Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Virat Kohli

রান তাড়া করে জয় ছিনিয়ে আনায় সচিনকে ছাপালেন কোহালি

পুণেতে রবিবার অগ্নিপরীক্ষা ছিল সীমিত ফরম্যাটে নতুন অধিনায়ক বিরাট কোহালির। প্রায় এক দশক ধরে এই টি২০ এবং ওয়ানডে ম্যাচের বিশাল চাপ বরফ শীতল মস্তিষ্কে সামলে এসেছেন মহেন্দ্র সিংহ ধোনি। বিরাট কি পারবেন, তাঁর হট চেম্বার মস্তিস্কে সেই চাপকে ধরে রাখতে?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ১৩:৩৯
Share: Save:
০১ ০৮
ওয়ানডেতে ৩৫০ বা তার বেশি রান ধাওয়া করতে গিয়ে তিন বার জিতেছে ভারত। এই তিনটি ম্যাচেই সেঞ্চুরি রয়েছে বিরাট কোহালির।

ওয়ানডেতে ৩৫০ বা তার বেশি রান ধাওয়া করতে গিয়ে তিন বার জিতেছে ভারত। এই তিনটি ম্যাচেই সেঞ্চুরি রয়েছে বিরাট কোহালির।

০২ ০৮
বিরাটের অভিষেকের পর ৮ বার তিনশো বা তার বেশি রান তাড়া করেছে ভারত। এর মধ্যে ৬ বার শতরান রয়েছে বিরাটের।

বিরাটের অভিষেকের পর ৮ বার তিনশো বা তার বেশি রান তাড়া করেছে ভারত। এর মধ্যে ৬ বার শতরান রয়েছে বিরাটের।

০৩ ০৮
রান তাড়া করে টিমকে জেতানোর ক্ষেত্রে  বিরাটের ১৫তম সেঞ্চুরি।

রান তাড়া করে টিমকে জেতানোর ক্ষেত্রে বিরাটের ১৫তম সেঞ্চুরি।

০৪ ০৮
টিম জেতানোর জন্য সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির সংখ্যা ছিল ১৪টি। সেটি টপকে গেলেন বিরাট কোহালি (১৫টি)।

টিম জেতানোর জন্য সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির সংখ্যা ছিল ১৪টি। সেটি টপকে গেলেন বিরাট কোহালি (১৫টি)।

০৫ ০৮
রান তাড়া করে সচিন এবং বিরাটের ১৭টি করে সেঞ্চুরি রয়েছে। কিন্তু বিরাট কোহালি যেখানে ৯৬ ইনিংসে এই সেঞ্চুরি করেছেন, সেখানে সচিনের ইনিংস ছিল ২৩২টি।

রান তাড়া করে সচিন এবং বিরাটের ১৭টি করে সেঞ্চুরি রয়েছে। কিন্তু বিরাট কোহালি যেখানে ৯৬ ইনিংসে এই সেঞ্চুরি করেছেন, সেখানে সচিনের ইনিংস ছিল ২৩২টি।

০৬ ০৮
রান তাড়া করতে নেমে বিরাট কোহালির ব্যাটিং গড় ৬৪.৯৪।

রান তাড়া করতে নেমে বিরাট কোহালির ব্যাটিং গড় ৬৪.৯৪।

০৭ ০৮
কিন্তু রান তাড়া করে জয় এসেছে এমন ম্যাচে বিরাটের ব্যাটিং গড় ৯০.৯০।

কিন্তু রান তাড়া করে জয় এসেছে এমন ম্যাচে বিরাটের ব্যাটিং গড় ৯০.৯০।

০৮ ০৮
২৮ বছর বয়সে ১৭৭টি ম্যাচে ২৭টি সেঞ্চুরি করে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহালি। সচিন তেন্ডুলকর (৪৯), রিকি পন্টিং (৩০), সনত্ জয়সূর্য (২৮) পরেই বিরাটের জায়গা।

২৮ বছর বয়সে ১৭৭টি ম্যাচে ২৭টি সেঞ্চুরি করে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহালি। সচিন তেন্ডুলকর (৪৯), রিকি পন্টিং (৩০), সনত্ জয়সূর্য (২৮) পরেই বিরাটের জায়গা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE