Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports

নেতৃত্বে বিরাট, ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ান ডে দলে ভারতের মাত্র দুই

বিরাট কোহালিতে মজেছে অস্ট্রেলিয়া। দিন কয়েক আগে ভারতীয় টেস্ট অধিনায়ককে বর্ষসেরা টেস্ট দলের অধিনায়কত্ব দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বার তাদের বর্যসেরা ওয়ান ডে দলের ব্যাটনও তুলে দিলেন সেই কোহালির হাতেই। এবং তা হল দলে স্টিভ স্মিথ থাকা সত্ত্বেও। চলতি বছর মাত্র ১০টি ওয়ান ডে খেলেছেন বিরাট।

অধিনায়ক বিরাট!

অধিনায়ক বিরাট!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ১৩:২৫
Share: Save:

বিরাট কোহালিতে মজেছে অস্ট্রেলিয়া। দিন কয়েক আগে ভারতীয় টেস্ট অধিনায়ককে বর্ষসেরা টেস্ট দলের অধিনায়কত্ব দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বার তাদের বর্যসেরা ওয়ান ডে দলের ব্যাটনও তুলে দিলেন সেই কোহালির হাতেই। এবং তা হল দলে স্টিভ স্মিথ থাকা সত্ত্বেও। চলতি বছর মাত্র ১০টি ওয়ান ডে খেলেছেন বিরাট। সংখ্যায় খুবই কম হলেও তার সবকটিতেই ছাপ রেখেছেন তিনি। দিন কয়েক আগে আইসিসিও তাদের বেছে নেওয়া বর্ষসেরা ওয়ান ডে দলের অধিনায়ক করেছিল বিরাটকে। তবে ওয়ান ডে দলে রাখলেও টেস্ট দলে বিরাটকে রাখেনি আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়া কিন্তু হাঁটল একেবারে উল্টো পথে। এক নজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ান ডে দলে।

আরও পড়ুন: আইসিসি বর্ষসেরা টেস্ট দলে ঠাঁই পেলেন কারা? দেখে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Cricket Australia Team Of The Year
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE