Advertisement
E-Paper

দলে নিজের মানসিকতার আরও কয়েক জনকে দরকার বিরাটের

তৃতীয় ওয়ান ডে-তে চাপের মুখে সিরিজ জেতানো সেই বিধ্বংসী ৯৬-এর পর ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রায় সাড়ে তিনশো তোলার পিছনেও তাঁর দুশোর উপর স্ট্রাইকরেটে খেলা ক্যামিও ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েল চোটের জন্য শনিবার শেষ ম্যাচে যতই অনিশ্চিত হোন, দেখছেন অবশ্য ধোনি বিগ্রেডের হোয়াইটওয়াশ। বললেনও একান্ত সাক্ষাৎকারের গোড়াতেই।

কুন্তল চক্রবর্তী

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ০৩:৫৭

তৃতীয় ওয়ান ডে-তে চাপের মুখে সিরিজ জেতানো সেই বিধ্বংসী ৯৬-এর পর ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রায় সাড়ে তিনশো তোলার পিছনেও তাঁর দুশোর উপর স্ট্রাইকরেটে খেলা ক্যামিও ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েল চোটের জন্য শনিবার শেষ ম্যাচে যতই অনিশ্চিত হোন, দেখছেন অবশ্য ধোনি বিগ্রেডের হোয়াইটওয়াশ। বললেনও একান্ত সাক্ষাৎকারের গোড়াতেই।

প্রশ্ন: গ্লেন, সিরিজের এখান থেকে ম্যাক্সওয়েলের জন্য ম্যাক্সিমাম কী?

ম্যাক্সওয়েল: (হাসি) সিডনিতে আমরা ৫-০ করতে খেলব। আশা করি সেটা হবেও। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, প্রত্যেকটা বিভাগেই আমাদের দল দারুণ করছে এখন।

প্র: আপনার মতো একজন ফিনিশারের অভাব টের পাওয়া যাচ্ছে ভারতীয় দলে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে অন্তত কে ভারতের ম্যাক্সওয়েল হয়ে উঠতে পারে বলে আপনার ধারণা?

ম্যাক্সওয়েল: ভারতের জন্য সেই লোকটা এখনও এমএস ধোনি। ওর এখনও ফিনিশ করার ক্ষমতা আছে। ভারতের নতুন ছেলেদের ধোনির কাছে ফিনিশ করার কায়দা শিখতে হবে। তবে ওদের আরও একটু সময় দেওয়াও দরকার।

প্র: এই ওয়ান ডে সিরিজে রায়নাকে দেখতে না পেয়ে আপনি কি অবাক হয়েছেন?

ম্যাক্সওয়েল: সত্যি বলতে এটা নিয়ে ভাবিইনি। তবে আমি নিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপে রায়না ভারতীয় দলে থাকবে। তা ছাড়া এই ওয়ান ডে সিরিজে ওর না থাকার পিছনে নিশ্চয়ই কোনও কারণ আছে।

প্র: এই সিরিজে ভারতীয় দলে অনেক তরুণ ক্রিকেটার আছেন যাঁরা আইপিএলে দারুণ খেললেও অস্ট্রেলিয়ায় এখনও ব্যর্থ।

ম্যাক্সওয়েল: অক্ষর পটেল, ঋষি ধবন, দু’জনই খুব ভাল ক্রিকেটার। প্রচুর প্রতিভা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অন্য ব্যাপার। একেবারে আলাদা মঞ্চ। তাই ওদের সেখানে ভাল করার জন্য একটু সময় দেওয়া দরকার।

প্র: টি-টোয়েন্টি সাধারণ ভাবে তরুণ ক্রিকেটারদের ফর্ম্যাট হিসেবে পরিচিত। সেখানে পরের সপ্তাহে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে আশিস নেহরা, যুবরাজ সিংহ কিংবা শন টেটের প্রত্যাবর্তন ঘটছে! কী বলবেন?

ম্যাক্সওয়েল: হয়তো ওদের বিরাট অভিজ্ঞতার কারণে। টি-টোয়েন্টিতেও কিন্তু অভিজ্ঞতা একটা বিরাট ফ্যাক্টর। টি-টোয়েন্টি ম্যাচ মানেই ব্যাট হোক বা বল, খেলার শেষের দিকে চাপ তৈরি হবেই। ওই সময়টাকে সামলাতে আপনার দলে দু’-একজন বয়স্ক হলেও প্রচুর অভিজ্ঞতা থাকা প্লেয়ারই চাই।

প্র: ধোনির সেরা সময় পেরিয়ে গিয়েছে— আপনি কি মানেন?

ম্যাক্সওয়েল: না। মানি না। এমএসডি এখনও খুব জোরেই শট মারছে। মেলবোর্নেই তো ভাল খেলল। ও এখনও একজন বিশ্বমানের পারফর্মার। এখনও আমাদের কাছে শুধু কাঁটাই নয়, একটা বড়সড় কাঁটাঝোপ। আগের ম্যাচটাই তো আমরা জিততে পেরেছি ধোনির উইকেট তাড়াতাড়ি তুলতে পারায়।

প্র: ভারতীয় দলে মানসিক ভাবে ‘অস্ট্রেলীয় ক্রিকেটার’ কি শুধু বিরাট কোহলিই? মানে আপনাদের মতো যিনি ‘টাফ’ খেলেন, হারতে ঘৃণা করেন!

ম্যাক্সওয়েল: ওই ধাঁচের ক্রিকেটার খুব কম সংখ্যকই আছে ইন্ডিয়া টিমে। বিরাট অবশ্যই তাদের মধ্যে একজন। বিরাটের বরং নিজের মানসিকতার আরও কয়েকজন টিমমেটের দরকার।

প্র: আইপিএলে খেলতে প্রতি বছরই কয়েকটা মাস ভারতে কাটাতে হয় বলে আপনার আশা করি কয়েকটা ভারতীয় খাবার এত দিনে পছন্দের হয়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনার প্রিয় ভারতীয় ডিশ কি টিম ইন্ডিয়ার বোলিং?

ম্যাক্সওয়েল: (হাসি) হ্যাঁ, ভারতীয় খাবার খেতে আমি ভালবাসি। বাটার চিকেন আর পনির আমার ফেভারিট।

প্র: ওয়ান ডে সিরিজে এ পর্যন্ত আপনাদের একচেটিয়া প্রাধান্য। টি-টোয়েন্টিতেও কি একই দশা হতে পারে ভারতের বলে মনে করছেন?

ম্যাক্সওয়েল: টি-টোয়েন্টি সিরিজ মনে হয় হাড্ডাহাড্ডি হবে। এই ফর্ম্যাটে আমাদের-আপনাদের দু’দলেই অনেক ম্যাচউইনার আছে।

প্র: শেষ প্রশ্ন করছি। ভারত ০-৪ পিছিয়ে রবিবার শেষ ওয়ান ডে-তে নামবে। আপনি ভারতের অধিনায়ক হলে এই অবস্থায় দলকে কী বলতেন?

ম্যাক্সওয়েল: আমি ধোনি হলে টিমকে বলতাম, মাথা উঁচু রেখে খেলো। ক্রিকেটে এ রকম হতেই পারে। তবে ধোনিও মনে হয় ওর ছেলেদের সেটাই বলেছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy