Advertisement
E-Paper

মুখে মুখ রেখে বিপক্ষ টিমের গোলরক্ষকের প্রাণ বাঁচালেন স্লোভাকোর স্ট্রাইকার

একেই বলে ‘স্পোর্টিং মাইন্ড’! চেক প্রজাতন্ত্রের একটি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে রবিবার খেলা চলছিল বোহেমিয়ান্স ১৯০৫-এর সঙ্গে স্লোভাকোর। বোহেমিয়ান্সের গোলরক্ষক মার্টিন বার্কোভেক বল বাঁচাতে গোল বক্স পেরিয়ে ছুটে যান। উল্টো দিক থেকে তখন ওই বলটি ধরতেই তিরের বেগে ছুটে আসছিলেন তাঁর দলেরই ডিফেন্ডার ড্যানিয়েল কেসিরিচ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫৭
মাঠে মানবিক দৃশ্য

মাঠে মানবিক দৃশ্য

একেই বলে ‘স্পোর্টিং মাইন্ড’!

চেক প্রজাতন্ত্রের একটি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে রবিবার খেলা চলছিল বোহেমিয়ান্স ১৯০৫-এর সঙ্গে স্লোভাকোর। বোহেমিয়ান্সের গোলরক্ষক মার্টিন বার্কোভেক বল বাঁচাতে গোল বক্স পেরিয়ে ছুটে যান। উল্টো দিক থেকে তখন ওই বলটি ধরতেই তিরের বেগে ছুটে আসছিলেন তাঁর দলেরই ডিফেন্ডার ড্যানিয়েল কেসিরিচ। মুখোমুখি সজোরে ধাক্কা লাগে দু’জনের মধ্যে। তা সামলে ওঠার আগেই স্লোভাকোর স্ট্রাইকার ফ্রান্সিস কোনের সঙ্গে ফের হাল্কা ধাক্কা লাগে বার্কোভেকের। বার্কোভেক ও ড্যানিয়েল দু’জনেই ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন। সংজ্ঞা হারিয়ে ফেলেন বার্কোভেক। একটুও সময় নষ্ট করেননি ফ্রান্সিস। চিকিত্সক বা ফিজিওকে ডাকার আগেই ফ্রান্সিস বুকে তুলে নেন বার্কোভেককে। এর পর সতীর্থের জ্ঞান ফেরাতে সব ধরনের চেষ্টা করেন তিনি। বার্কোভেকের মুখে মুখ দিয়ে শ্বাসক্রিয়া সচল রাখার চেষ্টা করেন তিনি। পরে বার্কোভেককে হাসপাতালে ভর্তি করা হয়।

দেখুন সেই ভিডিও

মাঠে ফ্রান্সিসের এই ভূমিকাতেই নতুন জীবন পেলেন বার্কোভেক। এ কথা স্বীকার করে নিয়েছেন চিকিত্সকেরাও। সুস্থ হয়ে বোহেমিয়ান্সের গোলরক্ষক তাঁর ফেসবুক পেজে লেখেন, “মাঠে ফ্রান্সিসের আন্তরিক তত্পরতায় জীবন ফিরে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ ফ্রান্সিসকে।”

আরও পড়ুন- লা লিগায় মেসির গোলে লড়াইয়ে থাকল বার্সেলোনা

তবে ফ্রান্সিসের হিরোগিরি কিন্তু এই প্রথম নয়। তাঁর কথায়, “এই নিয়ে আমার কেরিয়ারে চার বার কারও জীবন বাঁচালাম। ভাল লাগছে বার্কোভেককে সুস্থ দেখে।”

Francis Koné Slovacko Bohemians 1905 Czech Republic Martin Berkovec
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy