Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘চ্যালেঞ্জিং’ পিচ: কুম্বলে

পছন্দের ঘূর্ণি উইকেট। ব্যাটিং ব্যর্থতা। ফিল্ডিংয়ে ঢিলেমি। কোনটা ছেড়ে যে কোনটা ঢাকবেন, বুঝে উঠতে পারছিলেন না ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। একটা দিক ঢাকতে গিয়ে অন্য দিক আঢাকা থেকে যেতে পারে।

ও’কিফ-ঘূর্ণিতে চূর্ণ রাহানের ডিফেন্স। টেস্টের দ্বিতীয় দিন। ছবি: রয়টার্স।

ও’কিফ-ঘূর্ণিতে চূর্ণ রাহানের ডিফেন্স। টেস্টের দ্বিতীয় দিন। ছবি: রয়টার্স।

রাজীব ঘোষ
পুণে শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৪
Share: Save:

পছন্দের ঘূর্ণি উইকেট। ব্যাটিং ব্যর্থতা। ফিল্ডিংয়ে ঢিলেমি।

কোনটা ছেড়ে যে কোনটা ঢাকবেন, বুঝে উঠতে পারছিলেন না ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। একটা দিক ঢাকতে গিয়ে অন্য দিক আঢাকা থেকে যেতে পারে।

সাংবাদিক বৈঠকে প্রশ্নের বাউন্সার সামলাতে সামালাতে প্রায় কালঘাম ছোটার উপক্রম। ভারতীয় ক্রিকেট দলের খারাপ দিন এলে যা হয় আর কী।

টানা উনিশ টেস্ট জেতার পর হঠাৎ এই ধস নামাকে ‘একটা খারাপ দিন’ বলেই বোঝাতে চাইছেন অনিল কুম্বলে। দলের ক্রিকেটারদের ব্যর্থতা যে মেনে নিচ্ছেন না, তা নয়। কিন্তু তাঁর বক্তব্য, ‘‘এ সব হতেই পারে। মানুষের জীবনে খারাপ দিন আসতেই পারে। সে রকমই একটা খারাপ দিন কাটল আমাদের।’’

দু’দিনে ২৪টা উইকেট পড়ায় পুণের পিচ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কাঠগড়ায় তিন জন— স্থানীয় কিউরেটর পাণ্ডুয়ারঙ্গ সালগাওঙ্কর, বোর্ডের চিফ কিউরেটর দলজিৎ সিংহ এবং পশ্চিমাঞ্চলের কিউরেটর ধীরাজ পারসানা। টেস্ট শুরু দু’দিন আগে সালগাওঙ্কর বলেছিলেন এই পিচে বল পড়ে ‘সাঁই সাঁই ছুটবে’। কিন্তু বাস্তবে দেখা গেল টেস্টের প্রথম দিন থেকেই বল ঘুরছে। এর পরই প্রশ্ন উঠে গেল সালগাওঙ্করকে কি পিচ তৈরির পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়েছিল? না কি দলজিৎ সিংহ ভারতীয় দলের অবদার মেনে হস্তক্ষেপ করেছেন?

কুম্বলে অবশ্য সাংবাদিক সম্মেলনে পিচ কাজিয়া নিয়ে মুখ খোলেননি কিন্তু তাঁদের পছন্দ মতো তৈরি উইকেট যে তাঁদেরই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেটা অস্বীকার করতে পারলেন না, ‘‘হ্যাঁ উইকেটটা চ্যালেঞ্জিং। এই উইকেটে মানিয়ে নেওয়াটাই আসল। এই ধরনের উইকেটে যে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, সে তত ভাল খেলবে।’’ তাঁদের চেয়ে অজিরাই যে এই উইকেটে ভাল মানিয়ে নিতে পেরেছে, সেটাই বোধহয় ঘুরিয়ে বললেন ভারতীয় কোচ।

আরও পড়ুন

ক্যাচের পর ক্যাচ ফেলে বাড়ছে ভারতের চাপ

অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ও শেষ উইকেট জুটিই বড় তফাৎ গড়ে দিয়েছে এই ম্যাচে, মনে করেন কুম্বলে। বললেন, ‘‘ওদের প্রথম সেশনের ৮০ রান ও শেষ উইকেটের ষাট রানটাই দু’দলের মধ্যে তফাৎ গড়ে দিল। আমাদের কতগুলো সফট্ ডিসমিসাল হয়ে গিয়েই মুশকিলটা হয়ে গেল। এই উইকেটে টিকে থাকতে পারলে রান আসবে। তাড়াহুড়ো করার কোনও জায়গা নেই। কিন্তু সেটা পারল না আমাদের ব্যাটসম্যানরা।’’

তবে কোনও ভুলের জন্যই দলের ক্রিকেটারদের দোষ দিচ্ছেন না কুম্বলে। স্টিভ স্মিথকে যে তিন-তিনবার জীবন দেওয়া হল, সব মিলিয়ে গোটা চারেক ক্যাচ ফস্কালেন তাঁর ফিল্ডাররা, সেটাও ‘হতেই পারে’ বলে এড়িয়ে গেলেন। বললেন, ‘‘ক্যাচ সব ম্যাচেই মিস হয়। শুধু আমাদের নয়। তবে সেগুলো গুরুত্বপূর্ণ সময়ে হলে সমস্যা হয়। আমাদেরও আজ সেটাই হয়েছে। যে পরিস্থিতিতে ক্যাচ মিস হয়েছে, সেটা ঠিক হয়নি। টেস্ট ক্রিকেট খেলতে নামলে অনেক সময় হাফ চান্সও কাজে লাগাতে হয়। সেটাও আমাদের ছেলেরা পারেনি। এগুলোর জন্য ছেলেদের দোষ দেব না। এক এক দিন এ রকম হয়, কোনও কিছুই ঠিক হয় না। সে রকমই দিন এটা।’’

অস্ট্রেলিয়ান স্পিনার ও’কিফকে নিয়ে ভারতীয় কিংবদন্তি স্পিনার কুম্বলে বলছেন, ‘‘ও সমানে বল ঠিক জায়গায় ফেলে গিয়েছে। এটাই ওর কৃতিত্ব। আমাদের জাডেজাও কিন্তু শেষ সেশনে খারাপ বল করেনি। প্রতি ওভারে অন্তত তিনবার ব্যাটসম্যানকে বিট করেছে। কিন্তু ও’কিফের কয়েকটা বলে আমাদের ব্যাটসম্যানদের এজ হয়েছে, জাডেজার সেই সৌভাগ্য হয়নি। তফাৎ এটাই।’’

দিনভর ব্যর্থতার পরও অবশ্য কোচের মুখে আশার কথা শোনা যাচ্ছে। বলেন, ‘‘খারাপ একটা দিন গেল। আশা করি কাল আবার সব ঠিক হয়ে যাবে। এই টেস্টে এখনও অনেক লড়াই বাকি আছে বলে মনে হয়। এর পর কখন কী হবে, কে বলতে পারে? কাল যদি তাড়াতাড়ি কতগুলো উইকেট তুলে নিয়ে আমরা ফের ব্যাট করতে নেমে যেতে পারি, তা হলে ভাল কিছু হতেও পারে। ক্রিকেটে কিছুই অসম্ভব নয়।’’

স্কোর

অস্ট্রেলিয়া
প্রথম ইনিংস (আগের দিন ২৫৬-৯ এর পর)

স্টার্ক ক জাডেজা বো অশ্বিন ৬১
হ্যাজলউড অপরাজিত ১
অতিরিক্ত ১৫
মোট ২৬০
পতন: ২৬০
বোলিং: ইশান্ত ১১-০-২৭-০, অশ্বিন ৩৪.৫-১০-৬৩-৩,
জয়ন্ত ১৩-১-৫৮-১, জাডেজা ২৪-৪-৭৪-২, উমেশ ১২-৩-৩২-৪।

ভারত
প্রথম ইনিংস

বিজয় ক ওয়েড বো হ্যাজলউড ১০
রাহুল ক ওয়ার্নার বো ও’কিফ ৬৪
পূজারা ক ওয়েড বো স্টার্ক ৬
কোহালি ক হ্যান্ডসকম্ব বো স্টার্ক ০
রাহানে ক হ্যান্ডসকম্ব বো ও’কিফ ১৩
অশ্বিন ক হ্যান্ডসকম্ব বো লায়ন ১
ঋদ্ধিমান ক স্মিথ বো ও’কিফ ০
জাডেজা ক স্টার্ক বো ও’কিফ ২
জয়ন্ত স্টাম্প ওয়েড বো ও’কিফ ২
উমেশ ক স্মিথ বো ও’কিফ ৪
ইশান্ত অপরাজিত ২
অতিরিক্ত
মোট ১০৫
পতন: ২৬, ৪৪, ৪৪, ৯৪, ৯৫, ৯৫, ৯৫, ৯৮, ১০১, ১০৫।
বোলিং: স্টার্ক ৯-২-৩৮-২, ওকিফ ১৩.১-২-৩৫-৬,
হ্যাজলউড ৭-৩-১১-১, লায়ন ১১-২-২১-১।



অস্ট্রেলিয়া
দ্বিতীয় ইনিংস


ওয়ার্নার এলবিডব্লিউ অশ্বিন ১০
মার্শ এলবিডব্লিউ অশ্বিন ০
স্মিথ ব্যাটিং ৫৯
হ্যান্ডসকম্ব ক বিজয় বো অশ্বিন ১৯
রেনশ ক ইশান্ত বো জয়ন্ত ৩১
মার্শ ব্যাটিং ২১
অতিরিক্ত
মোট ১৪৩-৪
পতন: ১০, ২৩, ৬১, ১১৩।
বোলিং: অশ্বিন ১৬-৩-৬৮-৩, জাডেজা ১৭-৬-২৬-০,
উমেশ ৫-০-১৩-০, জয়ন্ত ৫-০-২৭-১, ইশান্ত ৩-০-৬-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Challenging Pitch Anil Kumble
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE