Advertisement
২৮ এপ্রিল ২০২৪
বোয়া-বিতর্ক

সুভাষের চিঠির অপেক্ষায় বাগান

পিয়ের বোয়ার আচরণে ক্ষুব্ধ বাগান কর্তারা সুভাষ ভৌমিকের চিঠির অপেক্ষায়। সাই ম্যাচে প্রথমার্ধের মাঝামাঝি ক্যামেরুণ ফুটবলারকে তুলে নেওয়ার পর তিনি রিজার্ভ বেঞ্চে না বসে সোজা ড্রেসিংরুমে চলে যান। আর ফেরেননি। তা নিয়ে ম্যাচের পর তীব্র বিতর্কও শুরু হয়। কেন এমন হল তা জানতে চেয়ে টিডি সুভাষ এবং টিম ম্যানেজার সঞ্জয় ঘোষকে চিঠি দিয়েছেন বাগান কর্তারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩০
Share: Save:

পিয়ের বোয়ার আচরণে ক্ষুব্ধ বাগান কর্তারা সুভাষ ভৌমিকের চিঠির অপেক্ষায়।

সাই ম্যাচে প্রথমার্ধের মাঝামাঝি ক্যামেরুণ ফুটবলারকে তুলে নেওয়ার পর তিনি রিজার্ভ বেঞ্চে না বসে সোজা ড্রেসিংরুমে চলে যান। আর ফেরেননি। তা নিয়ে ম্যাচের পর তীব্র বিতর্কও শুরু হয়। কেন এমন হল তা জানতে চেয়ে টিডি সুভাষ এবং টিম ম্যানেজার সঞ্জয় ঘোষকে চিঠি দিয়েছেন বাগান কর্তারা। অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, “চব্বিশ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে কোচ এবং ম্যানেজারকে। চিঠি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

টিডি এবং ম্যানেজারকে ক্লাবের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে কী লেখা হয়েছে? অর্থসচিব বললেন, ‘‘কাগজে আমরা দেখেছি, বোয়াকে তুলে নেওয়ার পর ড্রেসিংরুমে ও ফিরে গিয়েছিল। আর মাঠে ফেরেনি। এটা কেন হয়েছে, সেটাই জানতে চেয়েছি টিডি এবং ম্যানেজারের কাছে।”

অনেক খুঁজে আইকন ফুটবলার হিসেবে বোয়াকে নিয়ে এসেছিল মোহনবাগান। উয়েফা কাপ খেলা ফুটবলারকে নিয়ে অনেক আশা ছিল সবুজ-মেরুন সমর্থকদের। কিন্তু কলকাতা লিগের শুরুতেই বোয়ার পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত কর্তা থেকে সদস্য-সমর্থকরা। তার উপর আবার এই মেজাজ--- সব মিলিয়ে তিনি এখন যেন মোহনবাগানের গলার কাঁটা হয়ে গিয়েছেন।

বৃহস্পতিবার সকালে টিডির সঙ্গে বোয়া নাকি কথাই বলেননি। এমনকী মাঠ ছেড়ে বেরোনোর সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বুঝিয়ে দেন, তাঁর রাগ কমেনি। এখন দেখার, টিডি এবং টিমের ম্যানেজারের উত্তর পাওয়ার পর মোহন কর্তারা বোয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেন! ক্লাব সূত্রের খবর, টিডি দলের বিদেশি স্ট্রাইকারের বিরুদ্ধে খারাপ রিপোর্ট দিলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে পারেন বাগান-কর্তারা।

আজ কলকাতা লিগে

টালিগঞ্জ অগ্রগামী : মহমেডান (যুবভারতী, ৪-০০)

ইস্টবেঙ্গলকে চাপে ফেলতে চান সুব্রত

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মহমেডানকে হারাতে মরিয়া সুব্রত ভট্টাচার্য। শুক্রবার কলকাতা লিগের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টালিগঞ্জ অগ্রগামী ও মহমেডান। যে ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের উপরে চাপ বাড়াতে চাইছেন সুব্রত। বললেন, “মহমেডান আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা জিতলে তার পরে অপেক্ষা করব ইস্টবেঙ্গলের বাকি ম্যাচগুলোর জন্য।” কিন্তু ম্যাচের আগে দলের অন্যতম অস্ত্র ড্যানিয়েল বিদেমির চোট চিন্তায় রেখেছে সুব্রতকে। অন্য দিকে, সাদা-কালো কোচও জয় ছাড়া আর কিছু ভাবছেন না। ফুজাতোপে বললেন, “কলকাতা লিগ জিতব কি না জানি না। ক্লাবের থেকেও কোনও বাড়তি চাপ নেই। আজকের ম্যাচে ভাল খেলতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE