Advertisement
১৯ এপ্রিল ২০২৪
MS Dhoni

‘মৃত্যুর সময় ধোনির সেই ছয় দেখতে চাই’

উইকেটের পিছনে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় গোটা দলকে পরিচালনা করতেন তিনি। হারা ম্যাচ জেতানোর জন্য তাঁর তূণে কী মোক্ষম বাণ রাখা আছে, একমাত্র তিনিই জানতেন। তাই কখনও যোগিন্দর শর্মার উপর ভরসা রেখেছেন, কখনও বা নিজের উপর। আসলে, তাঁর মাথায় থাকত শুধুমাত্র জয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ১৩:২০
Share: Save:
০১ ১২
টিম ইন্ডিয়া লাকি যে ধোনির মতো অধিনায়ক পেয়েছে - টম মুডি

টিম ইন্ডিয়া লাকি যে ধোনির মতো অধিনায়ক পেয়েছে - টম মুডি

০২ ১২
শেষ পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনি ব্যাট করলে, আমি নিশ্চিত থাকি ভারত জিতবেই -  হর্ষ ভোগলে

শেষ পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনি ব্যাট করলে, আমি নিশ্চিত থাকি ভারত জিতবেই -  হর্ষ ভোগলে

০৩ ১২
আমি যদি যুদ্ধে যাই, তা হলে আমার দলে ধোনিকে রাখব- গ্যারি কার্স্টেন

আমি যদি যুদ্ধে যাই, তা হলে আমার দলে ধোনিকে রাখব- গ্যারি কার্স্টেন

০৪ ১২
ম্যাচ জিততে ছয় দরকার। ভীষণ চাপে রয়েছেন? কল এমএস ধোনি - রামিজ রাজা

ম্যাচ জিততে ছয় দরকার। ভীষণ চাপে রয়েছেন? কল এমএস ধোনি - রামিজ রাজা

০৫ ১২
আমার এতদিনের ক্রিকেট কেরিয়ারের সেরা অধিনায়ক ধোনিই- সচিন তেন্ডুলকর

আমার এতদিনের ক্রিকেট কেরিয়ারের সেরা অধিনায়ক ধোনিই- সচিন তেন্ডুলকর

০৬ ১২
মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের ক্ষমতা নিয়ে কারও কোনও প্রশ্ন নেই- বিরাট কোহালি

মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের ক্ষমতা নিয়ে কারও কোনও প্রশ্ন নেই- বিরাট কোহালি

০৭ ১২
শেষ ওভারে ১৫ রান বাকি। সেই মুহূর্তে বোলার চাপে থাকেন। ধোনি নন- ইয়ান বিশপ

শেষ ওভারে ১৫ রান বাকি। সেই মুহূর্তে বোলার চাপে থাকেন। ধোনি নন- ইয়ান বিশপ

০৮ ১২
আমার শেষ ইচ্ছা মৃত্যুর সময় যেন বিশ্বকাপ ফাইনালে ধোনির ওই ছয় একবার দেখতে পারি - সুনীল গাওস্কর

আমার শেষ ইচ্ছা মৃত্যুর সময় যেন বিশ্বকাপ ফাইনালে ধোনির ওই ছয় একবার দেখতে পারি - সুনীল গাওস্কর

০৯ ১২
সব দেশ তাঁকে সম্মান করে। আমি ধোনির মধ্যে অসামান্য নেতাকে দেখতে পাই - গ্লেন ম্যাকগ্রা

সব দেশ তাঁকে সম্মান করে। আমি ধোনির মধ্যে অসামান্য নেতাকে দেখতে পাই - গ্লেন ম্যাকগ্রা

১০ ১২
মহেন্দ্র সিংহ ধোনির খেলা দেখতে ভীষণ পচ্ছন্দ করি। ধোনি পরবর্তী গিলক্রিস্ট নন, তিনি হলেন প্রথম ধোনি -  অ্যাডাম গিলক্রিস্ট

মহেন্দ্র সিংহ ধোনির খেলা দেখতে ভীষণ পচ্ছন্দ করি। ধোনি পরবর্তী গিলক্রিস্ট নন, তিনি হলেন প্রথম ধোনি -  অ্যাডাম গিলক্রিস্ট

১১ ১২
যদি আমি একটি টিম তৈরি করি, সেখানে সচিন ওপেনার থাকবে আর ওই দলের অধিনায়ক হবেন মহেন্দ্র সিংহ ধোনি - স্টিভ ওয়

যদি আমি একটি টিম তৈরি করি, সেখানে সচিন ওপেনার থাকবে আর ওই দলের অধিনায়ক হবেন মহেন্দ্র সিংহ ধোনি - স্টিভ ওয়

১২ ১২
ভাল অধিনায়কের উদাহরণ দিলে ধোনির নাম আগে আসবে, যাঁর থেকে সব সময় অনুপ্রেরণা পেতাম - রাহুল দ্রাবিড়

ভাল অধিনায়কের উদাহরণ দিলে ধোনির নাম আগে আসবে, যাঁর থেকে সব সময় অনুপ্রেরণা পেতাম - রাহুল দ্রাবিড়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE