লক্ষ মাত্রা অল্প। তবুও তাকে ছুঁতে গিয়ে কাল ঘাম এক করে পরাজয় মানতে হয়েছে, আজকাল একদিনের ক্রিকেটে খুব একটা দেখা যায় না। কিন্তু চলতি জিম্বাবোয়ে সফরের শেষ টি২০ সেই ধারণাকে কিছুটা বদলেছে। ২০ ওভারে ১৩৬ রানের টার্গেটও তুলতে পারেনি জিম্বাবোয়ে। আন্তর্জাতিক টি২০-তে এর আগে এত কম স্কোর ডিফেন্ড করেনি ভারত। এক দিনের ক্রিকেটে কিন্তু এরকম বেশ কিছু ঘটনা আছে, যেখানে অল্প স্কোর ডিফেন্ড করেছে প্রতিপক্ষ দল। তেমনই কয়েকটি ঘটনা থাকল সঙ্গের গ্যালারিতে। এক নজরে দেখে নিন, ওয়ানডেতে সামান্য রানের লক্ষ্যও ডিফেন্ড করে রেকর্ড করেছে কোন দেশ।