• ১৪.১১, অস্ট্রেলিয়ান পেসার নাথান কোল্টার- নাইল এক কোটি বেস প্রাইজ থেকে কলকাতায় এলেন ৩.৫ কোটিতে।

• ১৪.৮, ইরফান পঠানকে এ বারও কেউ কিনল না। তার সঙ্গে বিক্রি হলেন না কেইল অ্যাবট।

• ১৪.৬, ৩০ লাখে মুম্বই ইন্ডিয়ান্সে গেলেন সৌরভ তিওয়ারি।

• ১৪.৪, জেনস রয়কে বেস প্রাইজ এক কোটিতে দলে নিল গুজরাত।

• ১৪.০২, প্রথম না বিক্রি হওয়া ক্রিকেটার মার্টিন গাপ্তিলকে বেস প্রাইজ ৫০ লাখেই তুলে নিল পঞ্জাব।

• এর পর বিক্রি না হওয়া প্লেয়াররা আবার নিলামে উঠবে।

• ১২.৪০, লাঞ্চ ব্রেক।

• ১২.৩৬, দেড় কোটি বেস প্রাইজ নিয়ে দল পেলেন না অস্ট্রেলিয়ার নাথান লিও।

• ১২.৩৫, ৩০ লাখে মনপ্রীত গোনিকে কিনে নিল গুজরাত।

• ১২.৩১, ২.৮ কোটিতে বরুণ অ্যারণকে কিনে নিল পঞ্জাব।

• ১২.২৮, নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে বেস প্রাইজ ৫০ লাখে কিনে নিল পঞ্জাব।

• ১২.২৫, প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিংহও দল পেলেন না।

• ১২.২২, ব্র্যাড হাডিন ও নিরোশান ডিকওয়েলা এই রাউন্ডে দল পেল না।

• ১২.১৮, ঋষি ধবনকে ৫৫ লাখে কিনে নিল কেকেআর।

• ১২.১৪, ৩০ লাখ বেস প্রাইজ থেকে করণ শর্মাকে মুম্বই কিনে নিল ৩.২ কোটিতে।

• ১২.১৩, ওয়েস্ট ই্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার দল পেলেন না।

• ১২.১২, ইংলিশ পেসার ক্রিস ওকসকে ২ কোটি বেস প্রাইজ থেকে কেকেআর কিনে নিল ৪.২ কোটিতে।

• ১২.০৬, ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েল ও অস্ট্রেলিয়ার নিক ম্যাডিসন দল পেলেন না।

• ১২.০৫, বদ্রীনাথ ও মাইকেল ক্লিঙ্গারও দল পেলেন না।

• ১২.০০, ১০ লাখে প্রভীন তাম্বেকেও তুলে নিল হায়দরাবাদ।

• ১১.৫৮, আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে চার কোটিতে কিনে নিল হায়দরাবাদ।

• ১১.৫৩, সরবজিৎ লাড্ডা দল পেলেন না।

• ১১.৫১, স্পিনার মুরুগান অস্বিনকে ১০ লাখ বেস প্রাইজ থেকে এক কোটিতে কিনে নিল দিল্লি।

• ১১.৪৮, বাসিল থাম্পিকে ১০ লাখ বেস প্রাইজ থেকে ল৮৫ লাখে কিনে নিল গুজরাত।

• ১১.৪৭, নাথু সিংহকে ৫০ লাখে কিনে নিল গুজরাত।

• ১১.৪২, মিডিয়াম পেসার নটরাজনকে তিনকোটিতে কিনে নিল প়্জাব।

• ১১.৪০, অঙ্কিত চৌধুরীকে ২ কোটিতে কিনে নিল বেঙ্গালুরু।

• ১১.৩৫, অঙ্কিত চৌধুরীকে নিয়ে চলছে টানাটানি।

• ১১.৩২, প্রাক্তন কেকেআর উইকেটকিপার মানবীন্দর বিসলা দল পেলেন না।

• ১১.৩০, একলব্য দ্বিবেদীকে ৭৫ লাখে কিনে নিল হায়দরাবাদ।

• ১১.২৮, ২৫ লাখে আদিত্য তারেকে কিনে নিল দিল্লি।

• ১১.২৪, মনন শর্মা, প্রবীন দুবে, শিবন দুবে ও রুশ কালারিয়া বিক্রি হলেন না।

• ১১.২০, কে গৌথমকে ২কোটিতে কিনে নিল মুম্বই।

• ১১.১৬ প্রথম আফগান প্লেয়ার হিসেবে আইপিএল-এ দল পেলেন মহম্মদ নবি। ৩০ লাখে তাঁকে কিনে নিল বেঙ্গালুরু।

• ১১.১৩, আফগানিস্তানের আসগর স্তানিকজাইও থেকে গেলেন অবিক্রিতই।

• ১১.১১,৩০ লাখ বেস প্রাইজের উনমুক্ত চাঁদকে কিনল না কেউ।

• ১১.১০, ১০ লাখে অঙ্কিত বাওয়ানেকে কিনে নিল দিল্লি।

• ১১.৯, পৃথ্বী শ ও উমঙ্গ শর্মা ১০ লাখ বেস প্রাইজ নিয়েও বিক্রি হলেন না।

• ব্রেক।

• ১০.৫৪, ইশ সোধি, ব্র্যাড হগ ও প্রজ্ঞ্যান ওঝাও বিক্রি হলেন না।

• ১০.৪৮, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইজ নিয়েও বিক্রি হলেন না ইশান্ত শর্মা।

• ১০.৪৭, দক্ষিণ আফ্রিকা র পেসার কেল অ্যাবট বিক্রি হল না।

• ১০.৪৫, বেস প্রাইজ ২ কোটিতে মিশেল মার্শকে কিনে নিল মুম্বই।

• ১০.৪৪, ৪.৫ কোটিতে প্যাট কামিনসকে কিনে নিল দিল্লি।

• তেমাল মিলসকে ১২ কোটিতে কিনে নিল বেঙ্গালুরু।

• ১০.৪১, ইংল্যান্ড পেসার তেমাল মিলসকে নিয়ে টানাটানি চলল মুম্বই, পঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যে।

• ১০.৩৬, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে পাঁচ কোটিতে কিনে নিল কলকাতা।

• ১০.৩৪, এককোটি বেস প্রাইজ থেকে পাঁচকোটিতে রাবাদাকে কিনে নিল দিল্লি।

• ১০.৩১, অস্ট্রেলিয়ার নাথান কোল্টার-নাইল বিক্রি হলেন না।

• ১০.৩০, বিক্রি হলেন না দীনেশ চান্দিমাল।

• ১০.২৯, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস বিক্রিক হলেন না।

• ১০.২৮, ৩০ লাখ বেস প্রাইজে নিকোলাস পুরানকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

• ১০.২৭, বিক্রি হলেন না ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রু ফ্লেচার।

• ১০.২৫, ১.৫ কোটি বেস প্রাইজ নিয়ে বেয়ারস্টো বিক্রি হলেন না।

• ১০.২৪, লাখ বেস প্রাইজের অস্ট্রেলিয়ান কিপার বেন ডাঙ্ক অবিক্রিতই থেকে গেল।

• ১০.২৫, ১৫ মিনিট বিরতির পর আবার শুরু হল নিলাম।

• ১০.৫, ক্রিস জর্ডনকে কেউ নিল না।

• ১০.৩, ১ কোটি টাকা বেস প্রাইজে কোরে অ্যান্ডারসনকে কিনে নিল দিল্লি।

• ৫০ লাখ বেশ প্রাইজ থেকে বেন স্টোকসকে পুণে কিনে নিল ১৪ কোটি ৫০ লাখে।

• ১০.০১, বেন স্টোকসকে নিয়ে কাড়াকাড়ি চলছে। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও পুণের মধ্যে।

• ৯.৫২, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে বেস প্রাইজ ২ কোটিতে কিনে নিল দিল্লি।

• ৯.৫০, ৩০ লাখ বেস প্রাইজ থেকে এককোটিতে পবন নেগিকে কিনে নিল বেঙ্গালুরু।

• ৯.৪৪, ভারতের সৌরভ তিওয়ারিও বিক্রি হলেন না।

• ৯.৪২, নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলর বিক্রি হলেন না।

• ৯.৪১, ইংল্যান্ড প্লেয়ার অ্যালেক্স হেলসও বিক্রি হলেন না।

• ৯.৪০, অপ্রত্যাশিতভাবে কেউ নিল না জেসন রয়কে।

• ৯.৩৯, ২কোটি টাকা বেস প্রাইজে ইয়ন মর্গ্যানকে কিনে নিল কিংস একাদশ পঞ্জাব।

• ৯.৩৬, প্রথম প্লেয়ার মার্টিন গাপ্তিল। ৫০ লাখ বেস প্রাইজ। বিক্রি হল না।

• ৯.৩১, নিলাম শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2017 Auction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE