Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাকিবের ৪০০ উইকেট

বাংলাদেশ ক্রিকেটে এই প্রথম। ৪০০ উইকেটের মালিক হয়ে গেলেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। টেস্ট, ওয়ান ডে ও টি২০ মিলে এই উইকেটের মালিক হয়ে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। পিছনে ফেলে দিলেন সর্বকালের সেরা অল রাউন্ডার ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ১৮:২১
Share: Save:

বাংলাদেশ ক্রিকেটে এই প্রথম। ৪০০ উইকেটের মালিক হয়ে গেলেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। টেস্ট, ওয়ান ডে ও টি২০ মিলে এই উইকেটের মালিক হয়ে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। পিছনে ফেলে দিলেন সর্বকালের সেরা অল রাউন্ডার ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে তিন উইকেট নিয়ে ৪০২ উইকেট নিয়ে ফেললেন তিনি। শুধু ফ্লিনটফ নন আগেই ছাপিয়ে গিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি মাইকেল হোল্ডিংকেও। ২১৫ ইনিংসে ৩৯১ উইকেট ছিল হোল্ডিংয়ের। সাকিব ছুঁয়ে ফেললেন গিলেসপিকে। সাকিবের সামনে অবশ্য আরও বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের জোয়েল গার্নারের দখলে রয়েছে ৪০৫ উইকেট। বব উইলিসেরও রয়েছে সমসংখ্যক উইকেট। এই সিরিজে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। সাকিবের সামনে এই দু’জনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ এই ম্যাচেই। এই তালিকায় রয়েছেন ক্রিস কেয়ার্নস, উমর গুল, সনৎ জয়সূর্য, শোয়েব আখতার, আজমলের মতো বোলাররা। যাদের ছাপিয়ে যেতে পারেন সাকিব।

আরও খবর: সাকিবের তিন উইকেট, ১৮৭ তে শেষ জিম্বাবোয়ের ইনিংস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shakib bagladesh cricket wicket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE