চেয়েছিলেন, ছেলে হোক। কিন্তু, তার বদলে কোলে এসেছিল মেয়ে। হতাশায় আরতি নামের এক যুবতী তাই তিন মাসের সন্তানকে শ্বাসরোধ করে ঢুকিয়ে দিলেন ওয়াশিং মেশিনে! উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা।
পুলিশ জানিয়েছে, গত রবিবার সন্তানকে খুনের অভিযোগে ওই যুবতীকে গ্রেফতার করা হয়েছে। গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার আকাশ তোমর জানিয়েছেন, মাস তিনেক আগে কন্যাসন্তানের জন্ম দেন পটলা শহরের বাসিন্দা বছর বাইশের আরতি। তোমরের দাবি, “নিজের মেয়েকে খুনের কথা প্রথমে মানতে চাননি আরতি। তবে পুলিশি জেরায় শেষমেশ তা স্বীকার করে নেন তিনি।” ওই পুলিশ কর্তা আরও বলেন, “ছেলে না হওয়ায় খুবই হতাশ হয়ে পড়েছিলেন আরতি। সেই রাগেই বালিশ চাপা দিয়ে নিজের মেয়ের শ্বাসরোধ করেন তিনি। এর পর ওয়াশিং মেশিনে শিশুটির দেহ ঢুকিয়ে দেন।” তিনি আরও জানান, পুলিশকে প্রথমে আরতি জানিয়েছিলেন, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। এর পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেন আরতি।
আরও পড়ুন
‘ওই দিনের ঘটনা’র কথা স্বীকার করেছেন অভিযুক্ত, দাবি পুলিশের
রূপাকে বাড়ি ফিরতে অনুরোধ নির্যাতিতার বাবার, আজ বৈঠক
আরতির পরিবারের দাবি, পুত্রসন্তানের জন্য আরতিকে কোনও রকম চাপ দেওয়া হয়নি। তবে, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।