শুরুটা হয়েছিল মাস খানেক আগে, সেই রাজকোট থেকে। জাডেজার লেংথ বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়েছিলেন অ্যালিস্টার কুক। এরপর পরবর্তী সাত ইনিংসে পাঁচবার জাডেজার বাঁহাতি স্পিনে আউট হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তালিকায় শেষ সংযোজন শুক্রবারের চেন্নাই। অবস্থা এমনই যে, কুককে জাডেজার ‘বানি’ বলা শুরু করেছে ক্রিকেটমহল। বানি কথাটা বাইশ গজে বহুল প্রচলিত। কোনও এক ব্যাটসম্যান একই বোলারের হাতে বারবার আউট হলে তাকে এই নামে ডাকা হয়। বিখ্যাত সব ব্যাটসম্যানরা রয়েছেন এই তালিকায়। ভিভ রিচার্ডস থেকে গ্রাহাম গুচ, ব্রায়ান লারা থেকে রিকি পন্টিং হয়ে হালের অ্যালিস্টার কুক— বানির তালিকাটা বেশ দীর্ঘ। এক নজরে দেখে নেওয়া যাক ক্রিকেটের বিখ্যাত কিছু বানিকে।
আরও পড়ুন- ১৯৯ রানে আউট হয়েছেন যাঁরা