Advertisement
E-Paper

মেসিদের বিদ্রোহেই সরলেন এনরিকে

ফুটবল-ঈশ্বর কি পারবেন একটা অবিশ্বাস্য ম্যাচ উপহার দিতে? পারবেন কাম্প নু-তে স্বপ্নের ফুটবল খেলে অলৌকিক একটা জয় এনে দিতে?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০৪:২৩
জল্পনা: ফুটবলারদের বিদ্রোহেই কি সরলেন এনরিকে? ফাইল চিত্র

জল্পনা: ফুটবলারদের বিদ্রোহেই কি সরলেন এনরিকে? ফাইল চিত্র

ফুটবল-ঈশ্বর কি পারবেন একটা অবিশ্বাস্য ম্যাচ উপহার দিতে? পারবেন কাম্প নু-তে স্বপ্নের ফুটবল খেলে অলৌকিক একটা জয় এনে দিতে?

লিওনেল মেসির কাছ থেকে তো একটা অলৌকিক পারফরম্যান্সই চাইছে ক্লাব। না হলে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই যে বিদায় হয়ে যাবে বার্সেলোনার। কাতালুনিয়া ক্লাবের সামনে এখন অঙ্কটা খুব সহজ। প্যারিস সঁ জরমঁ-কে ৫-০ গোলে হারাতে হবে। না হলে প্রথম পর্বের ০-৪ হারের ব্যবধান মেটানো যাবে না। সঙ্গে আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে। গোল কিন্তু খাওয়া চলবে না। অ্যাঙ্খেল দি’মারিয়ার টিম একটা বল বার্সার জালে ঢুকিয়ে দিতে পারলেই হিসেবটা আবার বদলে যাবে। আরও কঠিন হয়ে যাবে লক্ষ্যটা।

এল এম টেন কি পারবেন এই অসম্ভবকে সম্ভব করতে?

সমস্যা হল, মেসিকে যে শুধু মাঠের প্রতিপক্ষের সঙ্গেই খেলতে হবে, তা তো নয়। একই সঙ্গে লড়তে হবে কোচ-বিতর্ক, ক্লাবের অভ্যন্তরীণ ঝামেলা, এমনকী তাঁকে ঘিরে যে সব প্রশ্ন উঠতে শুরু করেছে, তার সঙ্গেও।

বুধবার রাতে কাম্প নু-তে নামার আগে বার্সেলোনা শিবিরে এখন টেনশনের স্রোতটা খুব বেশি করে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, লুইস এনরিকের সরে যাওয়ার পিছনে নাকি ক্লাবের বেশ কয়েক জন ফুটবলারের হাত আছে। একটি স্প্যানিশ সংবাদপত্র জানিয়েছে, এনরিকে-কে পিছন থেকে ছুরি মেরেছেন বার্সার পাঁচ জন ফুটবলার।

এই তথ্য যদি চাঞ্চল্যকর হয়, তবে বিস্ফোরক খবরটা অন্য। সেটা হল, এই পাঁচ ফুটবলারের নাম! লুইস সুয়ারেজ, জেরার পিকে, আন্দ্রে ইনিয়েস্তা, সের্জিও বুস্কেতস এবং লিওনেল মেসি!

সংবাদপত্রটির খবর অনুযায়ী, এই পাঁচ জন ফুটবলার নিজেদের মধ্যে একটি গোপন বৈঠক করেছিলেন। তার পর তাঁরা বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউয়ের সঙ্গে দেখা করেন। ফুটবলারদের দাবি ছিল, ম্যানেজার হিসেবে তাঁরা আর এনরিকে-কে পরের মরসুমের জন্য চান না। বার্তোমিউ নিজেও ফুটবলারদের আবেদন খারিজ করতে পারেননি। তিনি ব্যাপারটা জানিয়ে দেন এনরিকে-কে। যার পরে সাংবাদিক সম্মেলন করে পরের মরসুমে বার্সেলোনা ছাড়ার কথা ঘোষণা করেন এনরিকে।

এনরিকের সরে যাওয়ার খবর পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে মেসিদের এই ‘ছুরি মারার’ কথা সংবাদমাধ্যমে বেরিয়ে যাওয়ায় মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে বিতর্ক তৈরি হয়েছে।

বিতর্কে: এনরিকের সরে যাওয়ার পিছনে মেসি কতটা দায়ী? ফাইল চিত্র

এনরিকে অবশ্য এত সব বিতর্কের মধ্যেও ফুটবলারদের উপর আস্থা হারাচ্ছেন না। বরং তিনি মনে করেন, ফুটবলাররা তাঁকে একটা স্বপ্নের জয়ই উপহার দেবেন। লা লিগায় শনিবার সেল্টা ভিগোকে ৫-০ উড়িয়ে দিয়ে এসে এনরিকে বলেছেন, ‘‘ভিগোর বিরুদ্ধে ম্যাচটাই আমাদের সেরা কি না বলতে পারব না। কারণ এই মরসুমে আমরা অনেক ভাল ভাল ম্যাচ খেলেছি। শুধু এটা বলতে পারি, সবাই দুর্দান্ত ফর্মে আছে। গত কয়েক মাসের মধ্যে সেরা খেলাটা খেলেছে দল। এতগুলো গোল হওয়ায় ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাসটাও বেড়েছে।’’

বার্সেলোনার পক্ষে এটাই ভাল খবর যে, মেসি-নেইমাররা গোলের মধ্যেই আছেন। সেল্টা ভিগোর সঙ্গে ম্যাচে মেসির জোড়া গোল ছাড়াও গোল পেয়েছেন নেমার, রাকিতিচরা।

তবে এ বার সামনে চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিন, সেটা মনে করিয়ে দিয়েছেন এনরিকে। বলেছেন, ‘‘আমাদের সামনে এ বার অত্যন্ত কঠিন একটা ম্যাচ। বলতে গেলে এই টাইটা আমরা প্যারিসে হেরে এসেছি। এ বার দেখাতে হবে আমরা কী করতে পারি। আমরা কোনও দিন এ রকম অবস্থায় পড়িনি, কারণ কখনও এতটা পিছিয়ে পড়ে মাঠে নামিনি। পিএসজি-র বিরুদ্ধে আমাদের ফুটবলারদের অগ্নিপরীক্ষা।’’

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আজ পর্যন্ত কোনও দল ০-৪ পিছিয়ে থেকে ফিরে আসতে পারেনি। পিএসজি-র কাছে হারের পরে এনরিকে-কে বার বার প্রশ্ন করা হয়েছিল, কী ভুল করেছিলেন আপনারা? এনরিকে মুখ খোলেননি। কিন্তু এ বার পিএসজি ম্যাচের আগে বার্সা ম্যানেজার স্বীকার করে নিয়েছেন, তিনি বার বার ওই ম্যাচের ভিডিও দেখছেন, কী ভুল হয়েছে দেখতে।

কী পাওয়া গেল আপনার ভিডিও বিশ্লেষণ থেকে? এনরিকে বলেছেন, ‘‘এটা মানতেই হবে যে প্যারিসে আমরা লজ্জাজনক খেলা খেলেছি। আমি অনেক বার ভিডিও দেখেছি। চেষ্টা করেছি, ভুলগুলো খুঁজে পেতে। যা বুঝলাম, একটা নয়, অনেকগুলো ভুল আমরা সে দিন করেছিলাম।’’

এ সবের মাঝেই শোনা যাচ্ছে, মেসিকে বিশাল অঙ্কের টাকা দিয়ে রেখে দিচ্ছে ক্লাব। প্রতি বছর ৩ কোটি ৫০ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫০ কোটি) দিয়ে। এর পরে ওপর যে নজরটা আরও বেশি করে থাকবে, তাতে অবাক হওয়ার কিছু নেই।

Luis Enrique Barcelona Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy