Advertisement
০৬ মে ২০২৪

পাকিস্তানে ভারতের পতাকা উড়িয়ে গ্রেফতার কোহলি ভক্ত

পাকিস্তানের মাটিতে উড়ছে ভারতের পতাকা। ঘটনাটি ঘটেছে লাহোরের ওকারায়। তাও আবার প্রজাতন্ত্র দিবসের সকালে। এই ঘটনা ঘটিয়ে গ্রেফতার তো হতেই হয়েছে সেই ব্যক্তিকে সঙ্গে পৌঁছে গিয়েছেন খবরের শিরোনামে। এমন কি ঘটেছিল মঙ্গলবার?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৬ ১৪:২৩
Share: Save:

পাকিস্তানের মাটিতে উড়ছে ভারতের পতাকা। ঘটনাটি ঘটেছে লাহোরের ওকারায়। তাও আবার প্রজাতন্ত্র দিবসের সকালে। এই ঘটনা ঘটিয়ে গ্রেফতার তো হতেই হয়েছে সেই ব্যক্তিকে সঙ্গে পৌঁছে গিয়েছেন খবরের শিরোনামে। এমন কি ঘটেছিল মঙ্গলবার? যার জন্য উমর দ্রাজ নামে সেই ব্যক্তি নিজের বাড়ির ছাদে তুললেন ভারতের পতাকা? গ্রেফতারের পর উমর স্বীকার করে নিয়েছেন, এই কান্ড তিনি ঘটিয়েছেন শুধু মাত্র বিরাট কোহলির জন্য। মঙ্গলবারই অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজে অসাধারণ ব্যাট করে ভারতকে জয় এনে দিয়েছেন বিরাট। তার পরই উচ্ছ্বসিত উমর বিরাটের জন্য উড়িয়ে দেন ভারতের পতাকা। তাও যদি বিরাটের ছবি নিয়ে উচ্ছ্বাস দেখাতেন তিনি।

পুলিশের তরফে বলা হয়, ‘‘উমর দ্রাজ নামে ওই ব্যাক্তির বাড়ির ছাদ থেকে ভারতের পতাকা পাওয়া গিয়েছে।’’ পুলিশকে উমর বলেন, ‘‘আমি বিরাট কোহলির খুব বড় ভক্ত। আমি ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করি কোহলির জন্য। আমি আমার বাড়ির ছাদে ভারতের পতাকা রেখেছিলাম শুধু মাত্র ভারতের ক্রিকেটারদের প্রতি ভালবাসা থেকে।’’ তিনি এও জানান, তাঁর এই সম্পর্কে কোনও ধারণাই ছিল না। এটা যে অপরাধ হতে পারে তিনি বুঝতে পারেননি। তাঁকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তিনি ভারতীয় ক্রিকেটের একজন ভক্ত। কোনও গুপ্তচর নন। তাঁর বাড়ির দেওয়ালেও রয়েছে বিরাট কোহলির বিরাট ছবি।

আরও খবর: কোহলির নামে গ্যালারি হোক অ্যাডিলেডে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE