Advertisement
E-Paper

হাই-প্রোফাইল বৈঠকে বিরোধীরা, তবু চূড়ান্ত হল না রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আলোচনা হলও, কিন্তু কোনও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ঘোষণা করতে পারলেন না বিরোধীরা। শাসকের কোর্টেই বল ঠেলে দিলেন ১৭টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। সর্বসম্মতির ভিত্তিতেই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষিত হোক, শুক্রবার এমনই দাবি তুলল বিরোধী দলগুলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ২০:৪৪
বৈঠক শেষে ওমর আবদুল্লা, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, মনমোহন সিংহ। ছবি: পিটিআই।

বৈঠক শেষে ওমর আবদুল্লা, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, মনমোহন সিংহ। ছবি: পিটিআই।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আলোচনা হলও, কিন্তু কোনও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ঘোষণা করতে পারলেন না বিরোধীরা। শাসকের কোর্টেই বল ঠেলে দিলেন ১৭টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। সর্বসম্মতির ভিত্তিতেই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষিত হোক, শুক্রবার এমনই দাবি তুলল বিরোধী দলগুলি। কিন্তু নিজেদের তরফ থেকে কোনও নাম বিরোধী শিবির প্রস্তাব করল না। সরকার পক্ষ কাকে প্রার্থী করছে, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্থির হল হাই-প্রোফাইল বৈঠকে।

সংসদের লাইব্রেরি ভবনে এ দিন সনিয়া গাঁধীর ডাকে সমবেত হয়েছিল মোট ১৭টি দলের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভানেত্রীর তরফ থেকে মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়। বৈঠক এবং মধ্যাহ্নভোজ মিলিয়ে ঘণ্টা দেড়েকের কর্মসূচি। আর সেই কর্মসূচি ঘিরে দীর্ঘ দিন পর বিরোধী শিবিরের সর্বোচ্চ নেতাদের তথা জাতীয় রাজনীতির ডজন খানেক পোড় খাওয়া মহারথীর সমাবেশ। কংগ্রেসের তরফে সনিয়া গাঁধী তো ছিলেনই, ছিলেন মনমোহন সিংহ, রাহুল গাঁধী, গুলাম নবি আজাদ, আহমেদ পটেলরা। তৃণমূলের তরফে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও বৈঠকে যোগ দিয়েছিলেন এনসিপি-র শরদ পওয়ার, জেডি(ইউ)-এর শরদ যাদব এবং কে সি ত্যাগী, আরজেডি-র লালুপ্রসাদ যাদব, বহুজন সমাজ পার্টির মায়াবতী, সিপিএম-এর সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, ডিএমকে-র কানিমোজিরা।

সীতারাম ইয়েচুরি, কানিমোজি, ডি রাজা, লালুপ্রসাদ— বৈঠক শেষে প্রায় সকলেই বললেন, গত তিন বছরে সম্পূর্ণ ব্যর্থ মোদী সরকার। ছবি: পিটিআই।

বৈঠক সেরে বেরিয়ে তৃণমূলের চেয়ারপার্সন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে, কিন্তু কোনও নাম স্থির হয়নি। সর্বসম্মতির ভিত্তিতেই দেশের রাষ্ট্রপতিকে বেছে নেওয়া হোক, বিরোধীরা এমনটাই চায়, মন্তব্য তৃণমূলনেত্রীর। কিন্তু বিরোধীরা আগে কোনও নাম প্রস্তাব করবেন না বলে তিনি জানান। সরকার পক্ষই আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করে, তার পর বিরোধীরা মতামত জানায়, এটাই প্রথা— মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণেই বিরোধীরা অপেক্ষা করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। সরকার পক্ষ যাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছবে, তাকেই কি মেনে নেবে বিরোধীরা? মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে হবে। সরকার পক্ষের প্রার্থীকে পছন্দ না হলে বিরোধীরা আলাদা প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে সবক’টি বিরোধী দলের মধ্যে সমন্বয় রাখার জন্য ১৭ জনের একটি কমিটিও গঠন করা হয়েছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রে পুরভোটে কংগ্রেস ২, বিজেপি ১

ঘটনাচক্রে মোদী সরকারের তিন বছর পূর্তির উদযাপনও এ দিনই শুরু হয়েছে। তাই বিরোধী দলগুলির বৈঠকে মোদী সরকারের তিন বছরের ‘পারফরম্যান্স’ নিয়েও আলোচনা হয়েছে। তিন বছরে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে সহমত বিরোধীরা। সাহারানপুরের সংঘর্ষ, মুদ্রা বাতিল, কাশ্মীরের অশান্তি-সহ নানা বিষয় প্রমাণ করেছে নরেন্দ্র মোদীর সরকার ব্যর্থ— একমত শরদ পওয়ার থেকে শরদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে লালুপ্রসাদ।

President Election Opposition Sonia Gandhi Mamata Banerjee সনিয়া গাঁধী মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy