Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লালুর ছবিতেই মিষ্টিমুখ, উৎসবে মাতলেন নীতীশ

এমন খুশির দিনে পটনায় থাকতে পারলেন না শুধু লালুপ্রসাদ যাদব। তাই ছবিতেই তাঁকে মিষ্টিমুখ করালেন অনুগামীরা! মাস তিনেকের মধ্যে এ ভাবেই পাল্টে গেল বিহারের রাজনীতির ছবি। লোকসভা ভোটের ফল ঘোষণার দিন শুনশান থাকা পটনার আরজেডি, জেডিইউ অফিসের সামনে আজ ভিড় জমল। ফাটলো আতসবাজি। স্লোগান উঠল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। উল্টো দিকে, বিকেলে প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হাজির হলেন হাতে গোনা কয়েক জন নেতা।

জয়ের পর। আরজেডি সমর্থকদের মিষ্টিমুখ। সোমবার পটনায়। ছবি: পিটিআই

জয়ের পর। আরজেডি সমর্থকদের মিষ্টিমুখ। সোমবার পটনায়। ছবি: পিটিআই

স্বপন সরকার
পটনা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ০৩:১০
Share: Save:

এমন খুশির দিনে পটনায় থাকতে পারলেন না শুধু লালুপ্রসাদ যাদব। তাই ছবিতেই তাঁকে মিষ্টিমুখ করালেন অনুগামীরা!

মাস তিনেকের মধ্যে এ ভাবেই পাল্টে গেল বিহারের রাজনীতির ছবি। লোকসভা ভোটের ফল ঘোষণার দিন শুনশান থাকা পটনার আরজেডি, জেডিইউ অফিসের সামনে আজ ভিড় জমল। ফাটলো আতসবাজি। স্লোগান উঠল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। উল্টো দিকে, বিকেলে প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হাজির হলেন হাতে গোনা কয়েক জন নেতা।

উপনির্বাচনে রাজ্যের অধিকাংশ ভোটার তাঁদের দিকেই ঝুঁকেছেন, তা বুঝতে দুপুরেই বীরচাঁদ পটেল রোডের দলীয় দফতরে পৌঁছে যান জেডিইউ নেতা নীতীশ কুমার। একগাল হাসি নিয়ে হাজির দলের অন্য নেতারাও। সামনের রাস্তায় কালীপটকা, চকোলেট বোমা ফাটার আওয়াজ। সঙ্গে লালু-নীতীশের নামে সমর্থকদের ‘জিন্দাবাদ’। সাংবাদিকদের অনুরোধ মেনে ফটো-সেশন করলেন নীতীশ। বুকে দলীয় পতাকা লাগানোর হিড়িক বাঁধল। চলল মিষ্টিমুখের পালা।

এ দিন সকালে অসুস্থ হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হন লালু। তাতে পটনায় দলীয় কর্মী-সমর্থকদের উৎসবে ভাটা পড়েনি। লালু-রাবড়ীর ছবি বুকে বেঁধেই তাঁরা নাচ-গানে মাতলেন। তবে, জয়ের পর কোনও পক্ষই বিজয় মিছিল বের করেনি। সে জন্য ভোটের ফলের আঁচ পড়েনি শহরের জনজীবনে।

দলীয় দফতরে নির্বাচনের ফলাফলের কাটাকুটির মধ্যেই জেডিইউয়ের এক নেতা বললেন, “এটা তো সবে শুরু। এ বার বিজেপি-র বিরুদ্ধে আরও বড় লড়াইয়ে নামব। নীতীশজি তেমনই জানিয়েছেন।” আরজেডি-র মুখপাত্র মনোজ ঝা ভোটের ফলের জন্য একক ভাবে কাউকে এগিয়ে রাখেননি। তিনি বলেছেন, “এটা সামাজিক ন্যায়ের জয়। বিত্তবানদের জন্য কাজ করছেন নরেন্দ্র মোদী। সাধারণ মানুষ তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মত দিলেন।”

লোকসভা ভোটে বিহারের ৪০টি আসনের মধ্যে ৩৩টি দখল করেছিলেন এনডিএ জোট প্রার্থীরা। সে সময় রাজ্য রাজনীতিতে লালু-নীতীশের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে দেন বিজেপি নেতারা। পুরনো শত্রুতা ভুলে হাতে হাত মিলিয়ে লড়তে নামে আরজেডি-জেডিইউ। তাতেই হল ভোলবদল।

হাসপাতালে লালু

বিহারে উপনির্বাচনের ফল ঘোষণার কিছু ক্ষণ আগে আজ সকালে অসুস্থ হয়ে পড়লেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তাঁকে দিল্লি থেকে বিমানে মুম্বইয়ে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রুটিন পরীক্ষার জন্য লালুপ্রসাদ ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসা করছেন দেশের প্রথম সারির কার্ডিয়াক-সার্জনদের মধ্যে অন্যতম রমাকান্ত পণ্ডা। মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE