Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

২ বছরে ৮৫০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ আসছে ভারতে: রিপোর্ট

আগামী দু’বছরে সাড়ে ৮ হাজার কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসছে দেশে। চিন, আমেরিকা সহ বিশ্বের ১১৪টি দেশের ৬০০টি সংস্থা করতে চলেছে সেই বিনিয়োগ। যার ফলে আগামী ৫ বছরে দেশে কম করে ৭ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১৫:০০
Share: Save:

‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানের পালে কি এ বার সত্যি সত্যিই হাওয়া লাগল?

আগামী দু’বছরে সাড়ে ৮ হাজার কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসছে দেশে। চিন, আমেরিকা সহ বিশ্বের ১১৪টি দেশের ৬০০টি সংস্থা করতে চলেছে সেই বিনিয়োগ। যার ফলে আগামী ৫ বছরে দেশে কম করে ৭ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিদেশি বিনিয়োগ টানার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারি এজেন্সি ‘ইনভেস্ট ইন্ডিয়া’র তরফে এ কথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর দীপক বাগলা বলেছেন, ‘‘আমরা আর দু’বছরের মধ্যে দেশে মোট ১০ হাজার কোটি ডলারের বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে এগচ্ছি। ভারতে তাদের কোনও কারখানা বা কোনও ভারতীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব নেই এমন আরও ২০০টি বিদেশি সংস্থার একটি তালিকা বানানো হয়েছে। আর দু’বছরের মধ্যে যারা ভারতে বিনিয়োগ করতে চলেছে।’’

ইনভেস্ট ইন্ডিয়া সূত্রের খবর, সেই বিদেশি বিনিয়োগটা আসতে চলেছে দু’ভাবে। গ্রিনফিল্ড ও ব্রাউনফিল্ড বিনিয়োগ। বেশ কয়েকটি বিদেশি সংস্থা এ দেশে তাদের নতুন কারখানা খুলে তাদের চালু বা নতুন পণ্য উৎপাদন করতে চাইছে। সে জন্য তারা বিশাল অঙ্কের বিনিয়োগের লিখিত আশ্বাস দিয়েছে ইতিমধ্যেই। এটাকে বলা হয়, ‘গ্রিনফিল্ড বিনিয়োগ’। আর কিছু বিদেশি সংস্থা চাইছে ভারতে কোনও সংস্থার চালু কারখানা বা প্রোডাকশন ইউনিট পুরোপুরি কিনে নিয়ে বা লিজে নিয়ে সেখানে চালু পণ্যগুলির উৎপাদন ও গুণমান বাড়াতে। এটাকে বলা হয় ব্রাউনফিল্ড বিনিয়োগ।

চলতি বছরেই সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে ভারতে। ৪ হাজার ৩০০ কোটি ডলার। যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

কেন্দ্রীয় এজেন্সির দেওয়া তথ্য জানাচ্ছে, যে দেশের ‘মেড ইন চায়না’ পণ্যে গত তিন-চার দশক ধরে ভরে রয়েছে ভারতের বাজার, সেই চিন থেকেই সবচেয়ে বেশি আসছে বিদেশি বিনিয়োগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানের পালে হাওয়া তুলতে। ৪২ শতাংশ। তার পরেই রয়েছে মার্কিন সংস্থাগুলির বিনিয়োগ। ২৪ শতাংশ। আর ব্রিটিশ সংস্থাগুলির বিনিয়োগের পরিমাণ হবে ১১ শতাংশ।

যে সব চিনা সংস্থা ভারতে তাদের পণ্য উৎপাদন করতে আসছে, তাদের অন্যতম স্যানি হেভি ইন্ডাস্ট্রি, অ্যামাজন, প্যাসিফিক কনস্ট্রাকশন, চায়না ফরচুন ল্যান্ড ডেভেলপমেন্ট ও দালিয়ান ওয়ান্ডা।

চিনা সংস্থাগুলির মধ্যে ভারতে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে স্যানি হেভি ইন্ডাস্ট্রি। ৯ হাজার ৮০০ কোটি ডলার। বাকি চিনা সংস্থাগুলির প্রত্যেকটি ৫০০ কোটি ডলারের বিনিয়োগ করতে চাইছে ভারতে।

আরও পড়ুন- চিনা দাপটকে চ্যালেঞ্জ ছুড়ে নৌসেনায় সামিল আরও এক স্টেল্থ করভেট​

আরও পড়ুন- গাড়ির মধ্যেই পুড়ে মৃত ভারতীয় তরুণী​

ইনভেস্ট ইন্ডিয়া সূত্রের খবর। এদের মধ্যে ৭৪৩ কোটি ডলার বিনিয়োগ ইতিমধ্যেই এসে গিয়েছে। তার ফলে নতুন ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় এজেন্সিটি জানিয়েছে, গত দু’বছরে ১১৪টি দেশের ১ লক্ষ সংস্থার কাছে থেকে বিনিয়োগের আবেদন পাওয়া গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE