Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

ভারতের কনিষ্ঠতম বাবা ১২ বছরের বালক আপাতত জামিনে

বাল্য বিবাহ, কম বয়সে মা হওয়ার মতো জ্বলন্ত সমস্যা নিয়ে যেখানে দৈনিক চর্চা হয় সেখানেই এ বার যেন উলোটপূরাণ। ভারতের সর্বকনিষ্ঠ বাবা হল কোচির এক নাবালক। বয়স মাত্র ১২।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ১১:১৩
Share: Save:

বাল্য বিবাহ, কম বয়সে মা হওয়ার মতো জ্বলন্ত সমস্যা নিয়ে যেখানে দৈনিক চর্চা হয় সেখানেই এ বার যেন উলোটপূরাণ।

ভারতের সর্বকনিষ্ঠ বাবা হল কোচির এক নাবালক। বয়স মাত্র ১২। সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০১৬-র নভেম্বরে তিরুঅনন্তপূরুম মেডিক্যাল কলেজে মেয়ের বাবা হয়েছে ওই নাবালক। তবে মায়ের বয়স ১৭। এই ঘটনা সামনে আসতেই হৈ চৈ পড়ে যায়। পুলিশের জেরার মুখে ওই কিশোরী স্বীকার করে নাবালক যুবক তাঁর আত্মীয় এবং সেই তার মেয়ের বাবা। এরপরেই ওই তিন জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। করা হয় ডিএনএ পরীক্ষা। সম্প্রতি সেই রিপোর্টের ফল আসায় পুলিশ নিশ্চিত হয়েছে ওই নাবালকই সদ্যোজাতর বাবা।

আরও পড়ুন: কত দিন দেখা হয়নি! বন্ধুর আলিঙ্গনে পাঁজর ভাঙল চিকিৎসকের

কোচির কলামেসারির সার্কেল ইন্সপেক্টর জয়কৃষ্ণান এস জানান, সন্তান প্রসবের জন্য ওই নাবালিকা হাসপাতালে ভর্তি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এরপরেই গোটা বিষয়টি সামনে আসে। শিশুদের উপর যৌন হেনস্থা প্রতিরোধক আইন অনুযায়ী ওই নাবালক ও কিশোরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত জামিনে মুক্ত ওই বালক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE