Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম

সোমবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন বাংলাদেশের উইকেটকিপার মুশফিকুর রহিম। কিন্তু বুধবার জানিয়ে দেওয়া হল এই সিরিজে আর খেলতে পারবেন না তিনি।

হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়ছেন মুশফিকুর রহিম। ছবি: এএফপি।

হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়ছেন মুশফিকুর রহিম। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৭
Share: Save:

সোমবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন বাংলাদেশের উইকেটকিপার মুশফিকুর রহিম। কিন্তু বুধবার জানিয়ে দেওয়া হল এই সিরিজে আর খেলতে পারবেন না তিনি। দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামার আগে কোচ হাথুরুসিংহ জানিয়ে দিলেন হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য সিরিজে নেই তিনি। কোচ বলেন, ‘‘আগামী দু’সপ্তাহ ওকে দেখা হবে। তার পর সিদ্ধান্ত নেওয়া হবে ও কবে মাঠে ফিরতে পারবে।’’ ২৯ বছরের মুশফিকুর প্রথম ওয়ান ডেতে দারুণ ফর্মেই ছিলেন। উইকেট কিপিংয়ের সঙ্গে সঙ্গে তাঁর ব্যাট থেকে এসেছিল ৪২ রান। তার পরই চোট পেয়ে বেরিয়ে যান মাঠ থেকে। মুশফিকুরের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা। কোচ বলেন, ‘‘ও দারুণ ফর্মে রয়েছে। তিন ফর্ম্যাটের ক্রিকেটেই সমানভাবে সফল। আমাদের জন্য বড় ধাক্কা ওর না থাকাটা।’’

আরও খবর: অলস ফিল্ডিংয়েই হার, মনে করছেন ক্ষুদ্ধ মাশরাফি

আরও দুটো একদিনের ম্যাচ বাকি রয়েছে। সঙ্গে রয়েছে তিনটি টি২০। তার পর থেকেই শুরু হবে টেস্ট সিরিজ। ১২ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তার আগে মুশফিকুরকে সুস্থ করে তুলতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার মুশফিকুরের জায়গা দেশের জার্সিতে ওয়ান ডে অভিষেক হতে চলেছে নুরুল হাসানের। নেলসনের মাঠেই রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩২২/৪ করেছিল টিম বাংলাদেশ। সেই ইতিহাসই ভরসা দিচ্ছে বাংলাদেশকে। বলেন, ‘‘ইতিহাস বলছে আমরা এখানে ভাল খেলেছি। যেটা খুব ভাল বিষয়। আর এটা খুব পুরনো ঘটনা নয়। এই দলের অনেকেই সেই ম্যাচটি খেলেছিল। ওদের জন্য একটা সুন্দর স্মৃতি রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE