Advertisement
০৪ মে ২০২৪

জিদান, রোনাল্ডো জুটিতে এলো পাঁচ

বিবিসি ফর্মুলার সঙ্গে জিজু যোগ করলে একটাই পরিণতি। অসংখ্য গোল ও আক্রমণাত্মক ফুটবল। রবিবার রাতেও এই ফর্মুলাতেই ফের লা লিগায় তিন পয়েন্ট পকেটে পুরে নিল রিয়াল মাদ্রিদ। রিয়াল কোচ হিসাবে মাত্র দু’ম্যাচে ডাগআউটে জিদান।

জোড়া গোলের উচ্ছ্বাস। ছবি: এএফপি

জোড়া গোলের উচ্ছ্বাস। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ০৩:৪৮
Share: Save:

বিবিসি ফর্মুলার সঙ্গে জিজু যোগ করলে একটাই পরিণতি। অসংখ্য গোল ও আক্রমণাত্মক ফুটবল। রবিবার রাতেও এই ফর্মুলাতেই ফের লা লিগায় তিন পয়েন্ট পকেটে পুরে নিল রিয়াল মাদ্রিদ।

রিয়াল কোচ হিসাবে মাত্র দু’ম্যাচে ডাগআউটে জিদান। সেই বিবিসি-কে নিয়েই দল সাজালেন। নিটফল দু’ম্যাচে জিদানের দল করল ১০ গোল। স্পোর্টিং গিজর বিরুদ্ধে ৫-১ জিতল রিয়াল। যে ম্যাচে বিবিসির দাপট বজায় থাকল। বেল এক। বেঞ্জিমা দুই। রোনাল্ডো দুই। ৭ মিিনট থেকেই শুরু হয় গোল উত্সব। বিরতির আগেই পাঁচ গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে স্পোর্টিং ১ গোল করলেও সেটা সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছু ছিল না। গোটা ম্যাচের মধ্যে শুধু মাত্র জিদানের মাথাব্যথার কারণ হয়ে থাকলেন বেল। যিনি গোল করলেও কিছুক্ষণ পরেই চোট নিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচ জিতলেও বিতর্ক পিছু ছাড়ল না রিয়ালের। প্রথমে দলবদলের বাজার থেকে নিষেধাজ্ঞা। এ বার হামেস রদ্রিগেজ। ইউরোপ জুড়ে জল্পনা কলম্বিয়ান তারকা নাকি নিয়মিত সুযোগ না পাওয়ায় খুশি নন রিয়ালে। এই কারণে ক্লাব ছাড়তেও নাকি তৈরি হামেস। এর মধ্যে আবার রবিবারের ম্যাচেও রিয়ালের প্রথম দলে জায়গা হল না তাঁর। তবে নিজের দল নিয়ে ম্যাচের আগেই জিদান বলেছেন, ‘‘সবাইকে নিয়ে আমি খুশি। আমার দল খুব ভাল। আশা করছি ভাল কাটবে মরসুম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

real madrid la ligue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE