আগেকার দিনে রানি-রাজকন্যাদের নিয়মিত রূপচর্চার সামগ্রী ছিল দুধ, কাঁচা হলুদ, গোলাপ জল, কেশর, চন্দন ও মধু। এই সব কিছুর গুণেই ত্বক, চুল হয়ে উঠত উজ্জ্বল। এখন ব্যস্ত সময়ে এত কিছু দিয়ে চর্চা করার সময় নেই। তাই বাজারচলতি রেডিমেড প্রডাক্ট দিয়েই কাজ চালাতে হয়। কিন্তু যদি একটু কষ্ট করে রোজকার রূপচর্চায় রাখতে পারেন কেশর তাহলে কিছুটা খরচ সাপেক্ষ হলেও ফল দেখতে পাবেন নিজের চোখেই। জেনে নিন কী ভাবে রূপচর্চায় ব্যবহার করতে পারেন কেশর।
আরও পড়ুন: তাড়া থাকলে জেনে রাখুন বাড়িতেই সেরে ফেলার কিছু বিউটি সমাধান