Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

‘মইন আলির থেকে বোলিং শিখুন’, টুইটারে ট্রোল রবিচন্দ্রন অশ্বিন

টেস্ট ও ওয়ান ডে সিরিজে খেলার পর টি২০তে বিশ্রাম দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। সঙ্গে রবীন্দ্র জাডেজাকেও পাঠানো হয়েছে বিশ্রামে। টেস্টে সাফল্যের সঙ্গে বল করলেও ওয়ান ডেতে তেমন সাফল্য আসেনি বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের।

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ১৭:৪২
Share: Save:

টেস্ট ও ওয়ান ডে সিরিজে খেলার পর টি২০তে বিশ্রাম দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। সঙ্গে রবীন্দ্র জাডেজাকেও পাঠানো হয়েছে বিশ্রামে। টেস্টে সাফল্যের সঙ্গে বল করলেও ওয়ান ডেতে তেমন সাফল্য আসেনি বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের। আর তার পরই টুইটারে নানা মন্তব্য উড়ে আসতে শুরু করে তাঁকে লক্ষ্য করে। জবাবও দেন তিনি। তাঁর সমর্থনেও একাধিক টুইট আসে।

প্রথম দুই টি২০তে বল হাতে দারুণ সফল ইংল্যান্ডের মইন আলি। দ্বিতীয় টি২০র পর সোশ্যাল মিডিয়ায় অশ্বিনকে একজন লেখেন, ‘‘আপনি কি মইন আলির বোলিং দেখেছেন? কিছু শিখুন যদিও আপনি খেলছেন না।’’ অশ্বিন অবশ্য তাঁর সমালোচনা সদর্থকভাবেই নিয়েছেন। তিনি জবাবও দেন। সেখানে তিনি লেখেন, ‘‘হ্যাঁ আমি খেলা দেখেছি কিন্তু মইনের ওভার শেষ হয়ে যাওয়ার পর।’’ শেষ হওয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মাত্র তিনটি উইকেটই নিয়েছেন অশ্বিন। চূড়ান্ত ব্যর্থ। প্রথম ও তৃতীয় ওডিআই-এ কোনও উইকেটই পাননি তিনি। যদিও গত এক বছরে মাত্র পাঁচটি একদিনের ম্যাচই খেলেছেন তিনি। ইংল্যান্ড সিরিজ খেলার আগে দুটো ওয়ান ডে-ই খেলেছিলেন।

এই মুহূর্তে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন অশ্বিন। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছেন অস্ট্রেলিয়া। আগামী মাসেই শুরু হবে এই সিরিজ। তবে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওডিআই বোলিংয়ে নিজেকে আরও তৈরি করে নিতে হবে অশ্বিনকে। কিন্তু অশ্বিনের বিরুদ্ধে কথা বলা সেই ব্যাক্তিকে একহাত নিয়েছেন অশ্বিনের ভক্তরা। সেই তালিকাটাই অনেক বেশি।

আরও খবর: ‘ওভার স্টেপিং’এর সমস্যায় ভারতীয় বোলাররা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravichandran Ashwin Twitter Moin Ali Bowling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE