Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

অন্ধ্র-ওড়িশা সীমান্তে পুলিশের গুলিতে নিহত ২১ মাওবাদী

অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্তের মালকানগিরির কাছে পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াইয়ে নিহত হয়েছে ১৯ জন মাওবাদী। আহত হয়েছেন ২ পুলিশ কর্মী। সোমবার সাত সকালের ঘটনা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০৯:৫৬
Share: Save:

অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্তের মালকানগিরির কাছে পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২১ জন মাওবাদী। আহত হয়েছেন ২ পুলিশ কর্মী। সোমবার সাত সকালের ঘটনা।

মালকানগিরি থেকে ১০ কিলোমিটার দূরে একটি ক্যাম্পে ৫০-৬০ জন মাওবাদীর জমায়েতের খবর পেয়ে রবিবার গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের কাছে খবর ছিল ওই জমায়েতে এক জন শীর্ষ মাওবাদী নেতাও হাজির হয়েছেন। সেই মতো পুলিশের বিশাল বাহিনী মালকানগিরিতে রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ক্যাম্পের হদিস পায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই সতর্ক হয়ে যায় মাওবাদীরা। পুলিশ ক্যাম্পের কাছাকাছি পৌঁছতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের গুলির লড়াইয়ে ২১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ক্যাম্প থেকে প্রচির অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এই মালকানগিরি মাওবাদীদের অন্যতম আঁতুড় ঘর বলেই চিহ্নিত।

আরও পড়ুন: গণপ্রহারে মৃত্যু দুষ্কৃতীর, রেহাই পেলেন না মা-ও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maoist Encounter Andhrapradesh Odisha Malkangiri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE