স্টেডিয়ামের অডিও সিস্টেমে তখন বেজে ওঠার কথা ছিল উরুগুয়ের জাতীয় সঙ্গীত। কিন্তু সবাইকে চমকে দিয়ে বেজে উঠল চিলির ন্যাশনাল অ্যানথেম।
কোপা আমেরিকার দ্বিতীয় দিন মেক্সিকো বনাম উরুগুয়ে ম্যাচের আগে নিয়ম মতোই জাতীয় সঙ্গীতের জন্য লাইন আপ করেছিল উরুগুয়ে দল। তখনই বেজে উঠল চিলিরটা। সঙ্গে সঙ্গেই নিজেদের ভুল বুঝতে পারে আয়োজকরা। ভুল শুধরে পরে অবশ্য উরুগুয়ের ন্যাশনাল অ্যানথেম বাজানো হয়। কিন্তু কোপার আসরে এমন ভুলে বিব্রত আয়োজকরা। তাদের তরফ থেকে ক্ষমা চেয়ে বলা হয়, ‘‘আমরা ক্ষমা চাইছি উরুগুয়ে ফেডারেশন, উরুগুয়ে জাতীয় দল ও উরুগুয়ের সমর্থকদের কাছে। এটা আমাদের ভুল।’’
আরও খবর
কোপার দ্বিতীয় দিন লাল কার্ডের হ্যাটট্রিক