Advertisement
E-Paper

সচিনের থেকে এগিয়ে বিরাট: ইমরান

এটা এখন আর নতুন কোনও ঘটনা নয়। সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহালির তুলনা চলছেই। তাতে বিরাটকে বার বার বিরক্তি প্রকাশ করতেও দেখা গিয়েছে। কিন্তু এই তুলনা থামেনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ২২:২৩

এটা এখন আর নতুন কোনও ঘটনা নয়। সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহালির তুলনা চলছেই। তাতে বিরাটকে বার বার বিরক্তি প্রকাশ করতেও দেখা গিয়েছে। কিন্তু এই তুলনা থামেনি। বরং প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন তুলনা। এবার স্বয়ং ইমরান খান মুখ খুললেন সে বিষয়ে। তিনি আবার এগিয়ে রাখলেন বিরাট কোহালিকে। তাঁর মতে সচিন তেন্ডুলকরের থেকে টেমপারামেন্টে এগিয়ে রয়েছেন বিরাট কোহালি। তিনি বলেন, ‘‘ওর ট্যালেন্ট ও টেকনিককে বাইরে রেখেই বলছি ওর টেমপারামেন্ট খুব ভাল। ওর টেমপারামেন্ট সচিনের থেকে ভাল। কোহালি খুব কঠিন সময়ে নিজের খেলাটা খেলে যেতে পারে। যেটা সচিন কখনও কখনও পারেনি।’’

২৭ বছর বয়সে নিজের সেরা ফর্মে রয়েছেন কোহালি। টি২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরাও হয়েছেন। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সর্বোচ্চ রান ছিল তাঁরই। চারটি সেঞ্চুরিসহ এই আইপিএল-এ একাধিক রেকর্ড ভেঙেছেন ও গড়েছেন বিরাট। ২৭ রানের জন্য আইপিএল-এর প্রথম ১০০০ রান নিজের নামের পাশে লিখে নেওয়া হয়নি তাঁর। সেই বিরাট-সচিনের তুলনায় পুরো বছরটাই রয়েছে সরগরম। যদিও বিরাট এটাকে বোকামিই বলছেন। তাঁর মতে, এমন একজনের সঙ্গে তুলনা করাটাই বোকামো। যার দখলে রয়েছে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। কিন্তু ইমরান মনে করেন কোহালি ভার্সাটিলিটি ওকে অনেক দূর নিয়ে যাবে। ইমরান বলেন, ‘‘ আমার দেখা বিরাট কোহালি একজন সম্পূর্ণ ক্রিকেটার। ওর খেলায় বৈচিত্র রয়েছে। ও দুই পা ও ফিল্ডের দুই দিকেই খেলতে পারে।’’

টি২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হার নিয়ে বলতে গিয়েও বিরাটের প্রশংসা করতে ভোলেননি ইমরান। তিনি বলেন, ‘‘ওই হারটা খুব দুঃখজনক ছিল। কিন্তু কোহালি দারুণ খেলেছিল। যাতে বোঝা গিয়েছিল কঠিন অবস্থায় ও কী ভাবে খেলে। ও যে কোনও প্লেয়ারের থেকেই এগিয়ে। আমি তো বলব ও সেরা আন্তর্জাতিক প্লেয়ার। যে কোনও ম্যাচে ওকে নামিয়ে দেওয়া যেতে পারে।’’

আরও খবর

বুমরাহর হ্যাটট্রিক, ভারতের সামনে ১২৪ রানের টার্গেট, লাইভ...

Virat Kohli Sachin tendulkar Imran Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy