Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিরাটের টুর্নামেন্ট সেরা না হওয়া নিয়ে প্রশ্ন

দেশকে এশিয়া কাপ জিতিয়েও বিরাট কোহালি টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেন না।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০৪:০১
Share: Save:

দেশকে এশিয়া কাপ জিতিয়েও বিরাট কোহালি টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেন না।

দেশকে এশিয়া কাপ না জেতাতে পেরেও সাব্বির রহমান টুর্নামেন্ট সেরা হয়ে গেলেন!

মীরপুরে রবিবার রাতে যা দেখে অনেকেরই ভ্রূ কুঁচকে গেল। বলাবলি চলতে লাগল যে, একজন গোটা টুর্নামেন্টে দেশের ব্যাটিংকে টানলেন। যে দিন যেমন প্রয়োজন, সে দিন তেমন ব্যাট করে গেলেন। ব্যাট হাতে তাঁকে প্রত্যেক দিন মনে হল দুর্ভেদ্য, প্রতিপক্ষ বোলার যে-ই হোক না কেন। তিনি গড় রাখলেন ৭৬.৫, চার ইনিংসের দু’টোয় তাঁকে আউটই করা গেল না। অথচ বিরাট কোহালিকে কী না টুর্নামেন্ট সেরার জন্য ভাবা হল না!

সাব্বিরও ভাল করেছেন। ৫ ম্যাচে ৫ ইনিংস খেলে রান তাঁর ১৭৬। গড় ৪৪। স্ট্রাইক রেট ১২৩.৯৪। সর্বোচ্চ ৮০। রবিবারও তিনি ২৯ বলে ৩২ নটআউট থেকে গেলেন। কোহালির রান সেখানে ১৫৩। সর্বোচ্চ ৫৬ নট আউট। কিন্তু তিনি এক ইনিংস কম খেলছেন। গড়ে তিনি সাব্বিরের থেকে অনেক এগিয়ে। এ দিন তিনিও নট আউট, কিন্তু ১৪৬ স্ট্রাইক রেট রেখে ২৮ বলে ৪১ করে, দেশকে কাপ জিতিয়ে। বিরাট কোহালি সম্পর্কে রবি শাস্ত্রী বলেছিলেন, ভিভের ছায়া দেখেছেন। আজ পরিস্থিতি বিচারে ভিভ হতে হয়নি। তিনি, আপন নৈপুণ্যে কোহালি থাকলেন এবং অনেকেরই মনে হল ম্যান অব সিরিজ তাঁরই প্রাপ্য ছিল। এক ধারাভাষ্যকার যেমন টুইট করেছেন, ‘‘আমার কাছে কোহালিই প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। অন্য কারও নাম ওঠার জায়গা কোথায়?’’

জনগণের বিচারে বাছতে হলে তো তাঁকেই বাছতে হবে। কেউ কেউ আরও একধাপ এগিয়ে বললেন, কোহালির সিরিজ সেরার পুরস্কার না পাওয়াটাই আশ্চর্যের। বাংলাদেশের রবিবার ফাইনালের হারটা নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE