Advertisement
E-Paper

ভারতের কনিষ্ঠতম বাবা ১২ বছরের বালক আপাতত জামিনে

বাল্য বিবাহ, কম বয়সে মা হওয়ার মতো জ্বলন্ত সমস্যা নিয়ে যেখানে দৈনিক চর্চা হয় সেখানেই এ বার যেন উলোটপূরাণ। ভারতের সর্বকনিষ্ঠ বাবা হল কোচির এক নাবালক। বয়স মাত্র ১২।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ১১:১৩
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

বাল্য বিবাহ, কম বয়সে মা হওয়ার মতো জ্বলন্ত সমস্যা নিয়ে যেখানে দৈনিক চর্চা হয় সেখানেই এ বার যেন উলোটপূরাণ।

ভারতের সর্বকনিষ্ঠ বাবা হল কোচির এক নাবালক। বয়স মাত্র ১২। সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০১৬-র নভেম্বরে তিরুঅনন্তপূরুম মেডিক্যাল কলেজে মেয়ের বাবা হয়েছে ওই নাবালক। তবে মায়ের বয়স ১৭। এই ঘটনা সামনে আসতেই হৈ চৈ পড়ে যায়। পুলিশের জেরার মুখে ওই কিশোরী স্বীকার করে নাবালক যুবক তাঁর আত্মীয় এবং সেই তার মেয়ের বাবা। এরপরেই ওই তিন জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। করা হয় ডিএনএ পরীক্ষা। সম্প্রতি সেই রিপোর্টের ফল আসায় পুলিশ নিশ্চিত হয়েছে ওই নাবালকই সদ্যোজাতর বাবা।

আরও পড়ুন: কত দিন দেখা হয়নি! বন্ধুর আলিঙ্গনে পাঁজর ভাঙল চিকিৎসকের

কোচির কলামেসারির সার্কেল ইন্সপেক্টর জয়কৃষ্ণান এস জানান, সন্তান প্রসবের জন্য ওই নাবালিকা হাসপাতালে ভর্তি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এরপরেই গোটা বিষয়টি সামনে আসে। শিশুদের উপর যৌন হেনস্থা প্রতিরোধক আইন অনুযায়ী ওই নাবালক ও কিশোরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত জামিনে মুক্ত ওই বালক।

India's Youngest Father Kochi POCSO Act Protection of Children from Sexual Offences Act DNA Test
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy