Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফেডারেশনকে পরামর্শ তারকাদের

ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে সম্ভবত এই প্রথম বার একই মঞ্চে এসে দাঁড়ালেন এক ঝাঁক প্রাক্তন ও বর্তমান তারকা ফুটবলার এবং কোচ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৬
Share: Save:

ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে সম্ভবত এই প্রথম বার একই মঞ্চে এসে দাঁড়ালেন এক ঝাঁক প্রাক্তন ও বর্তমান তারকা ফুটবলার এবং কোচ। ভাইচুং ভুটিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত রয়েছেনই। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসাবে। তাঁর সঙ্গে আইএম বিজয়ন, সুব্রত পাল, জো পল আনচেরি, ডেরেক পেরেরা, রেনেডি সিংহ, স্যাভিও মেডেরা, ব্রুনো কুটিনহোরাও ফুটবলের উন্নতির স্বার্থে একই ছাতার তলায় দাঁড়ালেন। ছিলেন জেসিটিকে আই লিগ দেওয়া কোচ সুখবিন্দর সিংহও।

বৃহস্পতিবার ফেডারেশন একটি ওয়ার্কশপের ব্যবস্থা করেছিল। যেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সচিব কুশল দাস, আই লিগের সিইও সুনন্দ ধর এবং টেকনিক্যাল ডিরেক্টর স্কট ও’ডনেল। এই ওয়ার্কশপের আলোচনার মূল বিষয় ছিল, গ্রাসরুট থেকে সিনিয়র—সব বিভাগের ফুটবলের উন্নতির রূপরেখা তৈরি করা। বিজয়ন-ডেরেকরা যেমন ফেডারেশনের ভাবনার কথা শোনেন, তেমনই নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নেন। এঁদের শুভেচ্ছা দূত হিসেবে তুলে ধরারও পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। বাংলা থেকে মেহতাব হোসেন এবং প্রণয় হালদারকেও ডাকা হয়েছিল। তবে তাঁদের টানা আই লিগের ম্যাচ থাকার কারণে যেতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Footballers Indian Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE