Advertisement
২০ এপ্রিল ২০২৪

নেপালের শৃঙ্গ হেলায় জয় বাংলার বাঘেদের

সবুজ পতাকা সঙ্গে জয়ধ্বনি। দুরন্ত জয় বাংলাদেশ যুব দলের। এই সময়টার জন্যই তো পুরো দেশ অপেক্ষা করেছিল। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পর থেকেই চলছিল নানা হিসেব। সেমিফাইনালে পৌঁছে ঘরের মাঠে এবার ট্রফিই লক্ষ্য ব্যাঘ্র বাহিনীর।

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২২
Share: Save:

সবুজ পতাকা সঙ্গে জয়ধ্বনি। ৬ উইকেটে দুরন্ত জয় বাংলাদেশ যুব দলের। এই সময়টার জন্যই তো পুরো দেশ অপেক্ষা করেছিল। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পর থেকেই চলছিল নানা হিসেব। সেমিফাইনালে পৌঁছে ঘরের মাঠে এবার ট্রফিই লক্ষ্য ব্যাঘ্র বাহিনীর। সঙ্গে রেকর্ডটাও করে ফেলল বাংলাদেশ যুব দল। অতীতে যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন সাকিব, তামিমদের যুব দল। সেই লক্ষ্যকেই ছাপিয়ে যাওয়ার তাগিদ ছিল শুরু থেকেই। সেটাই করে দেখাল পুরো দল। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেপালকে হারিয়ে বাজিমাত বাংলাদেশ যুব ক্রিকেট দলের। হাফ সেঞ্চুরি করলেন জাকির হোসেন। তাঁকে যোগ্য সঙ্গত করে গেলেন অধিনায়ক মেহদি হাসান মিরাজ। শুরুটা একটু দুর্বল হলেও শেষে বাজিমাত মিরাজ, হোসেন।

আরও পড়ুন- আগেই জানতাম সেমিফাইনালে যাব, বললেন মিরাজ

• দারুন জয়। নেপালকে ৬ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ।

• ৭৫ রানে জাকির হোসে্ন ও ৫৫ রানে মিরাজ অপরাজিত থাকলেন।

• ১১ বলে ৩ রান করতে হবে বাংলাদেশকে।

• ২৩ বলে বাংলাদেশকে করতে হবে ২২ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

• হাফ সেঞ্চুরি অধিনায়ক মেহদি হাসান মিরাজের।

• ৪৬ ওভারের শেষে বাংলাদেশ ১৯০/৪। হাফ সেঞ্চুরির পথে অধিনায়কও।

• ৪৪.৩ ওভারে বাংলাদেশ ১৮৩/৪।

• হাফ সেঞ্চুরি করলেন হোসেন।

• ৬২ বলে ৪২ রান করে ক্রিজে টিকে আছেন জাকির হোসেন। ৩৫ রান করে যোগ্য সঙ্গত অধিনায়ক মিরাজের।

• ৪৩ ওভারে বাংলাদেশ ১৬২/৪।

• দুই ব্যাটসম্যান জাকির ও অধিনায়ক মিরাজ ব্যাট করছে ২৯ রানে।

• ৪০ ওভারে বাংলাদেশ ১৪৪/৪।

• ২৫ রানে জাকির হোসেন ও ২২ রানে মেহদি হাসান এই মুহূর্তে ব্যাট করছেন।

• ৩৫.৪ ওভার বাংলাদেশ ১৩০/৪।

• ৩১ ওভারে বাংলাদেশ ১১১/৪।

• ২৯.৩ ওভারের শেষে বাংলাদেশ ১০১/৪।

• ১০০ রানে পৌঁছল বাংলাদেশ।

• ৩৮ রান করে ধামালের বলে এলবিডব্লু জয়রাজ শেখ।

• চতুর্থ উইকেট বাংলাদেশের।

• ২৬.৪ ওভারে বাংলাদেশ ৮৮/৩।

• ৩ উইকেট হারিয়ে ২৩.৩ ওভারে ৭৮ রান বাংলাদেশের।

• লামিছানের বলে তাকেই ক্যাচ দিয়ে মাত্র ৮ রান করে ফিরলেন নাজমুল হোসেন শান্ত।

• ৩২ রান করে রান আউট হলেন পিনাক ঘোষ।

• ১৬ ওভারে ১ উইকেটে ৫০ রান বাংলাদেশ দলের।

• ৪০ বলে ২১ রান করে ব্যাট করছেন পিনাক ঘোষ ও ২৬ বলে ১৫ রান করে রয়েছেন জয়রাজ শেখ।

• ১৫ ওভারে বাংলাদেশ ৪১/১।

• ১১ ওভার বাংলাদেশ ৩০/১।

• এই মুহূর্তে ১৩ রান করে ক্রিজে রয়েছেন পিনাক ঘোষ ২ রান করে জয়রাজ শেখ।

• ৯ ওভারে বাংলাদেশ ২০/১।

• শুরুতেই বাংলাদেশকে ধাক্কা দিল নেপাল।

• ধামালের বলে এলবিডব্লু হয়ে প্যাভেলিয়নে ফিরলেন সইফ হাসান। ২১ বলে ৫ রান করলেন তিনি।

• বাংলাদেশের প্রথম উইকেট।

• ৬ ওভারের শেষে বাংলাদেশ ১৬/০।

• ১০ রানে ব্যাট করছেন পিনাক ঘোষ ও ৩ রানে সইফ হাসান।

• ৪.২ ওভারে বাংলাদেশ ১৩।

• ব্যাট করছেন পিনাক ঘোষ ও সইফ হাসান।

• ২১২ রানের লক্ষ্যে ক্রিজে বাংলাদেশের দুই ওপেনার।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নেপাল। শুরুটা ভাল না হলেও শেষটা খারাপ হল না নেপালের। দ্রুত রান তুলতে গিয়ে চারটে রান আউট না হলে আরও বেশি রানের লক্ষ্য রাখতে পারত বাংলাদেশের সামনে। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে ২১২ রানের লক্ষ্যমাত্রা রাখল নেপাল। নেপালের হয়ে সর্বোচ্চ রান রাজু রুজালের ৭২।

• নির্ধারিত ওভারের শেষে নেপাল ২১১/৯।

• শেষ বলে রান আউট হলেন সুশীল কানদেল।

• ৪৮.৩ ওভারে নেপাল ২০২/৮।

• অষ্টম উইকেট হারাল নেপাল। ২২ রান করে মেহদি হাসান মিরাজের বলে বোল্ড হলেন আইরি।

• ২০০ রান নেপালের।

• ৪৫ ওভারের শেষে নেপাল ১৮৪/৭।

• আবার রান আউট। দ্রুত রান তুলতে গিয়ে তৃতীয় রান আউট নেপালের। ১৪ রান করে ফিরলেন ভুরতেল।

• সপ্তম উইকেট নেপালের।

• ক্রিজে ১২ রান করে রয়েছেন দীপেন্দ্র সিংহ আইরি ও ৩ রান করে কুশল ভুরতেল।

• ৪১ ওভারের শেষ নেপাল ১৬৪/৬।

• ২২ বলে মাত্র ৯ রান করে সালে আহমেদ সাওনের বলে এলবিডব্লু হলেন রাজবীর সিংহ।

• ষষ্ঠ উইকেট নেপালের।

• ৩৪ ওভারে নেপাল ১৪৬/৫।

• ৮০ বলে ৭২ রান করে রান আউট হয়ে ফিরলেন রিজাল।

• পঞ্চম উইকেট নেপালের।

• ৩১ ওভারে নেপাল ১৩৩/৪।

• ৫৮ বলে ৫০ রান করে নেপালের ব্যাটিংকে ভরসা দিচ্ছেন রিজাল।

• ২৭.৪ ওভারে নেপাল ১১৪/৪।

• মহম্মদ সইফুদ্দিনের বলে জয়রাজ সেখকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফি্রলেন আরিফ শেখ। ৩২ বলে ২১ রান করলেন তিনি।

• চতুর্থ উইকেট নেপালের।

• ৪০ রানে ব্যাট করছেন রিজাল। ১৮ রানে আরিফ।

• ২৫.৩ ওভারে নেপাল ১০১/৩।

• ২৪ ওভার নেপাল ৯২/৩।

• ২১ ওভার নেপাল ৭৪/৩।

• রাজু রিজালের সঙ্গে ব্যাট করতে এলেন আরিফ শেখ।

• ১৮.১ ওভারে নেপাল ৬৩/৩।

• ২৫ রান করে রান আউট হলেন ওপেনার সুনীল ধামাল।

• তৃতীয় উইকেট গেল নেপালের।

• ১৭.২ ওভারে নেপাল ৬২/২।

• ৫০ রান নেপালের। ১৩ ওভার। ২ উইকেট।

• এই মুহূর্তে ১২ ওভারের শেষে নেপাল ৪৮/২।

• ৯.৪ ওভারে নেপাল ৩১/২।

• মেহদি হাসান রানার বলে কারকির ক্যাচ নিলেন সইফ হাসান।

• ১ রান করেই তাঁকে প্যাভেলিয়নে ফেরালেন মেহদি হাসান রানা।

• এসেই প্যাভেলিয়নে ফিরলেন যোগেন্দ্র সিমহ কারকি।

• ৭ রান করে মহম্মদ সইফুদ্দিনের বলে বোল্ড হয়ে ফিরলেন সন্দীপ সুনার।

• ৫.২ ওভারে ১৭ রানে ১ উইকেট নেপালের।

• শুরুতেই সাফল্য বাংলাদেশ বোলারদের।

• টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেপালের।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। কোয়ার্টার ফাইনালে মিরপুরের শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে রেকর্ডের লক্ষ্যে বাংলাদেশ। লক্ষ্য নেপালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যাওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladesh nepal wc cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE