Advertisement
০৪ মে ২০২৪

বিশ্বরেকর্ড স্পর্শ করে আজ ভাঙার অপেক্ষায় ‘সান্টিনা’

অপ্রতিরোধ্য ‘সান্টিনা’ জুটি মেয়েদের টেনিস ট্যুরে টানা ম্যাচ জেতার বিশ্বরেকর্ড স্পর্শ করে ফেলল। বুধবার ডব্লিউটিএ সিডনি ইন্টারন্যাশনালে শীর্ষ বাছাই সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস কোয়ার্টার ফাইনালে চিনের চেন লিয়াং-শুয়াই পেংকে ৬-২, ৬-৩ হারিয়ে টানা ২৮ ম্যাচ জেতার নজির গড়লেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ০৪:৩১
Share: Save:

অপ্রতিরোধ্য ‘সান্টিনা’ জুটি মেয়েদের টেনিস ট্যুরে টানা ম্যাচ জেতার বিশ্বরেকর্ড স্পর্শ করে ফেলল।

বুধবার ডব্লিউটিএ সিডনি ইন্টারন্যাশনালে শীর্ষ বাছাই সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস কোয়ার্টার ফাইনালে চিনের চেন লিয়াং-শুয়াই পেংকে ৬-২, ৬-৩ হারিয়ে টানা ২৮ ম্যাচ জেতার নজির গড়লেন। ১৯৯৪-এ পেশাদার ট্যুরে গিগি ফার্নান্ডেজ-নাতাশা জেরেভা জুটির টানা ২৮ ম্যাচ জেতা এত দিন একক বিশ্বরেকর্ড ছিল। যাতে এ দিন ভাগ বসানোর পাশাপাশি বৃহস্পতিবার সিডনির সেমিফাইনালে সানিয়া-মার্টিনা রোমানিয়ান-কাজাখ জুটি রালুকা ওলারু-ইরোস্লাভা শেদোভাকে হারাতে পারলেই টানা ২৯ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ড গড়বেন।

বিশ্বসেরা ইন্দো-সুইস জুটির স্বপ্নের দৌড় গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ড থেকে শুরু হয়েছে। তাৎপর্যের, ২১ বছর আগে গিগি আর নাতাশার মার্কিন এবং সাবেক রুশ জুটির স্বপ্নের দৌড়ের সমাপ্তি ঘটেছিল আবার সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ওপেনেই! সেমিফাইনালে বুলগেরিয়ার ক্যাটেরিনা মলিভা আর স্থানীয় মেয়ে রবিন হোয়াইটের হাতে।

মেয়েদের সার্কিটের জনপ্রিয় নাম ‘সান্টিনা’ চলতি স্বপ্নের দৌড়ের মধ্যে খেতাব জিতেছেন ছয়— ২০১৫ যুক্তরাষ্ট্র ওপেন, গুয়াঝৌ, উহান, বেজিং, সিঙ্গাপুরে ডব্লিউটিএ ট্যুর ফাইনালস, ২০১৬ ব্রিসবেন ইন্টারন্যাশনাল। সেখানে ১৯৯৪-এর মে থেকে পরের চার মাসে গিগি ফার্নান্ডেজ-নাতাশা জেরেভা টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকাকালীন তুলে নিয়েছিলেন রোম, বার্লিন, ফরাসি ওপেন, ইস্টবোর্ন এবং উইম্বলডন— পাঁচ খেতাব।

তবে বোধহয় সবচেয়ে তাৎপর্যের তথ্য— মার্টিনা হিঙ্গিস! সানিয়ার ৩৫ বছর বয়সি সুইস পার্টনারের অতীতে গিগি এবং নাতাশা, দু’জনের সঙ্গী হিসেবেই পেশাদার ট্যুরে খেতাব জেতার অবাক করা নজির আছে। ১৯৯৫-এ গিগি ফার্নান্ডেজ-হিঙ্গিস জুটি হামবুর্গে চ্যাম্পিয়ন হয়েছিল। আর নাতাশা জেরেভা-হিঙ্গিসের তো ১৯৯৭ অস্ট্রেলিয়ান ওপেন— গ্র্যান্ড স্ল্যাম জেতারই সাফল্য আছে। বলা যায়, হায়দরাবাদি সঙ্গীকে নিয়ে মার্টিনা তাঁর দুই পুরনো দুই ডাবলস পার্টনারেরই বিশ্বরেকর্ড ছুঁলেন।

ধন্যি ভারতীয় টেনিসে মার্টিনা-ফ্যাক্টর!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE