পর পর কটূক্তি। একের পর এক ক্ষুরধার বাক্যবাণে বিদ্ধ হয়ে চলেছেন কয়েক জন সেনা জওয়ান। প্রত্যেকেরই পরণে সেনার পোশাক। মুখে স্মিত হাসি।
যিনি বাক্যবাণ বর্ষণ করে চলেছেন তিনি এক জন যুবক। মাঝে মাঝেই তেড়ে যাচ্ছেন জওয়ানদের দিকে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ।
ঘটনাস্থল দিল্লি মেট্রো। ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন আগেই। সোশ্যাল মিডিয়ার হাত ধরে সম্প্রতি যা ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
কাশ্মীরে ‘কাঁটা’ সরাতে কলকাতা, দিল্লিতে যুদ্ধের হুমকি আল কায়দার
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ফের হানা দিল্লির
দেখুন ভিডিও:
ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রোয় সওয়ার কয়েক জন জওয়ানকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন এক যুবক। যুবককে ধরে রাখার চেষ্টা করছেন যাত্রীরা।
গোটা ভিডিওয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হল জওয়ানদের নীরবতা। যুবকের প্রতিটি আক্রমণ যেন হাসিমুখেই সহ্য করে গিয়েছেন তাঁরা। বিনিময়ে একটিও শব্দ উচ্চারণ করেননি কেউই।