Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এগুলো খুবই তুচ্ছ, কিন্তু সতর্ক হোন, হতে পারে ব্রেস্ট ক্যানসার

ব্রেস্টে কোনও লাম্প বা আকারের পরিবর্তন হলে যে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি থাকতে পারে তা সকলেই জানেন। আমাদের জানার বাইরেও অনেক উপসর্গ রয়েছে। আপাতদৃষ্টিতে যা আপনার স্বাভাবিক বলেই মনে হবে। সেই সব উপসর্গ নিয়ে কী বলছেন চিকিৎসকেরা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ১৬:১১
Share: Save:

ব্রেস্টে কোনও লাম্প বা আকারের পরিবর্তন হলে যে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি থাকতে পারে তা সকলেই জানেন। আমাদের জানার বাইরেও অনেক উপসর্গ রয়েছে। আপাতদৃষ্টিতে যা আপনার স্বাভাবিক বলেই মনে হবে। সেই সব উপসর্গ নিয়ে কী বলছেন চিকিৎসকেরা?

১) এ ক্ষেত্রে আচমকা নিপলের পরিবর্তন হয়ে থাকে। আকারের পরিবর্তনের সঙ্গে ত্বকের রং বদলে যায়। চামড়া লাল কিংবা আঁশের মতো হয়ে যায়।

আরও পড়ুন: ব্রেস্ট সাকিং কি ক্যান্সার ঠেকায়?

২) পিরিয়ডের আগে এবং পরে সাধারণত ব্রেস্টে যন্ত্রণা বা একটু অস্বস্তি অনুভব করেন অনেকেই। কিন্তু এই সময় ছাড়াও যদি তেমন অনুভূত হয় তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৩) ব্রেস্টে বা তার আশেপাশে যদি লিম্ফনোড-এর অস্বাভাবিকতা কিছু অনুভব করেন তা হলেও সতর্ক থাকবেন।

৪) অনিয়মিত পিরিয়ডও ব্রেস্ট ক্যানসারের কারণ হতে পারে। এমনকী হঠাৎ খুব রোগা কিংবা ওজন বেড়ে গেলেও ডাক্তার দেখানো উচিত।

৫) যদি দেখেন ত্বকের পরিবর্তনের সঙ্গে ব্রেস্টে শিরাও দেখা যাচ্ছে এবং ব্রেস্টের কোনও অংশে আঙুল দিয়ে চাপ দিলে যদি তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগে, চিকিৎসকের পরামর্শ নিন।

তবে এই উপসর্গগুলো থাকা মাত্রই অহেতুক ভেঙে পড়বেন না। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্ট করিয়ে নেওয়া উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manabi breast cancer ways to check breast cancer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE